সেরা ৫ টি ক্যামেরা মোবাইল ফোন | কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২২

0
98

এক এক জনের এক এক চাহিদা। কারো প্রসেসর আর কারো ক্যামেরা এর উপর প্রায়োরিটি বেশি। তাই ক্যামেরার দিক ফোকাস রেখে করা হচ্ছে ক্যামেরা ফোন এর রিভিউ।

 

বর্তমানে বিভিন্ন রকমের স্মার্টফোন রয়েছে বাজারে। এসব ফোনে রয়েছে নানা ধরনের ফিচারস। কোন ফোনের প্রসেসর বেশি হল আবার কোন ফোনের চার্জিং ক্যাপাবিলিটি বেশি ভালো।

 

কোন ফোনের আবার ক্যামেরা অন্যান্য ফিচার চেয়ে বেশি ভালো। ‌ যারা সাধারণত ক্যামেরা দিয়ে বিভিন্ন দরকারি কাজ করেন তাদের জন্য কোন গুলো ভালো ক্যামেরা মোবাইল ফোন সেগুলো জানাটা জরুরী।

 

প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য যেমন গাছপালা সমুদ্র আকাশ এসবের ছবি তুলে বিভিন্ন সাইটে‌ সেল করে অনেকে ফ্রিল্যান্সিং করে থাকে। ফলে একটি ভালো ক্যামেরা মোবাইল ফোন দ্বারা অনেকের ইনকাম হচ্ছে।

 

সবার সাধারণত উচ্চ বাজেট থাকে না ভালো ক্যামেরা ফোন কেনার জন্য। এজন্য তারা জানতে চায় যে কম দামে ভালো ক্যামেরা মোবাইল ফোন কোনগুলো।

আরো পড়ুন : বর্তমানে সময়ে কম দামে সেরা মোবাইল ফোন

আমাদের আজকের জানার বিষয় হল – কম দামে ভালো ক্যামেরা মোবাইল ফোন ২০২১ নিয়ে। কথা না বাড়িয়ে চলুন কম দামে এমন ৫টি ক্যামেরা মোবাইল ফোন সম্পর্কে জেনে নেইঃ

 

কম দামে ভালো ক্যামেরা মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত

 

১৫ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ক্যামেরা মোবাইল ফোন সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হলোঃ

 

রেডমি নোট 9 প্রো (Redmi note 9 pro)

 

ভারতে লঞ্চ হাওয়া এই ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এর দুর্দান্ত ক্যামেরা। যারা ম্যাক্রো টাইপের বা খুব সূক্ষ্ম জিনিসপত্রের ছবি তুলেন, তাদের জন্য এটি উপযোগী।

 

কেননা এই ফোন দ্বারা সূক্ষ্ম জিনিসের পরিষ্কার ছবি তোলা যায়। এই ফোনটিতে ক্যামেরা ফিচারস এর মধ্যে রয়েছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানারোমা। এছাড়াও এ ফোনটির ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভাল।

 

এই ফোনের সামনের বা ফ্রন্ট ক্যামেরা বেশ ভালো। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে রয়েছে এইচডিআর ও প্যানারোমা। ইন্টার্নাল স্টোরেজ বিবেচনায় তিন ধরনের ফোন রয়েছে।

 

সেগুলো হলো ৬/৬৪ জিবি, ৬/১২৮ জিবি এবং ৮/১২৮ জিবি ক্যাপাবিলিটি। এছাড়াও এডিশনাল এইচডি কার্ড যুক্ত করার সিস্টেম রয়েছে। ৫০২০ এমএইচ ব্যাটারি সাথে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে।

 

স্বল্প বাজেটে এই ফোনটি দারুন। বাংলাদেশি টাকায় ১৬ থেকে ১৮ হাজার টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন ইনশা আল্লাহ্। তাই কম দামে ভালো ক্যামেরা মোবাইল ফোন কিনতে চাইলে এই ফোনটি সংগ্রহ করতে পারেন।

 

রেডমি নোট 9 প্রো ম্যাক্স (Redmi note 9 pro max)

 

যদি আপনি আপনার বাজেট আরেকটু বাড়িয়ে ২০ থেকে ২৩ হাজার টাকার মধ্যে আসেন; তাহলে আপনার জন্য রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এই মোবাইল ফোনটি সাজেস্ট করছি।

 

এই ফোনটির ডায়নামিক রেঞ্জ অনেক ভালো। এছাড়া এই ফোনের সেন্সর সাইজ এবং পিকচার সাইজ বড় হওয়া নাইট মোডে ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যায়।

 

এর ডিসপ্লে হচ্ছে আইপিএস এলসিডি কোয়ালিটির। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ফাইভ দেয়া আছে। এই ফোনটির পেছনের ক্যামেরা হলো ৬৪ মেগাপিক্সেল এবং সামনের ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।

 

৫০২০ এমএইচ ব্যাটারি সমৃদ্ধ এই ফোনটি কম দামে নিঃসন্দেহে ভালো একটি ফোন। কেননা, এই দামে এত ভালো ক্যামেরার অন্য কোন ফোন সচরাচর মার্কেটে পাওয়া যায় না।

 

অপারেটিং সিস্টেম ১০ এর এই ফোনটি ইন্টার্নাল ক্যাপাবিলিটি অনুযায়ী তিন রকমের রয়েছে। সেগুলো হলো ৬/৬৪ জিবি, ৬/১২৮ জিবি এবং ৮/১২৮ জিবি। তাই হাই কোয়ালিটি ক্যামেরা ফোন এর প্রয়োজন হলে এই ফোনটি সংগ্রহ করতে পারেন।

 

রিয়েলমি ৭ প্রো (Realme 7 pro)

 

২৭ থেকে ২৮ হাজার টাকা বাজেট যদি আপনার থেকে থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য বেশ ভাল চয়েস বলা যেতে পারে। এটির অফিসিয়াল দাম অনেকটা এরকমই। তবে আনঅফিসিয়াল এর দাম আরও কম।

 

এই ফোনের স্টোরেজ হলো ৮/১২৮ জিবি। এর পেছনের ক্যামেরা হলো ৬৪ মেগাপিক্সেল। আর সামনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। এই ফোনের ক্যামেরাতে বুস্টেড কালার সুবিধা রয়েছে। তাছাড়া এর ভিডিও কোয়ালিটিও বেশ ভাল।

 

তবে ছবি তোলার ক্সেত্রে মাঝে-মধ্যে কিছু কালারের ত্রুটি দেখা যায়। কিন্তু এই ভালভাবে যত্নসহকারে ছবি তুলতে পারলে এ সমস্যা এড়ানো যেতে পারে।

 

এর ডায়নামিক রেঞ্জ এবং শার্পনেস পরবর্তী সময়ে আপগ্রেডে ঠিক করা হয়েছিলো। কেননা, প্রথমে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার মান খুব বাজে ছিলো যা পরে সংশোধন করা হয়েছে।

 

এর প্রোসেসর অক্টাকোর ২.৩ এবং ব্যাটারি ৪৫০০ এমএইচ। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১০, ফলে বিভিন্ন অ্যাপস সাপোর্টের জন্য উপযোগী। যেহেতু ক্যামেরা রিলেটেড সমস্যাটি ঠিক করা হয়েছে এবং ক্যামেরার মান অনেক ভাল হয়েছে, তাই ক্যামেরার জন্য এ ফোনটিও কিনতে পারেন।

 

স্যামসাং গ্যালাক্সি এম ৫১ (Samsung galaxy M21)

 

উপরে যতগুলো মোবাইল ফোনের ব্যাপারে আলোচনা করা হয়েছে, তার মধ্যে এই ফোনটিকে অন্যতম সেরা বিবেচনা করা যায়। কেননা, উপরোক্ত কোন ফোনের ক্যামেরাতেই এত ফিল্ড অফ ভিউ নেই যতটা এ ফোনে আছে।

 

এই ফোনের ক্যামেরার ফিল্ড অফ ভিউ হলো ১২৩ ডিগ্রী, যা কম বাজেটের অন্যান্য ক্যামেরা মোবাইল গুলোতে নেই। এই ফোনের পেছনের ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, যা বেশ ভাল ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে।

 

স্যামসাং এর এই ফোনটিতে নাইট মোডে ভাল ছবি ওঠে। রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে হাই কোয়ালিটির ভিডিও ধারণ করা সম্ভব, যা এই কম বাজেটের অন্যান্য ফোনে সচরাচর মেলে না।

 

৭,০০০ এমএএইচ ব্যাটারির সাথে রয়েছে ২৫ ওয়াট চার্জিং স্পীড সুবিধা। ৬.৭ ইঞ্চি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধাও আছে। আর এই ফোনের এতকিছুর সাথে র‌্যাম রোমও যথেষ্ট ভালো।

 

৬/১২৮ জিবি আনঅফিশিয়াল ফোন এর দাম ২৯ হাজারের মতো। আর ৮/১২৮ জিবি ফোনের দাম ৩৫ হাজারের মতো যেটি অফিসিয়াল। ফনের কনফিগারেশন বেশ হাই, দাম সে তুলনায় অনেকটাই কম। এই দামে এমন ফোন সহজে পাওয়া যায় না।

 

তাই আপনি ক্যামেরা সহ অন্যান্য দিক বিবেচনায় এই ফোনটি ট্রাই করতে পারেন।

 

পোকো এক্সথ্রী প্রো (Poco x3 pro)

 

২০ থেকে ৩০ হাজার টাকা বাজেটের মধ্যে ভাল ক্যামেরা পারফরম্যান্স এর ফোন হলো Poco x3 pro। এই ফোনের ডিসপ্লে হলো ৬.৬৭ ইঞ্চি সাথে আইপিএস এলসিডি, ফুল এইচডি। এর অপারেটিং সিস্টেম ১১।

 

র‌্যাম ৬ জিবি ও রোম ১২৮ জিবির সাথে এক্সটার্নাল এসডি কার্ডের সুবিধা রয়েছে। ক্যামেরা হলো ব্যাক ৪৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ২০ মেগাপিক্সেল। এই ফোনের ক্যামেরা দ্বারা স্পষ্ট এবং ভাল ছবি ওঠে।

 

এছাড়া এর ডায়নামিক রেঞ্জও বেশ ভাল পাওয়া গেছে। এই ফোনের দাম প্রায় ২৮ হাজার টাকা। এই দামের মধ্যে এর ক্যামেরা পারফরম্যান্স বিবেচনায় এটি ভাল একটি ফোন সিঃসন্দেহে।

 

৩৩ ওয়াট চার্জিং স্পীডের সঙ্গে রয়েছে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। ৩০ হাজার টাকারও কম মূল্যের এই ফোনটিতে ভাল ক্যামেরা পারফরম্যান্স এর আপনি ট্রাই করতে পারেন।

 

যে বিষয়গুলো মনে রাখবেন

 

উপরোক্ত যে ৫টি ফোনের রিভিউ দেয়া হয়েছে, তা কম দামে ভাল ক্যামেরা কে টার্গেট করে দেয়া হয়েছে। তবে ক্যামেরা পারফরম্যান্স এর পাশাপাশি সাধারণ ইউজের জন্যও ফোনগুলো উপযোগী।

 

স্মার্টফোন এর দাম সাধারণত পরিবর্তন হয়। তাই দামে পার্থক্য থাকতেও পারে সময়ের তারতম্যের কারণে। আনঅফিসিয়াল ফোনের দাম অফিসিয়াল ফোনের চেয়ে কিছুটা কম হয়ে থাকে। তবে আপনার বাজেট কিছু বাড়িয়ে অফিসিয়াল ফোন নেয়াটাকেই রেকমেন্ড করছি।

 

যারা কম দামে ভাল ক্যামেরা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এ আর্টিকেলটি উপকারি হবে ইনশা আল্লাহ্। তাই আপনার পছন্দানুযায়ী সংগ্রহ করে নিন ক্যামেরা ফোনটি।

 

Visited 79 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here