মিরপুর পিচের সমালোচনাকারীদের এক হাত নিলেন ক্রিকেটার মমিনুল

0
23

মিরপুর পিচের সমালোচনাকারীদের এক হাত নিলেন ক্রিকেটার মমিনুল

বেশ কিছুদিন ধরেই চলছে মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামের সমালোচনা। একের পর এক ধেয়ে আসছে সমালোচনার তীর।

টিটুয়েন্টি সিরিজে বোলিং পিচে রান না হওয়ার কারনে চলা সমালোচনার প্রশ্নের এক হাত নিলেন মমিনুল হক।

মিরপুরের স্পিন পিচের সমালোচনা চললেও এখানে স্পিনিং পিচই পছন্দ সবার। ফ্লাট উইকেটকেও ভালো বলেই মনে করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।

তিনি বলেন “উপমহাদেশের সবাই স্পিন ভালো খেলে। তাদের বিপক্ষে স্পিনিং উইকেট না করাটাই ভালো। সব দলই তা-ই করে।

আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটই ভালো। আমার এটাই পছন্দ।”

মিরপুরের পিচ সমালোচনার কারন কে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সাদা বলে আর লাল বলের উইকেট এক না বলেই ধারনা তার।

তবে তার বিশ্বাস সাদা বলের চেয়ে লাল বলের উইকেট ভালো হবে।

এই নিয়ে তিনি যোগ করেন ”মিরপুরের উইকেট আমরা সবাই জানি যে, বলা কঠিন…আমার কাছে মনে হয়, সাদা বলে একরকম উইকেট হয়, লাল বলে আরেকরকম।

সাদা বলে দুই পাশ থেকে নতুন বল থাকে, তখন বিভিন্ন কিছুর মুখোমুখি হতে হয় ব্যাটসম্যানদের। তবে লাল বল তো একটিই থাকে।

আমার কাছে মনে হয়, সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে লাল বলে।”

মিরপুরের পিচের সমালোচনা করা হলে এরপর এক হাত নেন তিনি। তার মতে অযুহাত দেয়া কখনওই কাম্য না। তিনি একাত্মতা পেষণ করেন এর সাথে।

“পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট বা এগুলো নিয়ে অজুহাত দেওয়াটা কখনোই কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হই না।”

তার মতে পেশাদার ক্রিকেটে অভিযোগ থাকা উচিত না। অযুহাত না দিয়ে বরং ভালো ক্রিকেট খেলার চেষ্টা করা উচিত বলেই মনে করেন তিনি।

শুধু তাই নয়, তার ভাষ্যমতে পেশাদার ক্রিকেটে ধানক্ষেতেও ভালো করার যোগ্যতা থাকা উচিত।

এই নিয়ে টাইগার টেস্ট অধিনায়ক বলেন ‘পেশাদার ক্রিকেটারদের যদি ধানক্ষেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে।

আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদার হলে আরও ভালো হয়।”

উল্লেখ্য, মিরপুরের পিচে এই বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও সেখানে হয়নি সাধারণ ক্রিকেট খেলা।

দেখা যায়নি টিটুয়েন্টি ক্রিকেটের রান। গড়ে রান হয়েছে প্রায় ১২৫-১৩০। আর তাই সেই নিয়েই চলছে সমালোচনা, যার জবাবেই এসব বলেন মমিনুল হক।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here