ক্রোয়েশিয়া ওয়ার্ক ভিসা নিয়ে কিছু প্রশ্নের উত্তর

0
42
ক্রোয়েশিয়া ভিসা

ক্রোয়েশিয়া ওয়ার্ক ভিসা নিয়ে কিছু প্রশ্নের উত্তর :

আমাকে কি ক্যাটাগরীর ভিসা দিবে ওয়ার্ক ভিসায় ?
উ: C- টাইপ শর্ট টার্ম ভিসা ( এন্ট্রি পারমিটও বলা হয়)

পারমিট ইস্যু হতে কেমন সময় লাগে ?
উ: ২১ কর্ম দিবস

পারমিটের মেয়াদ কত দিন থাকে ?
উ: ৪৫ দিন ( করোনার পরে) এখন থেকে বেশী মেয়াদী পারমিট ইস্যু হতে পারে .

ভিসা পেতে দিল্লিতে যেতে হবে কি না?
উ: জি স্ব-শরীরে দিল্লিতে আবেদনকারীকে যেয়ে জমা করতে হবে. অথোরাইজেশন দিয়ে জমা দেয়ার উপায় নেই তবে কাউকে অথোরাইজ করে পাসপোর্ট উঠানো যাবে ভিসা হবার পর.

জমা কোথায় করবো? দুতাবাসে ?
উ: VFS Delhi তে জমা করবে হবে.

ভিসার মেয়াদ কতদিনের দেয় ?
উ: ৩০ দিনের Single Entry ভিসা দেয় দূতাবাস.

বর্তমানে কিভাবে পারমিট বের হলে জমা করবো?
উ: এখন যেতে হলে মেডিক্যাল ভিসা নিয়ে যেয়েও জমা করা যাবে.

বাংলাদেশ থেকে ফ্লাই করা যাবে কি না ?
উ: যাবে, তার্কিশ এয়ারলাইন্সের সপ্তাহে ৫ টি ফ্লাইট আছে যা যাগরেভও যাচ্ছে.

সি ভিসা দিয়ে গেলে কোন সমস্যা হবে কি না ?
উ: না, যাবার পর আপনাকে ইমিগ্রেশন পুলিশের বায়োমেট্রিক দিয়ে TRC এর আবেদন করতে হবে ১৫ দিনের মধ্যে.

TRC পেতে কত সময় লাগে ?
উ: ৩ সপ্তাহ

TRC পেলে অন্য দেশে যাওয়া যাবে কিনা ?
উ: জি ইউ নন সেনজেন দেশ গুলোতে ভিসা ছাড়া যেতে পারবেন, যেমন- রোমানিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, ইত্যাদি দেশ গুলোতে. সেনজেনে যেতে হলে ভিসা নিতে হবে.

ক্রোয়েশিয়া ভিসা
ক্রোয়েশিয়া জব ভিসা

Visited 23 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here