ক্রোয়েশিয়া ভিসা বন্ধের মুখে- সাবধান হয়ে যান

0
29

ক্রোয়েশিয়া ভিসা বন্ধের মুখে

ক্রোয়েশিয়ার ফেইক পারমিটের চারদিকে ছড়াছড়ি,যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ক্রোয়েশিয়ার ভিসার ক্ষেত্রে অবশ্যই প্রভাব ফেলবে। এক সময় পোল্যান্ডের পারমিট নিয়ে এরকম ধান্ধা হত,কিন্তু পোল্যন্ডের ভিসা রেশিও ২-৫% হওয়ার দালালরা এখন পথ পরিবর্তন করে ক্রোয়েশিয়ার দিকে ধাবিত হচ্ছে।
অনেকে এসব ফেইক পারমিট দিয়ে দূতাবাসে মেইল দিচ্ছে,একজন এর পারমিট সঠিক হোক আর ভুয়া হক ৫/১০ জন ডাউনলোড করে মেইল করছে এম্বাসিতে,এতে কি মনে করছেন ভিসার উপরে প্রভাব পরবে না? অবশ্যই পড়বে।
এতে করে বাংলাদেশের দিকে নেতিবাচক প্রভাব পড়বে।
ক্রোয়েশিয়া এই বছর পরে আর ভিসা দিবে না বলে আমার মনেহয়। আর ক্রোয়েশিয়া সেনজেনে চলে আসলে ভিসা পাওয়া কঠিন হবে এমনিতেই ক্রোয়েশিয়ার আইন অনেক শক্ত।
তাই সবার প্রতি অনুরোধ জা করবেন নিজেরা ভেবে চিনতে করবেন। আমরা নিজেরাই নিজেদের কপাল পুড়াই।

ওয়াক পারমিট আসবে কি আসবে না তা অল্প কই দিন পরে বুঝা যাবে।
সবার জন্য শুভ কামনা রইলো। সবার মনের আশা পুরন করবে আল্লাহ এই দোয়া করি।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here