চেহারার ব্রণের দাগ দূর করার উপায় | কিভাবে মুখের ব্রণের দাগ রিমুভ করবো 

0
31

চেহারার ব্রণের দাগ এর সমস্যায় ভুগছেন? কিভাবে মুখের ব্রণের দাগ দূর করা যায় তা নিয়ে চিন্তুত? চিন্তার কোনো কারন নেই, এই ঝামেলায় আমরা কম বা বেশি সকলেই ভুগে থাকি। আমাদের মুখের ত্বক খুবই সেনসিটিভ।

 

অনেক সময় বিভিন্ন ক্ষতিকারক ব্যাটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়ে ব্রণ হতে থাকে। কিছু সময় পর ব্রণ চলে যায় ঠিকই কিন্তু নাছড়বান্দা ব্রণের দাগ দূর হতে চায় না। তবে কিছু সাধারণ নিয়ম মেনে চললেই আপনার মুখের ব্রণের দাগ দূর করা যেতে পারে। 

 

এমন কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যার প্র‍য়োগের ফলে আপনি পেতে পারেন ব্রণের দাগ মুক্ত, সুন্দর, সুশ্রী চেহারা। চলুন তাহলে যেনে নেওয়া যাক ঘরোয়া এবং অরগানিক পদ্ধতি তে কিভাবে মুখের ব্রণের দাগ দূর করা যায়..

 

ডিমের সাদা অংশ ব্যবহারের মাধ্যমে মুখের ব্রণের দাগ দূর করা

 

প্রথমে বাটিতে একটি ডিমের সম্পুর্ন সাদা অংশ নিয়ে নিতে হবে। একটি চামচের সাহায্যে ভালো ভাবে ফেটিয়ে নিবেন। তারপর এক চা চামচ পাতি লেবুর রস নিয়ে ডিমের সাথে মিশিয়ে নিবেন।

 

তারপর সম্পুর্ন মুখে হাতের সাহায্যে মিশ্রন টি লাগিয়ে দিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন দেখবেন প্যাক টি আপনার মুখে শুকিয়ে আসছে, তখন প্যাক এর আরেক টি লেয়ার মুখে দিয়ে দিবেন।

আরো জানুন : চোখের নিচের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে 

আধা ঘন্টা পর ঠান্ডা পানি দিয়ে ভালো ভাবে মুখ ধুয়ে নিতে হবে। পরিষ্কার নরম কাপড় দিয়ে মুখ মুছে নিন এবং এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নিবেন। এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে খুব সহজেই ব্রণের দাগ দূর করা যাবে।

 

শশার রস, মধু এবং চালের গুঁড়ার প্যাক এর সাহায্যে 

 

শশার রস এমন একটি কার্যকরী উপাদান যা খুবই তাড়াতাড়ি মুখের ব্রণের দাগ দূর করে দিতে সাহায্য করে। চালের গুড়া আপনার প্রাকৃতিক স্ক্রাব এর কাজ করবে। মধু আপনার ত্বক কে করে তুলবে কোমল, দাগ মুক্ত।

 

এই প্যাক বানাতে প্রথমেই একটি শশা থেতো করে অথবা ব্লেন্ড করে রস বের করে নিয়ে একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিতে হবে। তারপর আগে থেকে করে রাখা দুই চামচ চালের গুড়া নিয়ে শসার রসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিন।

 

তারপর তিন থেকে চার ফোটা মধু দিয়ে ভালো ভাবে মিশিয়ে প্যাক তৈরী করুন। এখন প্যাক টি সারা মুখে হালকা হাতে লাগিয়ে নিন। বিশ মিনিট অপেক্ষা করে, আঙুল দিয়ে ঘষে ঘষে তুলে নিন এবং ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন।

 

চন্দন গুড়োঁ, গোলাপজল এবং লেবুর রস এর প্যাক ব্যবহার করে

 

প্রথমেই একটি পরিষ্কার বাটি নিয়ে তাতে পরিমাণ মতো চন্দন গুড়োঁ ঢেলে দিন। তারপর একে একে গোলাপজল ঢালবেন এবং লেবুর রস চিপকে রস বের করে নিবেন। তারপর চামচের সাহায্যে নেড়ে নেড়ে সকল উপাদান গুলো মিশিয়ে একটি গাড় পেস্ট বানিয়ে নিন। 

 

এখন হাত অথবা ফেস ব্রাশের সাহায্যে ভালো ভাবে প্যাক টি মুখে লাগিয়ে নিতে হবে। সম্পুর্ন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, যখন দেখবেন প্যাক টি টান ধরেছে তখন ঠান্ডা পানির সাহায্যে হালকা ভাবে ঢলে ঢলে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুই দিন ইউজ করবেন তাহলে মুখের দাগ দূর করাতে সহজ হবে।

 

পাতি লেবুর সাহায্যে ব্রণের দাগ দূর করা

 

একটি সম্পূর্ণ লেবুর চিপে রস বের করে নিন। একটি কটন বার্টের সাহায্যে শুধুমাত্র ব্রনের দাগের জায়গায় লেবুর রস লাগান। এভাবে সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

 

এই সকল পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ব্রণের দাগ দূর করা যাবে।

 

Visited 5 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here