একের পর এক জয় তুলেই চলছে বাংলাদেশের মেয়েরা
বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান কে ধরাশায়ী করার পর এবার যুক্তরাষ্ট্র কে শ্রেফ গুড়িয়েই দিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম বাংলাদেশী প্রমিলা হিসেবে শারমিন আক্তারের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় দাড় করায় বাংলাদেশ, এরপর বিশাল জয় তুলে নেয় ২৭০ রানের। অপরাজিত থাকা শারমিন সংগ্রহ করেন ১৩০ রান।
টসে জিতে বাংলাদেশের মেয়েদের ব্যাট করার জন্য আমন্ত্রন জানায় যুক্তরাস্ট্রের মেয়েরা। মুরসিদা খাতুন ও শারমিন আক্তার মিলে দারুন
উদ্বোধনি জুটি উপহার দেয় বাংলাদেশ কে। সমান তালে রান আসতে থাকে দুইজনের ব্যাটেই। অর্ধশতক পার্টনারশিপের পর দুজনেই এগিয়ে যেতে থাকে ব্যক্তিগত অর্ধশতকের দিকে। তবে সেঞ্চুরির জুটি গড়ার একটু আগে, দলীয় ৯৬ রানে বিদায় নেন মুরসিদা খাতুন। ৪৭ রান আসে তার ব্যাটে।
তার বিদায়ের পর ঠিক সেখান থেকেই শুরু করেন ৩ নাম্বারে নামা নিগার সুলতানা। বেশ বড় না হলেও ২৬ বলে ৩৩ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। আক্রমন চালিয়ে যান ফারজানাও। বাংলার মেয়েদের থামানোর মন্ত্রই খুজে পাচ্ছিলো না যুক্তরাষ্ট্রের মেয়েরা। এক প্রান্তে অর্থশতক করা শারমিন এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। ফারজানাও তুলে নেন অর্ধশতক। ৬২ বলে ৬৭ রানে থামে তার ইনিংস। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, প্রথম বাংলাদেশী ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন শারমিন আক্তার। ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ১৩০ রানে। তার ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২২ রান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই তাদের উপরে থাবা বসান বাংলার বাঘিনিরা। তাতে খেই হারিয়ে বসে প্রতিপক্ষ। বাংলাদেশের প্রথম উইকেট নেয়া কান্দানালাকে রান আউটে ফিরিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর এক প্রান্তে সালমা খাতুন ও অন্য প্রান্তে রোমানা চালিয়ে যান নিজেদের আক্রমন। একের পর একজন বিদায় নিচ্ছিলো এক অংকের সংগ্রহে। সিন্ধু ১৫ ও তারা ১৬ ব্যতীত আর কেউ পার করতে পারেনি ১০ রানের ইনিংসও। বড় লক্ষ্যের সামনে যেন ছিটকে পরে তারা। মাত্র ৫২ রান সংগ্রহ করে ২০ ওভার আগেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
তাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাস্ট্রের বিপক্ষে ২৭০ রানের এক বিশাল জয় পায় বর্তমান এশিয়া কাপ জয়ী মেয়েরা।
সংক্ষিপ্ত সংগ্রহ –
টস – ইউ. এস. এ
বাংলাদেশ : ৩২২-৫ (৫০ ওভার)
শারমিন আক্তার ১৩০, মুরশিদা খাতুন ৪৭ ও ফারজানা হক ৬৭
যুক্তরাষ্ট্র : ৫২-১০ (৩০.৩ ওভার)
তারা ১৬ রান
সালমা ১০-২ (১০ ওভার)
ফাহিমা ৫-২ (২.৩ ওভার)
রুমানা ১১-২ (৭ ওভার)