ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক । DBBL ব্যাংক ব্যালেন্স চেক করার নিয়ম 

0
4
DBBL ব্যাংক ব্যালেন্স চেক করার নিয়ম

ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স চেক অথবা DBBL ব্যাংক ব্যালেন্স চেক করার নিয়ম জেনে সহজেই জেনে নিন আপনার বর্তমান একাউন্ট ব্যালেন্স। উক্ত আর্টিকেল জুরে থাকবে সে সকল তথ্য যার মাধ্যমে DBBL ব্যাংক ব্যালেন্স চেক করা যায়। 

ডাচ বাংলা ব্যাংক এর যেকোনো ধরনের একাউন্ট চেক করা যাবে অনলাইন, অফলাইন দুই ভাবেই। তবে এবারের আর্টিকেলে কেবল আলোচনা করবো কিভাব স্রেফ একাউন্ট ব্যালেন্স চেক করা যায় সে সম্পর্কে। এখানে আমি মোট তিনটি মাধ্যম বলবো ইসলামী ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য। 

১) অনলাইন পোর্টালের মাধ্যমে

২) মোবাইল অ্যাপ এর মাধ্যমে 

বুজার সুবিদার্থে নিম্মে এক এক করে প্রতিটা উপায় সম্পর্কে একক ভাবে তথ্য তুলে ধরা হলো। 

অনলাইনে ডাচ বাংলা ব্যাংক ব্যালেন্স চেক করার নিয়ম 

বলে রাখা ভালো যে, আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট যদি অনলাইনে রেজিস্ট্রেশন করা থাকে তবেই স্রেফ আপনি অনলাইন পোর্টালের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। যদি ডাচ বাংলা ব্যাংক একাউন্টের অনলাইন রেজিস্ট্রেশন না করা থাকে তবে তা প্রথমে জেনে নিন। এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে : 

  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি 
  • একটি সচল মোবাইল নাম্বার 
  • ব্যাংক একাউন্ট

এই পর্যায়ে উক্ত জিনিস গুলো নিয়ে ব্যাংকের যেকোনো শাখায় উপস্থিত হবেন। ইন্টারনেট ব্যাংকিং করতে চাচ্ছেন এমনটা বললে তারা একটি ফর্ম দিবে যা ঠিক ভাবে পূরণ করতে হবে। উল্লেখ্য যে, এক্ষেত্রে অনলাইনে একাউন্ট হতে আনুমানিক ৩ দিন সময় নিবে। এবার জানুন একাউন্ট হয়ে গেলে কিভাবে DBBL ব্যাংক ব্যালেন্স চেক করবেন। 

  • আপনাকে প্রথমেই অনলাইনে একাউন্টে লগিন করতে হবে যার জন্য ডাচ বাংলা ইন্টারনেট ব্যাংকিং এ যেতে হবে।
  • লগিন করার পর এবার নতুন পেজের ড্যাশবোর্ডে ক্লিক করার পর এক পাশে আপনার একাউন্টে যত ব্যালেন্স আছে তা দেখাবে। 

খুব সহজ না ব্যাপারটা? জী হ্যা, এতো সহজে বিষয়টি জানার জন্য অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আচ্ছে এবার যদি আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করা না থাকে তবে DBBL ব্যাংক ব্যালেন্স চেক করতে চান তাহলে এবারের উপায়টি আপনার কাজে আসবে। 

মোবাইলের মাধ্যমে DBBL ব্যাংক ব্যালেন্স চেক করার নিয়ম 

যদিও আগের উপায়টিও মোবাইলের মাধ্যমেই করা যেতো তবুও যহেতু ওইটায় আলাদা ভাবে রেজিস্ট্রেশনের ব্যাপার ছিলো তাই হাইলাইট করা হয়নি। তবে এখানে করছি কারন এটা আপনি স্রেফ মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। এবং এ কাজের সহায়ক হবে মোবাইল অ্যাপ। জী হ্যা ডাচ বাংলা ব্যাংক এর নিজস্ব মোবাইল ব্যাংকিং ব্যাংক Nexus Pay এর মাধ্যমে ব্যালেন্স চেক করা যাবে খুব সহজেই। Nexus Pay মোবাইল অ্যাপ এর মাধ্যে ব্যালেন্স চেক করার নিয়ম গুলো হলো : 

  • প্রথমেই আপনার ফোনে যদি অ্যাপ ইন্সটল করা না থাকে তবে সহজেই আপনার ফোনে থাকা গুগল প্লে স্ট্রোরের মাধ্যমে Nexus Pay অ্যাপ টি ডাউনলোড করে নিতে পারেন।
  • ইন্সটল হওয়ার পর সেটিকে আপনার একাউন্টের সাথে এড করতে হবে। এক্ষেত্রে কাঙ্খিত ডকুমেন্টস গুলো সাবমিট করলেই হবে। যেমন – NID, Number, A/C Number, Add Card etc
  • আর যদি ইতিমধ্যে লগিন করা থাকে তাহলে ড্যাশবোর্ড থেকে Balance Enquiry নামক অপশনটি খুজে বের করুন। 
  • উক্ত বাটনে ক্লিক করলে আপনাকে আপনার দুইটি কার্ড দেখাবে যে কার্ডের ব্যালেন্স দেখতে চান সেই কার্ডে ক্লিক করলেই ব্যালেন্স দেখাবে। 

Nexus Pay ছাড়াও আরেকটা অ্যাপ রয়েছে যেটিও ডাচ বাংলা ব্যাংক এর একক মোবাইল অ্যাপ সেটির মাধ্যমেও ডাচ বাংলা ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন তবে সেটা কেবল মোবাইল ব্যাংকিং এর জন্য মূল একাউন্টের সাথে এর সম্পর্ক নেই। তবে এখানে একটি কন্ডিশন আছে এই অ্যাপ ব্যবহার করতে হলে অবশ্যই আপনার একাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে আলাদা ভাবে। যাই হোক অ্যাপটি নাম হচ্ছে Rocket যা প্লে স্ট্রোরে পেয়ে যাবেন। 

তাছাড়া আপনি সরাসরি ইসলামী ব্যাংক শাখায় কল করেও ব্যাংকের ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন। 

সচারচর করা প্রশ্ন 

১) DBBL ব্যাংক ব্যালেন্স চেক করতে কি খরচ হয়?

=> অনলাইনে চেক করার ক্ষেত্রেও কোনো খরচ নেই। 

২) ডাচ বাংলা ব্যাংক একাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করা কি বাধ্যতামূলত?

=> এটা একান্তই আপনার ব্যাপার, তবে সব ধরনের সার্ভিস অনলাইনের মাধ্যমে পেতে অবশ্যই একাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করে নেয়া উচিৎ। 

তাছাড়া আপনি যদি ব্যাংক সংক্রান্ত আরো তথ্য চান তাহলে এই মাধ্যম গুলো ট্রাই করতে পারেন: 

কল সেন্টার: দেশ থেকে ১৬২১৬

ইমেইল: ccs.cmc@dutchbanglabank.com

ওয়েবসাইট: https://dutchbanglabank.com/contact-us/

মোবাইল: ৮৮০১৭১১৪৩৫৬৩৮৯

পরিশেষে

এতোক্ষন আমরা দেখলাম কিভাবে DBBL ব্যাংক ব্যালেন্স চেক করা যায় এবং সেই সাথে জরিত সকল বিষয় সমূহ। আশা উক্ত বিষয়টি আপনার সমস্যা সমাধানে ও একাউন্ট ব্যালেন্স জানার ক্ষেত্রে উপরকারী হবে। ব্যাংক সংক্রান্ত অন্যসব তথ্য জানতে ওয়েবসাইটি ভিজিট করুন। ধন্যবাদ।  

Visited 108 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here