দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকার পথে বাংলাদেশিরা
স্বপ্নের দেশ আমেরিকা প্রবেশ করার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন বাংলাদেশি। নিজের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ঝুঁকিপূর্ণ সীমান্তে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবেশ করতে।
আমেরিকা যাওয়ার লক্ষ্যে দক্ষিণ সীমান্ত দিয়ে গুয়াতেমালা, হোন্ডুরাস ও এল সালভাদরের পথ অনুসরণ করছে বাংলাদেশি। তবে টেক্সাসের ডেল রিও’র বর্ডার পেট্রোল কর্মকর্তারা বলছেন গতবছর অবৈধ প্রবেশে প্রায় ৫০ টি দেশের মানুষকে গ্রেপ্তার করেছেন ওই সীমান্তে।
মেক্সিকো সীমান্তে এক দুর্গম পথ পাড়ি দিয়ে আমেরিকা প্রবেশ করতে হয় অধিবাসীদের। সীমান্তে বেশিরভাগই আমেরিকা মহাদেশের মানুষ চোখে পড়ার মতো। তার মধ্যে রয়েছেন বাংলাদেশ ভারত-পাকিস্তান সহ অন্যান্য দেশের মানুষজন।
অবৈধ অনুপ্রবেশে আমেরিকার বর্ডার পেট্রোল কর্মকর্তারা চলতি বছর প্রায় ৫১ হাজার মানুষকে গ্রেফতার করেছেন। বর্ডার পেট্রোল কর্মকর্তারা জানিয়েছেন গ্রেফতারের মধ্যে ২০০০ আমেরিকার পাশের দেশ গুলো এবং ১৭০০ আফ্রিকার সহ অন্যান্য মহাদেশে মানুষ।
আমেরিকা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে হিমশিম খাচ্ছেন বর্ডার কর্মকর্তারা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অধিবাসী কিছুতেই ঠেকানো যাচ্ছে না। সীমান্তে কড়াকড়ি জোরদার কাজ করছে আমেরিকার বর্ডার কর্মকর্তারা এবং চলতি বছরে আরো অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছেন বাইডেন সরকার।