নাটকীয় ম্যাচে হেরে গিয়ে ধবলধোলাই বাংলাদেশ
সিরিজের ৩য় ও শেষ টিটুয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
তাতে ৩ ম্যাচ সিরিজে ৩-০ তে হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলার টাইগাররা।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত এই সিরিজে ৩ ম্যাচে টসেই জিতেছেন তিনি অথচ প্রথম দুই ম্যাচে হারের পর এদিনও ব্যাট করার সিদ্ধান্তেই অবিচল থাকেন টাইগার ক্যাপ্টেন।
তবে বাংলাদেশের ওপেনিং জুটির ব্যর্থতা চলতেই থাকে। সাইফের বদলে ওপেন করা শান্ত সংগ্রহ করেন ৫ রান।
এরপর নাঈম শেখ ও শামিম জুটি গড়েন ওয়ানডে মেজাজে। দেখে মনে হচ্ছিল দল নয়, ব্যাটিং গড় বাড়ানো গুরুত্বপূর্ণ।
উসমান কাদিরের বলে ২৩ বলে ২২ রানে বিদায় নেন শামিম। এরপর আফিফ ব্যাট করতে নেমে খেলতে থাকেন একই ভঙ্গিতে। একই ধারা অব্যাহত থাকে নাঈমের ব্যাটেও।
আফিফ বিদায় নেন ২১ বলে ২০ রান করে অথচ তার ব্যাটে ছয় ছিল ২ টি।
অধিনায়ক রিয়াদ টিকতে পারেনি বেশিক্ষণ। ১৪ বলে করেন ১৩ রান। নাঈম শেখ খেলেন ওয়ানডে ইনিংস যেখানে ৫০ বলে তার ব্যাটে আসে ৪৭ রান।
শেষ পর্যন্ত আর কেউ রান করতে না পারলে বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ২০ ওভারে ১২৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমে পাওয়ার প্লে দেখেশুনে খেলে পাকিস্তান। তবে পাওয়ার প্লের পর আউট হন আজম। এদিনও হাসেনি তার ব্যাট।
তবে তাদের জয়ের দিকে এগিয়ে নেন রিজওয়ান ও হায়দার। ৪৩ বলে ৪০ করে রিজওয়ান বিদায় নিলেও জয়ের পথেই থাকে তারা।
তবে হঠাৎ করে দলের উপর চাপ বাড়ায় সরফরাজ, তাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল ৮ রান।
বোলিং আসেন অধিনায়ক রিয়াদ। প্রথম বল ডট দেন সরফরাজ। চাপে পরে পরের বলে বাউন্ডারিতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।
৩য় বলে হায়দার আউট হলে ম্যাচ চলে আসে বাংলাদেশের কাছে।
তবে ৪র্থ বলে ৬ মেরে পরের বলেই বিদায় নেন ইফতেখার। তাতে শেষ বলে প্রয়োজন ছিল ২ রানের।
বাংলা আলো খবর পড়ুন সবার আগে
রিয়াদ বল করলে সেটা ছেড়ে দেন নওয়াজ। রিপ্লে দেখা যায় রিয়াদ ডেলিভারি করার পর বল ছাড়েন তিনি।
তখন আপিল করলে নিজেদের পক্ষেও ফলাফল আসতে পারত, তবে সেটা এগিয়ে যান রিয়াদ স্পোর্টসম্যান স্পিরিট রক্ষা করে। শেষ বল করতে নিয়ে এবার থামেন রিয়াদ।
তবে শেষ পর্যন্ত আর নাটকের জন্ম দিয়ে জয় পায়নি বাংলাদেশ। বাউন্ডারি মেরে পাকিস্তানের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন নওয়াজ।
এই পরাজয়ে সিরিজের ৩ ম্যাচে ৩ টিতেই হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। আগামী ২৬ তারিখ প্রথম টেস্ট খেলবে দুই দল চট্টগ্রামে। এরপর ২য় টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকা তে।
সংক্ষিপ্ত স্কোর –
বাংলাদেশ ১২৪/৭ (২০ ওভার)
নাঈম ৪৭, শামীম ২২, আফিফ ২০, রিয়াদ ১৩, শান্ত ৫;
ওয়াসিম ২/১৫, কাদির ২/৩৫
পাকিস্তান ১২৭/৫ (২০ ওভার)
হায়দার ৪৫, রিজওয়ান ৪০, বাবর ১৯;
রিয়াদ ৩/১০, বিপ্লব ১/২৬
ফলাফল – পাকিস্তান ৫ উইকেটে জয়ী
সিরিজ – বাংলাদেশ ০ পাকিস্তান ৩
ম্যান অব দ্য ম্যাচ – হায়দার আলি
ম্যান অব দ্য সিরিজ – মোহাম্মদ রিজওয়ান