–
নিশ মার্কেটিং
–
একটি ব্যবসা সফল করার অন্যতম সেরা উপায়টি হলো ভালো একটি নিশ বাছাই করা। একটি মাইক্রো বা ন্যানো নিশ বাছাইয়ের ফলে সেল বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায় তেমনই ব্যবসার স্থায়ীত্বও দীর্ঘ সময় ধরে বহাল থাকে। অনেক সময় দেখা যায় যে খুব বেশি প্রোডাক্ট নিয়ে খুব বেশি অডিয়েন্সকে টার্গেট করে থাকে অনেকেই, যার ফলাফল তেমন প্রতাশার মত হয় না।
অন্যদিকে যদি শুরুতেই একটি নিদিষ্ট নিশ বাছাই করে সেই নিশের অডিয়েন্স গুলোকে কেন্দ্র করে কার্যক্রম চালানো হয় সেটা অনেকাংশই বেশি কার্যকর প্রমান হয়ে থাকে। এই পর্যায়ে জানাবো নিশ মার্কেটিং কি, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে নিশ মার্কেটিং করতে হয় সে সম্পর্কে।
একটি নিদিষ্ট অডিয়েন্সকে কেন্দ্র করে তাদের প্রয়োজন ও চাহিদা এনালাইসিসের মাধ্যমে মার্কেটের কোনো অংশকে ক্ষুদ্র করে আনাকে বা ন্যাড়ো করে টার্গেট করে মার্কেটিং কার্যক্রম চালানো ও বিপননের কাজে যথাযথ ব্যবহার করা। মূলত একটি ব্যবসা পরিচালনায় যে প্রোডাক্টি সিলেক্ট করা হয় মার্কেটিং চালানোর জন্য সেই প্রোডাক্টেই নিশ বলা হয়।
উদাহরনের মাধ্যমে ব্যাপারটি বুজিয়ে বলছি, ধরুন আপনি চাচ্ছেন কাপড়ের ব্যবসা করতে। এখন দেখা গেলো কাপুড়ের মার্কেটটা খুব বড় একটা প্লাটফর্ম। আপনি একা কিন্তু সকল ধরনের কাপুড়ের ব্যবসা পরিচালনা করতে পারবেন না, যার কারনে আপনার প্রয়োজন হবে স্পেসিফিক কোনো ক্ষেত্র সিলেক্ট করা। যেমনঃ আপনি চাইলে জেন্সদের শার্ট প্যান্ট এর কাপড়ের ব্যবসা করতে পারবেন অথবা বাচ্চাদের পোশাকের অথবা ল্যাডিস কোনো প্রোডাক্টের জন্য কাপুড়ের সাপ্লাই।
মূল বিষয় এটাই যে, কোনো একটি নিশের যত গভিরে গিয়ে ওই নিশকে ক্ষুদ্র করার মাধ্যমে স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করা এবং তাদের প্রয়োজন ও চাহিদার যাচাই বাছাই করে স্পেসিফিক কোনো প্রোডাক্ট তৈরি ও সেটার মার্কেটিং করাকেই নিশ মার্কেটিং বলা হবে।
ধরে নিচ্ছি আপনি একেবারে নতুন এই বিষয়ে এবং জানতে ইচ্ছুক কিভাবে নিশ সিলেক্ট করতে হয় বা নিশ সিলেক্ট করার ক্ষেত্রে কোন কোন বিষয় গুলোর উপর নজর রাখতে হয়। আপনি যদি ইতিমধ্যে এই বিষয় সম্পর্কে অবগত থেকে থাকেন তবে এই হেডিংটি স্কিপ করে পরের ধাপে চলে যান যেখনে থাকছে নিশ মার্কেটিং কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত।
আচ্ছা মূল টপিকে আসি, মূলত আমরা বেশ কিছু Criteria সিলেক্ট করে রেখেছি যেগুলো কেন্দ্র করেই নিশ সিলেশন করা হয়ে থাকবে।
সাধারণত এই বিষয় গুলো মাথায় রেখেই নিদিষ্ট কোনো নিশ সিলেক্ট করা হয়ে থাকে। মনে রাখতে হবে যত প্রকার প্রোডাক্টই মার্কেটে আছে তা কোনো কোনো ভাবে নিদ্দিষ্ট কোনো সমস্যার সমাধান দিয়ে থাকে। তাই আপনার প্রোডাক্টি অডিয়েন্সের কোন সমস্যাটির সমাধান হবে সেটা চিহ্নিত করুন প্রধমেই।
অনলাইন কিংবা অফলাইন, নিশ সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই নিম্ম লিখিত ৩ টি টিপস ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই নিশ সিলেক্ট করতে পারবেন। টিপস গুলো হচ্ছে –
দেখুন বর্তমান সময়ে কেউ যদি কোনো প্রোডাক্ট গ্রহনে ইন্টারেস্টেড হয় তবে কোনো না কোনো ভাবে অনলাইনেই মাধ্যমেই সেই প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য বিভিন্ন সার্চ ইঞ্চিনের মাধ্যমে খুজে থাকে। এবার আপনার কাজ হবে সেই সকল লোকদের খোজা এবং তাদের চাহিদা কিসের উপর সেগুলো এনালাইসিস করে একটি বা একাধিক প্রোডাক্ট সিলেক্ট করা।
উক্ত কাজের জন্য আপনি বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস ব্যবহার করতে পারেন। দেখে নিন সেরা কিছু কিওয়ার্ড রিসার্চ টুলস এগুলোর মাধ্যমে টার্গেটেড কিওয়ার্ডের উপর কত মানুষ সার্চ করে এবং কোন লোকেশন থেকে তা করে তা খুব সহজেই বের করা যায়। তাছাড়া গুগল ট্রেন্ড এর মাধ্যমে আপনার নির্ধারিত এরিয়ার মধ্যে কোন কোন বিষয় ট্রেন্ডিং রয়েছে সেগুলো জানতে পারবেন। এটা হয়তো আপনি জেনে থাকবেন যে আজকাল মানুষ প্রচুর পরিমানের ট্রেন্ড ফলো করে থাকে যা বিভিন্ন সোসাল মিডিয়া গুলো ভিজিট করার মাধ্যমেই দেখা যায়। জানুন Google Trends ব্যবহারের নিয়ম সম্পর্কে।
আপনি একটি প্রোডাক্ট বা নিশ সিলেক্ট তো করে নিলেন এবারে কাজ কি হবে? কাজ হবে আপনার সিলেক্ট করা প্রোডাক্টের ভ্যালু কোথায় কেমন সেটা জানা। পাশাপাশি আপনার নিশটি ভিজিটরদের কি ভ্যালু প্রদান করতে যাচ্ছে সে সম্পর্কেও জানুন, কারন গ্রাহক তখনই আপনার ও আপনার প্রোডাক্টের প্রতি আগ্রহী হবে যখন তারা আপনার থেকে ভ্যালুয়েবল কিছু পাবে।
উক বিষয় গুলো নির্ধারন করতে কিছু প্রশ্ন নিজেকে জিজ্ঞাস করুন এবং আপনার প্রোডাক্টের সাথে ব্যাপার গুলো রিলেট করার চেষ্ঠা করুন। প্রশ্ন গুলো হলো –
ব্যবসাকে সফল করার ক্ষেত্রে মূখ্য একটি বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্ট বা নিশ নিয়ে কাজ করছেন তার কম্পিটেটর কারা তা খুজে বের করা। যদি এই কাজটি না করেন তবে দেখা যাবে আপনি এমন এক দিকে যাচ্ছেন যেখানে ভাবছেন আপনি খালি মাঠে গোল দিয়ে দিবেন অথচ মাঠে পৌছে দেখলেন এমন সব খেলোয়ার রয়েছে যাদের সাথে টক্কর দেয়ার মত প্রস্তুতি আপনি গ্রহন করেন নি।
আপনার উচিৎ হবে আপনার কম্পিটেটরদের ভালো ভাবে লক্ষ রাখা, তারা কিভাবে কাজ করছে, কোন কোন বিষয়কে কেন্দ্র করে মার্কেটিং চালাচ্ছে, তাদের কাস্টমারদের কিভাবে ট্রিট করছে তাদের সার্ভিস কেমন সব কিছু এলানাইসিস করে। যেহেতু তারা ইতিমধ্যে উক্ত সেক্টরে রয়েছে তাই আপনার থেকে তাদের কিছু কিছু ক্ষেত্রে এক্সপ্রিরিয়ান্স বেশি। তাই সর্বদা শেখার মানসিকতা রাখুন।
তাছাড়া এসকল এনালাইসিস এর পড়ে যদি আপনার এটা মনে হয় যে আপনি এমন ন্যাড়ো সিলেক্ট করেছেন যেটা দিয়ে আগানো যাচ্ছে না বা কিছু একটা সমস্যা অবশ্যই হচ্ছে তবে Google Shopping Insights ব্যবহার করে দেখে নিন আপনি সঠিক পথে হাটছেন কিনা। এটা গুগলের পক্ষ থেকে আপনারদের জন্য প্রোভাইড করা ফ্রি একটি টুলস।
অনেক তো হলো নিশ মার্কেটিং নিয়ে কথা বার্তা। এই পর্যায়ে জানতে হবে কিভাবে নিশ মার্কেটিং করতে হয় সেই সম্পর্কে। যা সঠিক ভাবে উপস্থাপন করা হয়েছে নিম্মের ধাপেই।
এত সময় ধরে নিশ মার্কেটিং এর উপরে যে সকল বিষয় বস্তু জানাটা বাঞ্ছনীয় সেগুলো জানানো হয়েছে, এই পর্যায়ে সেগুলো কিভাবে প্রচারণা মূলক কাজে এপ্লাই করতে হবে সেগুলো বলবো
যেহেতু ইতিমধ্যে জানিয়েছি যে নিশ মার্কেটিং এর কাজে প্রতিটা প্রোডাক্টই এক একটি নিশ তাই এখানে নিশ সিলেকশনের ব্যাপারটি আবারও এসে পড়ছে। নিশ মার্কেটিং এর জন্য প্রয়োজন হবে একটি প্রোডাক্টের। হতে পারে আপনার নিজস্ব ব্যবসায়ের কোনো প্রোডাক্ট অথবা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট যাদের হয়ে আপনি কাজ করছেন।
ধরে নেয়া যাক, আপনি আমাজন থেকে প্রোডাক্ট সিলেক্ট করে সেগুলোর মার্কেটিং করে থাকেন এবং এফিলিয়েটের মাধ্যমে আপনার আয় হয়ে থাকে। এক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করে (যা ইতিমধ্যে বলেছি) একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন এবং সেই প্রোডাক্ট বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করে সেটার মার্কেটিং চালাচ্ছেন।
আপনাকে অবশ্যই এমন প্রোডাক্ট নির্ধারন করতে হবে যা আপনার টার্গেটেড লোকেশনে থাকা গ্রাহকের সামর্থ্যের মধ্যে থাকে। তাছাড়া আর্টিকেলের শুরুতে যে কাইটেরিয়া গুলো বলা হয়েছিলো সেগুলো অবশ্যই মাথায় রেখে বাছাই করতে হবে।
এবং আপনি মার্কেটিং এর বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সেই নির্ধারিত গ্রাহকদের মাঝে প্রচারণা চালাবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য (সেলস) টা নিশ্চিত করবেন। আপনি যদি মনে করেন আপনার নিশ সিলেকশন এবং প্রোডাক্ট নির্ধারন হয়ে গেছে তবে নিম্মের প্রসেসটি অনুসরণ করতে পারবেন।
আপনি ব্যবসা যেখানেই করে থাকেন না কেনো বর্তমান সময়ে ব্যবসায়ের জন্য একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। তারই পেক্ষিতে আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। ওয়েবসাইট তৈরি করা আজকাল খুব সহজ হয়ে গিয়েছে। ৩০ মিনিটের মধ্যে যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস ও ব্লগারের মাধ্যমে।
অতঃপর, ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে সেখানে SEO এর মাধ্যমে গুগলে র্যাংক করানোর প্রয়োজন হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ব বিষয় হবে ইউনিক আর্টিকেলের। কখনই কপি পেস্ট করা আর্টিকেল দিয়ে গুগলে র্যাংক করানো সম্ভব হবে না। এবং আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক না আসে আপনার সেলস, এফিলিয়েটের মাধ্যমে প্রোডাক্ট সেলস করাটা সম্ভব হবে না।
তবে এই আর্টিকেলে চাচ্ছি না ওয়েবসাইট তৈরি ও তার সঙ্গে যুক্ত বিষয় গুলো জানাতে। আপনার যদি জানার প্রয়োজন থাকে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় তাহলে উক্ত লিংকে ক্লিক করে ব্যাপার গুলো জেনে রাখতে পারেন।
মূলত ওয়েবসাইট, কন্টেন্ট, বিজ্ঞাপন, নিশ সিলেকশনের সাহায্যেই নিশ মার্কেটিং এর পুরো প্রসেস সম্পন্ন হয়ে থাকে। উক্ত আর্টিকেলে নিশ মার্কেটিং এর ফলোয়িং ব্যাপার গুলো দেখানো হয়েছে যেহেতু ব্যাপারটি মার্কেটিং শব্দটি যুক্ত সেক্ষেত্রে বোঝা যাচ্ছে প্রচারনাই হবে এখানের মূল কাজ।
পরিশেষে বলা যায়, এই ছিলো নিশ মার্কেটিং সংক্রান্ত যাবতীয় বিষয় গুলো যেখানে উল্লেখ করা হয়েছে নিশ মার্কেটিং কি, নিশ সিলেকশনের উপায় ও Criteria এবং নিশ মার্কেটিং কোন পদ্ধতিতে করা যায় সে সকল বিষয় সম্পর্কে। মার্কেটিং সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে ফলো করুন বাংলা আলো ওয়েবসাইটি যেখানে প্রতিনিয়ত মার্কেটিং বিষয়ক আপডেট ফর্মূলা এবং ব্যবসায়ের যাবতীয় সমস্যা গুলোর সমাধান দেওয়া হয়ে থাকে।
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.