পাকিস্তান কে গুটিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

0
51

পাকিস্তান কে গুটিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের প্রথম ম্যাচে ৩য় দিন শেষে ৩৯ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তাতে শেষ পর্যন্ত টাইগারদের লিড রয়েছে ৮৩ রানের। ৩য় দিনে পাকিস্তান কে গুড়িয়ে দিতে একাই বাংলাদেশের হয়ে ৭ উইকেট নেন তাইজুল ইসলাম।

টেস্টে বাংলাদেশের হয়ে এটা ৫ম সর্বোচ্চ বোলিং ফিগার।

টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাসের ক্যারিয়ার সেরা ১১৪ ও মুশফিকুর রহিমের ৯১ রানে ভর করে ও বাকিদের ব্যর্থতায় প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ দাড় করায় ৩৩০ রানের।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২য় দিনে আবেদ আলি ও শফিকের ব্যাটে ১৪৫ রান করে কোনো উইকেট না হারিয়েই।

তবে ৩য় দিনের খেলায় প্রথম থেকেই বদলে যেতে শুরু করে ম্যাচের চিত্রনাট্য! আগের দিন ৫২ রান করা শফিক কে এদিন রান যোগ করার আগেই প্যাভিলিয়নে পাঠিয়ে নিজের প্রথম উইকেট নেন তাইজুল ইসলাম।

একই ওভারে ফেরত পাঠান আজহার আলি কে কোনো রান না করার আগেই।

দলের হয়ে সর্বোচ্চ ১৩৩ রান করেন আবেদ আলি। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই সংগ্রহ করতে পারেনি তেমন রান।

মূলত তাইজুল ইসলামের আগুনে বোলিং এর সামনে ঠিকমত আর দাঁড়াতে পারেনি কোন পাকিস্তানি ব্যাটসম্যান। তাতে শেষ পর্যন্ত দারুন সূচনা পাওয়া পাকিস্তান গুটিয়ে যায় ২৮৬ রানে।

১১২ রান দিয়ে একাই ৭ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম, যা তার ক্যারিয়ারে ২য় সর্বোচ্চ ব্যক্তিগত বোলিং ফিগার।

পাকিস্তানের ব্যাটিং শেষ হলেও বাংলাদেশ এগিয়ে থাকে ৪৪ রানে। ২য় ইনিংসে ব্যাট করতে শুরু করে বাংলাদেশ।

তবে এবারও সেই প্রথম ইনিংসের মতই ব্যর্থতায় আটকে যায় বাংলাদেশের টপ অর্ডার। দলীয় ১৪ রানে সাদমান কে লেগ বিফোরে আটকে পাকিস্তান কে ব্রেকথ্রু এনে দেয় শাহিন আফ্রিদি।

একই ওভারে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন শান্তকেও।

এই ইনিংসেও ব্যর্থ ছিলেন অধিনায়ক মমিনুল হক। হাসান আলির বলে পরের ওভারেই তিনি বিদায় নেন কোনো রান না করেই।

বোলিং এ এদিন আগুন ঝড়ান পাকিস্তানি শাহিন আফ্রিদি। নিজের ৩য় ও বাংলাদেশের ৪র্থ উইকেট হিসেবে তুলে নেন সাইফের উইকেট।

২৫ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি। শেষ পর্যন্ত ৩য় দিন শেষ করে বাংলাদেশ ৩৯ রানে,তাতে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ৮৩ রানে।

১২ রানে মুশফিক ও ৮ রানে ৪র্থ দিন শুরু করবে ইয়াসির আলি।

সংক্ষিপ্ত সংগ্রহ – (৩য় দিন শেষে)

টস – বাংলাদেশ (ব্যাট আগে)

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২

পাকিস্তান ১ম ইনিংস : ২৮৬/১০ (১১৫.৪ ওভার)
আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২
তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২

বাংলাদেশ ২য় ইনিংস : ৩৯-৪ (১৯ ওভার)

সাইফ ১৮ মুশফিক ১২*

শাহিন আফ্রিদি ৬-৩ (৬ ওভার)
হাসান আলি ১৯-১ (৫ ওভার)

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here