পিএসজির জয়ের দিনে লীগে প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি
অবশেষে ফুরিয়েছে অপেক্ষার পালা। ফ্রেঞ্চ লীগ ওয়ানে গোল পেয়েছেন লিওনেল মেসি।
তাতে ১০ জনের দলে পরিণত হওয়ার পরেও ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে নেন্তেস কে।
আর তাতে ১৪ ম্যাচে ১২ জয় ও ১ ড্র তে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো ৩৭ পয়েন্ট নিয়ে।
ম্যাচের শুরুতেই লিয়ান্দ্রো প্যারাদেসের পাস থেকে গোল করে দল কে এগিয়ে দেন কিলিয়ান এম্বাপ্পে। বড় জয়ের আভাস দিলেও পাল্টা আক্রমন চালায় নেন্তেস।
তবে প্রথমার্ধে আক্রমন পাল্টা আক্রমনের লড়াইয়ে বেশি সুযোগ তৈরি করে পারিসিয়ানরাই, যদিও আর তা কাজে লাগাতে পারেনি তারা।
তাতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। ফিরে এসে অবশ্য আক্রমন শুরু করে নেন্তেস। তবে গোলবার রক্ষা করেন কেইলর নাভাস।
৬৫ মিনিটে তার লাল কার্ড চাপ বাড়ায় পিএসজির উপর। তখন নেইমার কে উঠয়ে গোলকিপার নামান কোচ।
৭৬ মিনিটে কোলো মুয়ানির গোলে সমতায় ফেরে নেন্তেস। তবে মেসিতে এযাত্রায় বেচে যায় পিএসজি।
৮২ মিনিটে ড্যানিস আপিয়াহর ওউন গোল আসে মেসির পাস থেকে, তাতে ব্যবধান ২-১ করে পিএসজির।
এরপর অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ যখন কিলিয়ান এম্বাপ্পের থেকে বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে শট করে দলের ব্যবধান ৩-১ করেন মেসি।
তাতে ফ্রেঞ্চ লীগে প্রথম গোলের পাশাপাশি জয়ও নিশ্চিত করেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।
এই জয়ে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট পিএসজির ও ১৪ ম্যাচে নেন্তেসের পয়েন্ট ১৮।
ইংলিশ লীগে ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এবার হেরেছে ওয়াটফোর্ডের কাছে।
ম্যাচের প্রথমে পেনাল্টি পায় তারা, তবে তা ফিরিয়ে দেন ডে গিয়া।
আবারও ভি.এ.আর চেক করে পুনরায় পেনাল্টি নিতে বললে সেটাও ফিরিয়ে দেন ম্যান ইউর গোলরক্ষক।
তবে ২৮ মিনিটে এগিয়ে যায় ওয়াটফোর্ড, জসুয়া কিং এর গোলে।
৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ইসমাইল সার।৫০ মিনিটে এক গোল শোধ দেন ভ্যান ডি বিক।
তাতে ম্যাচ জমে উঠলেও অতিরিক্ত সময়ে গিয়ে দুই গোল করে ৪-১ এর বড় এক জয় তুলে নেয় ওয়াটফোর্ড।
এই পরাজয়ের পর গুঞ্জন উঠেছে ম্যান ইউ কোচ ওলে গানার সোলশায়ের কে সরিয়ে দেয়ার।
আজকের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তার জায়গায় আপাতত আসবে ফ্লেচার ক্যারিক।
এদিকে জাভি কোচ হয়ে আসার পর নিজেদের প্রথম ম্যাচেই ডার্বি তে এস্পানিয়ল কে ১-০ তে হারিয়েছে বার্সেলোনা। তাতে প্রায় ১ মাস পর জয় পেল কাতালান ক্লাব টি।
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.