খেলাধুলা

পিএসজির সাথে মানিয়ে নেয়া মেসি স্বপ্ন বিশ্বকাপ জয়ের

পিএসজির সাথে মানিয়ে নেয়া মেসিঃ স্বপ্ন বিশ্বকাপ জয়ের

সাম্প্রতিক সময়ে স্প্যানিশ দৈনিক মার্কার সাথে এক সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

যেখানে উঠে এসেছে অনেক কথা, জানিয়েছেন নিজের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে।

পিএসজির হয়ে মানিয়ে নেয়ার পাশাপাশি স্বপ্ন দেখছেন কাতার বিশ্বকাপ জয় করারও।

পিএসজি তে যোগ দেয়ার পর বেশ কয়েক ম্যাচেই পান নি গোলের দেখা।

কষ্ট হয়েছে মানিয়ে নিতে তবে অবশেষে গোলের দেখা পেয়েছেন তিনি।

বলেছেন ক্লাবের সাথে মানিয়ে নিয়েছেন, পাশাপাশি নতুন শহরে মানিয়ে নিয়েছে তার পরিবারও।

পিএসজির ব্যাপারে সবাই এবার তাদের ফেবারিট হিসেবে ধরলেও সেই কথা অস্বীকার করেন নি মেসি নিজেও।

তিনি বলেন ‘সবাই বলে আমরা অনেক বড় ফেভারিট। আমি এটা অস্বীকার করব না যে আমরা শিরোপা প্রত্যাশার দাবিদার,

কিন্তু সত্যিই শক্তিশালী একটা দল হয়ে উঠতে আমাদের আরও অনেক কাজ করতে হবে। একত্র হয়ে জয়ের জন্য এগিয়ে যেতে হবে।’

আরও বেশ কিছু প্রশ্ন করা হয় লিওনেল মেসিকে। সেসবের উত্তরও উঠে আসে মার্কার সাক্ষাৎকারেই।

প্রশ্ন- চলতি বছর আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকার শিরোপা, নিশ্চিত হয়েছে কাতার বিশ্বকাপের টিকেটও। বছরটি কেমন ছিল আপনার?

উত্তর- জাতীয় দলের হয়ে বছরটা ছিল দৃষ্টিনন্দন ও অবিশ্বাস্য। আমাকে কষ্ট দিত এমন একটি লক্ষ্য জয় করেছি আমি, সেটা হচ্ছে কোপা আমেরিকা।

কারণ আমরা কয়েকবার খুব কাছাকাছি গিয়েছিলাম কিন্তু জিততে পারিনি।

আমরা দুর্দান্তভাবে বিশ্বকাপে খেলার লক্ষ্যও পূরণ করেছি। এখন আমাদের আরও এগিয়ে যাওয়ার সময়।’

প্রশ্ন- আপনারা এবারের আসরে ফেবারিট কিনা?

উত্তর – আমরা এখন খুব ভালো করছি। কোপা আমেরিকা জেতাটা আমাদের খুব সাহায্য করেছে কারণ আমরা ভিন্নভাবে কাজ করি এখন দল হিসেবে, অনেক বেশি আত্মবিশ্বাসীও।

কিন্তু আমরা জানি বিশ্বকাপের ফেভারিট হতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাচে সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বীতা করতে, যেমনটি এখনও করি।’

প্রশ্ন- স্পেনের সাথে আপনার দারুন সম্পর্ক, সেখানে আছে কোচ লুইস এনরিকে। তারা কি ফাইনালে যেতে পারে কিংবা ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন খেললে কেমন হবে? ফাইনালের স্বপ্ন দেখেন?

উত্তর – অবশ্যই। স্পেন অথবা যে কেউ হোক। আমি আরেকটি ফাইনাল খেলতে চাই এবং নিজের লক্ষ্য (বিশ্বকাপ জেতার) পূরণ করতে চাই। শিরোপা জেতার প্রবল আগ্রহ ও স্বপ্ন সবসময়ই আছে।

প্রশ্ন- রামোস এখন আপনার সতীর্থ? কেমন লাগছে বিষয় টা?

মেসি – সত্যি বলতে খুবই অদ্ভুত। আমি বার্সা ও সে ছিল মাদ্রিদের অধিনায়ক, অনেক লম্বা সময় দুইজন প্রতিপক্ষ হিসেবে খেলেছি।

যদিও মাঠের বাইরে তার সাথে আমার দারুন সম্পর্ক ছিল সবসময়ই। তবে একই ক্লাবে খেলা টা অন্যরকম, এটাই পেশাদারিত্ব।

আরও অসংখ্য বিষয়ে কথা বলেন লিওনেল মেসি। যার মধ্যে অন্যতম ছিল বার্সায় ফেরার আগ্রহ নিয়ে ও জাভি কে নিয়ে যথেষ্ট উচ্ছ্বাসিত মেসি।

এখনও তিনি একজন কিউল এবং বার্সেলোনার ভালোটাই দেখতে চান এই আর্জেন্টাইন। তার মতে বার্সেলোনা আবার ফিরে আসবে আগের জায়গায়।

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?

শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…

4 weeks ago

Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics | যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় লিরিক্স

লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…

4 weeks ago

কাতার সাজছে বাংলাদেশি গাছে

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…

4 weeks ago

কুয়াশা ও বন্যার পানির বিষয়ে সতর্ক করবে গুগল ম্যাপস

এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…

4 weeks ago

হঠাৎ রেগে যাচ্ছেন, কী ভাবে মেজাজ ঠান্ডা রাখবেন

রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…

4 weeks ago

বাংলাদেশ সম্পর্কে ভারতের যে ১০টি বিষয় জানা প্রয়োজন

সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…

4 weeks ago

This website uses cookies.