প্রবাসীর জীবন মৃত্যুর পরে দেহটি ও দেশে গেল না পরে রইল প্রবাসে

0
28

প্রবাসীর জীবন, মৃত্যুর পরে দেহটি ও দেশে গেল না পরে রইল প্রবাসে।

এটাই কি প্রবাসীদের জিবন?

শেষ পর্যন্ত মালয়েশিয়া থেকে লাশটাও বাংলাদেশের মাটিতে যেতো পারলো না।

প্রায় ২৫ বছর প্রবাস জিবন কাটিয়েছেন।
কর্ম জীবনে কোন কিছুর কাছেই হার মানেন নি তিনি।

অক্লান্ত পরিশ্রম করে পাঠিয়েছেন রেমিট্যান্স, যেনো দেশ ও দেশের মানুষ ভালো থাকতে পারে।

কিন্তু,, শেষ পর্যন্ত তিনি জিবন যুদ্ধে হেরে গেলেন করোনা নামক সেই ভয়াবহ সংক্রমণের কাছে। দেশ ও দেশের মানুষের জন্য তিনি জীবনের শেষ_নিশ্বাস পর্যন্ত লড়ে গেছেন।

আফসোস সেই দেশের মাটিও তার ভাগ্যে জুটলো না ওনার সাথে আমার প্রায় নয় মাস কাজ করার সুযোগ হয়েছিলো।

অত্যান্ত, ভালো মনের একজন মানুষ তিনি,সবার সাথেই মিশতেন,কারো জন্যই কাজ ফেলে রাখতেন না।

একাই করে ফেলতেন,সবাইকে নিয়ে খুব হাসি খুশি থাকতে পছন্দ করতেন,
যে কোন বিপদে তিনি থাকতেন সবার পাশে।

আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে।
তার এই হঠাৎ চলে যাওয়াটা সত্যিই হৃদয় বিদারক,,এই প্রিয় ভাইকে কখনো ভুলা সম্ভব নয়।

দোয়া করি আল্লাহ পাক যেনো,আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
এবং আপানার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।

Visited 2 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here