সবসময়ই সুপারহিরো মুভি এর প্রতি দর্শকদের আলাদা এক ধরনের আকর্ষণ কাজ করে থাকে। তবে আজ দেখাবো বাজে কাস্টিং সম্পন্ন সুপারহিরোদের..
মুভির জগতে বেশ জনপ্রিয়তা রয়েছে সুপার হিরো জনরার মুভি গুলোর ৷ সবসময়ই সুপার হিরো মুভির প্রতি দর্শকদের আলাদা এক ধরনের আকর্ষণ কাজ করে থাকে ৷
সব বয়সের মানুষের কাছেই এর চাহিদা থাকার ফলাফল হিসেবে সুপার হিরো জনরার মুভি ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ৷
ব্যবসা সফল হওয়ার মত স্ক্রিপ্ট, বাজেট, পরিচালক থাকার পরেও কিছু কিছু সুপারহিরো মুভি বাজে কাস্টিংয়ের কারনে ফ্লপ হয়ে যায় ৷
আর এধরনের ছবির সংখ্যাও কিন্তু একেবারে কম নয় ! তো চলুন, কাস্টিংয়ের কারনে ফ্লপ হওয়া কিছু সুপার হিরো মুভির তালিকা এক নজরে দেখে নেওয়া যাক ।
আজকের বিষয় সেই সকল সুপারহিরো ট্যাগ লাগানো মুভি যেগুলো বাজে কাস্টিংয়ের কারনে সুপার ফ্লপ হয়েছে। শুরু করা যাক।
২০০৮ সালে নির্মিত দ্য স্পিরিট সিনেমাটি পরিচালনা করেন ফ্রাঙ্ক মিলার ৷ শক্তিশালী পরিচালক ফ্রাঙ্ক মিলার সিনেমার পরিচালক হিসেবে থাকায় দ্য স্পিরিট হিট হবে বলে সকলেই ধরে নেয় ৷ তবে সব সময় ধারনা বাস্তবায়নের পক্ষে নিয়ে কাজ করে না।
সিনেমাটি মুক্তির পর পরই এর দ্য স্পিরিটের কাস্টিংয়ের ফলে ভয়াবহ রকমের ফ্লপ করে এ মুভিটি।
বিশেষ করে ভিলেনের অভিনয় করা স্যামুয়েল এল জ্যাকসন, স্কার্লেট জোহানসন এর অভিনয় দর্শকদের কাছে হাস্যরসে পরিণত হয় ৷
ভালো বাজেট ও পরিচালক থাকার পরেও কাস্টিংয়ের কারনে ফ্লপ করা মুভি হিসেবে দর্শকরা অনেকদিন দ্য স্পিরিট মুভিকে মনে রাখবে ৷
বর্তমানে IMDB রেটিং ৪.৮ ও Rotten Tomatoes স্কোর ১৪% দ্য স্পিরিট এর ৷
সুপার হিরো মুভির কথা ভাবতে গেলেই মনে আসবে সুপার ম্যানের কথা ৷ সুপার ম্যানের মতই নারী চরিত্রকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছিল সুপার গার্ল মুভিটি।
সুপারম্যান জেনারের মুভির মধ্যে সবচেয়ে ফ্লপ ছিল Superman IV: The Quest for Peace মুভিটি ৷ আর সুপারম্যানের সেই মুভির চেয়েও বেশি ফ্লপ করে ১৯৮৪ সালের সুপার গার্ল ৷
অন্যদিকে সুপার গার্ল মুভিতে কেন্দ্রিয় চরিত্রে ছিল হেলেনা স্লাটার ৷ যে কিনা সুপারম্যানের কাজিন ৷ তার সাথে সহযোগী চরিত্রে ছিল ফ্যায়ি ডানওয়ে, মিয়া ফারো এবং মার্ক ম্যাক্লোরি ৷
মূল চরিত্রে থাকা হেলেনার অভিনয় মোটামুটি ভালো হলেও সুপার গার্ল মুভির বাকিদের অভিনয় একদমই ভালো হয়নি।
যার ফলাফল হিসেবে ৩৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিস থেকে মাত্র ১৪ মিলিয়ন ডলার আয় করে৷
বর্তমানে IMDB রেটিং ৪.৪ ও Rotten Tomatoes স্কোর ৯% সুপার গার্ল মুভির
আরো পড়ুন : ক্রায়োশিয়া ইউরোপের একটি দেশ জানুন বিস্তারিত
সুপারম্যান জনরার সবচেয়ে ফ্লপ ও নেগেটিভ রিভিউ পাওয়া মুভি এটি ৷ সুপারম্যান চরিত্রে অভিনয় করা ক্রিস্টোফার রিভি দর্শকের মনে তেমন দাগ কাটতে পারেন নি ৷
সহযোগী চরিত্রে থাকা জেনি হ্যাকমান, মার্ক পিলো, মার্গড কিডার সময়ের সাথে সাথে মুভিতে নিজেদের শক্তপোক্ত ভাবে মেলে ধরতে পারেননি ৷
কাস্টিংয়ের পাশাপাশি এর স্পেশাল ইফেক্ট, সাউন্ড ছিল বেশ নিম্নমানের ৷ সব মিলিয়ে সুপারম্যান জনরার সবচেয়ে বাজে মুভি হওয়া Superman IV: The Quest for Peace এরই প্রাপ্য ছিল ৷
বর্তমানে IMDB রেটিং ৩.৭ ও Rotten Tomatoes স্কোর ১১% Superman IV: The Quest for Peace এর ৷
জনপ্রিয় সুপারহিরো চরিত্র ব্যাটমানের মুভির মধ্যে সবচেয়ে ফ্লপ মুভিটি হচ্ছে ব্যাটম্যান এন্ড রবিন ৷ এ মুভির স্ক্রিপ্ট ভালো হলেও অভিনেতাদের অভিনয়ের দূর্বলতার ফলাফল হিসেবে সুন্দর স্ক্রিপ্টের মুভিটি হিট হতে পারেনি ৷
কাস্টিং জোয়েল সুম্যাচার অভিনয়, ভাষা প্রয়োগ খুবই বাজে হয়েছে ব্যাটম্যানের এই মুভিটিতে ৷ যার ফলাফল হিসেবে সর্বকালের অন্যতম বাজে কাস্টিংয়ের সুপারহিরো মুভিতে নাম লিখিয়েছে “ব্যাটম্যান এন্ড রবিন” ৷
বর্তমানে ব্যাটম্যান এন্ড রবিনের IMDB রেটিং ৩.৮ ও Rotten Tomatoes স্কোর ১২% !
গোস্ট রাইডার সিরিজের প্রথম মুভি বিপুল জনপ্রিয়তা লাভ করার পর একে একে এর সিক্যুয়াল আসতে থাকে ৷
তেমনই এক সিক্যুয়াল হচ্ছে ২০১২ সালে নির্মিত Ghost Riders : Spirits Of Vengeance (2012) ৷
গোস্ট রাইডারের মুভি নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও এর স্ক্রিপ্ট তেমন ভালো ছিলনা ৷ স্ক্রিপ্টের পাশাপাশি অভিনেতা নিকোলাস কেজের অভিনয়ও দর্শকদের মাঝে সাড়া ফেলেনি ৷ সবমিলিয়ে প্রচুর ফ্লপ একটি মুভি হিসেবে নাম কামিয়েছে এটি ৷
বর্তমানে IMDB রেটিং ৪.৩ ও Rotten Tomatoes স্কোর ১৮% Ghost Riders : Spirit Of Vengeance এর ৷
কাস্টের কারনে মুভি ফ্লপ হবার পর অনেক পরিচালকই সুপারহিরো মুভি আর করেননি ৷ তবে সুপারহিরো মুভি ফ্লপ হলেও পরবর্তীতে অনেক কাস্ট ঘুরে দাড়িয়েছে ৷ ব্যবসা সফল বেশকিছু সুপারহিরো মুভি দর্শকদের উপহার দিতে পেরেছে তারা ৷
এছাড়াও অনেক অনেক সুপারহিরো ট্যাগ লাগানো মুভিই ফ্লপ হয়েছে যেগুলোর হয়তো কাস্টিং ভালো হয়নি, অথবা উপস্থাপনা গ্রহনযোগ্যতা পায়নি অথবা কম বাজেটের কারনে এন্টারটেইনমেন্টের দুনিয়ায় ব্যবসা করতে পারেনি।
যদিও আজকে লিস্টে রেখেছে সহবচেয়ে বেশি সমালোচনা হয়েছে এমন সব মুভিগুলো। পরবর্তীতে বড়সড় একটা লিস্ট দেয়ার ট্রাই করবো আর তার জন্য অবশ্যই কানেক্ট থাকতে হবে আমার ফেসবুক পেজে যাতে করে দ্রুত সব নোটিফিকেশন গুলো গুচ্ছ অবস্থায় থাকে।
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.