–
বিকাশের সাথে বাংলাদেশের মানুষের পথচলা শুরু হয় ২০১৪ সাল থেকে। এবং এখন অব্দি বিকাশ অন্যতম লিডিং মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করছে। বিকাশ বাংলাদেশে অর্থ লেনদেনের কাজে নতুন এক মাত্রা দিয়েছেন।
এখানে বিকাশের এক বিশেষ সুবিধা নিয়ে আলোচনা করবো যা হচ্ছে “ ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম “ প্রথম থেকেই বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা থাকলেও ছিলো না ব্যাংক থেকে এড মানি করার কোনো ব্যবস্থা। কিন্তু এখন আছে, তাই জানাবো সেই নিয়ম সম্পর্কে।
বিকাশ বিভিন্ন অফার ও এক্সাইটিং ক্যাশ ব্যাক ডিস্কাউন্টের সাহায্যে কেনাকাটা করার পর বিকাশে পেমেন্ট প্রদানের প্রবনতা বৃদ্ধি করে দিয়েছে। যেখানে অনেক ব্যাংক ও এতো সুবিধা দেয় না সেখানে বিকাশ দিচ্ছে। তাই প্রতিটি ইউজারের ব্যালেন্সে অবশ্যই অর্থ রেখে দেয় বিভিন্ন প্রয়োজনে।
তাছাড়া দেখা যায় যতবারই বিকাশের ব্যালেন্সে টাকা গ্রহন করতে হয় ততবারই এজেন্টের সরাপন্ন হতে হয় যা সব সময় সম্ভব হয় না, আর এই কারনেই ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ব্যাপারটা বেশ প্রয়োজনীয়। তবে চলুন দেখে নেয়া যাক কিভাবে এই কাজটি করতে হবে। তার আগে জেনে নিন কোন কোন ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যাবে।
যেসকল ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যাবে
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
- সিটি ব্যাংক,
- ঢাকা ব্যাংক,
- ব্র্যাক ব্যাংক,
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
- মিডল্যান্ড ব্যাংক,
- ব্যাংক এশিয়া,
- ইস্টার্ন ব্যাংক,
- যমুনা ব্যাংক,
- এনআরবি কমার্শিয়াল ব্যাংক,
- সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড,
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড,
- এনসিসি ব্যাংক,
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড,
- মধুমতি ব্যাংক লিমিটেড,
- সাউথইস্ট ব্যাংক লিমিটেড,
- ট্রাস্ট ব্যাংক লিমিটেড,
- এনআরবি ব্যাংক,
- ইউনিয়ন ব্যাংক লিমিটেড,
- পদ্মা ব্যাংক লিমিটে,
- সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড,
- সীমান্ত ব্যাংক লিমিটেড,
- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড,
- এক্সিম ব্যাংক, প্রাইম ব্যাংক
ব্যাংক থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি
আপনি যদি ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে চান বা বিকাশে এড মানি করতে চান তবে আপনাকে প্রথমেই আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল থেকে বিকাশকে এড করে নিতে হবে এর জন্য যা করতে হবে তার নাম দেয়া হয়েছে বেনিফিশিয়ারি এবং সেটা এড করার নিয়ম –
- আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগিন করবেন
- Manage Beneficiary নামক অপশনে প্রবেশ করবেন
- সেখানে নিদিষ্ট ধাপ অনুসরণ করে বিকাশ একাউন্ট যুক্ত করবেন
এই কাজ টুকু হয়ে গেলে এবার দেখে নিন ব্যাংক থেকে টাকা বিকাশ আনার পদ্ধতি
- ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর মোবাইল অ্যাপ থেকে Fund Transfer অপশনে যান
- ফান্ড ট্রান্সফার করার জন্য নাম্বার সিলেক্ট করতে হবে যেখানে বিকাশ নাম্বার যুক্ত করুন
- বিকাশ একাউন্ট সিলেক্ট করা হয়ে গেলে সেখানে লেনদেনের টাকার পরিমাণ দিন
- প্রতিটি ব্যাংকের আলাদা আলাদা প্রসেসিং মেথদ রয়েছে তাই এক্ষেত্রে আপনার ব্যাংকের প্রসেসিং মেথদ অনুসরণ করে টাকা ট্রান্সফার করে দিন।
মূলত এই ছোট পদ্ধতি অনুসরণ করেই উপরে উল্লেখিত ব্যাংক থেকে যেকোনো বিকাশ নাম্বারে টাকা পাঠানো যাবে। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য কোনো ধরনের চার্জ বা খরচ নেই। সম্পূর্ণ বিনা খরচে যত খুশি তত টাকা আনা যাবে। তাছাড়া বিকাশে লেনদেন করার ক্ষেত্রে যে লিমিট রয়েছে তা জানতে নিম্মের ধাপটি দেখুন।
ব্যাংক থেকে বিকাশে টাকা আনার লিমিট
আর্থিক লেনদেনের ক্ষেতে প্রায় সব খানেই একটি নির্ধারিত লিমিট থেকে থাকে। ব্যাংক থেকে যখন বিকাশে টাকা আনবেন সেক্ষেত্রেও লিমিটেশনের ব্যাপারটি প্রযোজ্য, লিমিট গুলো হলো –
- একদিনে সর্বোচ্চ ২০ বার এবং মাসে সর্বোচ্চ ৫০ বার এড মানি করা যাবে
- প্রতিবার নিমিমাম ৫০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা আনা যাবে
- এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা আনা যাবে বিকাশ একাউন্টে
- এবং এক মাসে সর্বোচ্চ ৩০০,০০০ টাকা অব্দি এড মানি করা যাবে
আর্টিকেল থেকে যা শিখলেন
আজকের আর্টিকেলের মূল বিষয় ছিলো “ব্যাংক থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি” এবং সেই হিসেবে বিকাশের ব্যাসিক কিছু পরিচিত পর্ব প্রদানের পর ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য যা করতে হবে সেটা জানানো হয়েছে এবং ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে যে লিমিটেশন আছে সে সম্পর্কে ধারনা দেয়া হয়েছে।
পরান ২ মুভির জন্য নতুন গল্প পেয়ে গেলো। এবারেও কিছুটা সেম ঘটনাই ঘটলো তবে এইবারের ব্যাপারটা স্রেফ প্রেমিক প্রেমিকা। বরগুনার মেয়ে গুলা তো ভারি ডেঞ্জেরাস। আরেকটু হলে মিন্নি বন্ডের ঘটনা ঘটে যাইতো, ভালো যে তামিলনাড়ু থেকে আসা ছেলেটা কেবল মাইর খাইসে আর কিছু হয় নাই।
আরেএএএ, মিন্নিরা। ভালো হইয়া যাইস বইন, মাসুদও তো ভালো হইয়া গেলো তোরাও হ..