ব্যালন ডি অরের সাত কাহন
গতকাল দিবাগত রাতে ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি। এটি তার ক্যারিয়ারের ৭ম ব্যালন ডি অরের শিরোপা।
গতকাল এই শিরোপা জয়ের পর অনেকের চোখেই তিনি হয়ে গেছেন সর্বকালের সেরা ফুটবলার।
লিওনেল মেসির ৭ম বারের মত শিরোপা জয়ের গল্প কে বিশেষায়িত করতে গিয়ে ব্যালন ডি অর নিয়ে থাকছে ৭ টি বিশেষ তথ্য, যা সাত কাহন হিসেবে পরিচিত হবে।
১. প্রথমবারের মত ব্যালন ডি অর পুরষ্কার দেয়া হয় ১৯৫৬ সালে। সেবার পুরষ্কার টি ঘরে তোলেন ইংলিশ ফুটবলার স্টানলি ম্যাথিউস।
২. প্রাথমিক পর্যায়ে এই পুরষ্কার টি দেয়া হত শুধু ইউরোপিয়ান ফুটবলারদের। অর্থাৎ যারা ইউরোপে জন্মেছে এবং ইউরোপের নাগরিকত্ব আছে তারাই এই পুরষ্কারের যোগ্য হবে।
৩. ১৯৯৫ সালে এসে পরিবর্তন আসে এই নিয়মে। সেবার নিয়ম করা হয় ইউরোপের বাইরে থেকেও খেলোয়াররা এসে জিততে পারবে পুরষ্কার টি।
তবে তাদের খেলতে হবে ইউরোপে। পরিবর্তিত আসরে প্রথমবার অর্থাৎ ১৯৯৫ সালে এই পুরষ্কার টি জয় করেন জর্জ ওয়াহ।
এখনও পর্যন্ত একমাত্র আফ্রিকান হিসেবে ব্যালন ডি অর জয় করেছেন তিনি।
৪. ২০০৭ সালে ২য় পরিবর্তন আসে যেখানে বলা হয় পৃথিবীর যেকোন প্রান্তের খেলোয়ারই গন্য হবে পুরষ্কারের জন্য,
যদিও এখনও কেউই ইউরোপের বাইরে থেকে খেলে জয় করেনি কিংবা সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়নি।
৫. ২০১০ সালে ফিফার সাথে মিশে নতুন নামকরন করা হয় ফিফা ব্যালন ডি অর। তবে মাত্র ৬ বছর একত্রে থাকার পর ২০১৬ সাল থেকে আবারও
ফ্রেঞ্চ ম্যাগাজিন আলাদা হয়ে ব্যালন ডি অর দেয় ও ফিফা বেস্ট হিসেবে পুরষ্কার প্রদান করে ব্যালন ডি অর।
৬. একই ক্লাবের থেকে মাত্র ৩ বার সংক্ষিপ্ত তালিকার ৩ জন সুযোগ পায়।
প্রথমবার ১৯৮৮ সালে এসি মিলান থেকে মার্কো ভ্যান বাস্তেন (উইনার), রুড গুলিত ও ফ্রাংক রাইকার্ড মনোনীত হন।
পরের বছর ভ্যান বাস্তেন (উইনার), ফ্রাংকো বারেসি ও ফ্রাংক রাইকার্ড মনোনীত হন।
সবশেষ ২০১০ সালে বার্সেলোনা থেকে সুযোগ পান লিওনেল মেসি (উইনার), আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নানদেজ।
৭. সবচেয়ে বেশি ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি ৭ বার।
গোলকিপার হিসেবে একমাত্র ব্যালন ডি অর জয় করেছেন লেভ ইয়াসিন।
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.