এর জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াইফাই হাব তৈরি করতে হয়
ব্লুটুথের মাধ্যমে ফাইল বা ছবি আদান-প্রদান করেন অনেকে। বর্তমানে অনেকে ওয়্যারলেস ইয়ারফোন গুলোতে ব্লুটুথ চালু করে গান শোনেন। এখন এই ব্লুটুথ ব্যবহারের মাধ্যমেই এক স্মার্টফোন থেকে অপর ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়। এর জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াইফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়।
চলুন জেনে নেওয়া যাক ফোন টু ফোন ইন্টারনেট শেয়ারের পদ্ধতি।
প্রথমেই ফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে কানেকশনস অপশনটি নির্বাচন করে প্রবেশ করতে হবে। তারপর মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং অপশনে ক্লিক করতে হবে। এরপর সামনে প্রদর্শন করা ব্লুটুথ টেথারিং হটস্পট অপশনে পাশে থাকা বারে চালু করতে হবে। তারপর যে ফোনটিতে ইন্টারনেট শেয়ার করা হবে তার সেটিংস থেকে ব্লুটুথ অপশনটি চালু করতে হবে। এরপর ডিভাইসের নাম সার্চ করে ফোনের নাম নির্বাচন করে পেয়ার করতে হবে। পেয়ার করার পর পরবর্তী ধাপে প্রবেশ করে সেখান থেকে ইন্টারনেট অ্যাকসেসটি চালু করতে হবে।