মেসির ব্যালন ডি অর জয় দিয়ে রাঙাতে পারলো না পিএসজি

0
29

মেসির ব্যালন ডি অর জয় দিয়ে রাঙাতে পারলো না পিএসজি

গত ২৯ তারিখ দিবাগত রাতে ব্যালন ডি অর ৭ম বারের মত জিতেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি।

এরপর গত ১ তারিখ দিবাগত রাতে মাঠে নামে তার পিএসজি। যাদের প্রতিপক্ষ ছিল নিশ।

লীগে নিজেদের ১৬ তম ম্যাচে নিশের বিপক্ষে গোলশুন্য ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেইন। প্রথম থেকে আধিপত্য বজায় রাখলেও সবার আগে গোল মুখে আক্রমনে যায় নিশ।

তবে তাদের রুখে দেয় পিএসজির গোলকিপার ডোনারুম্মা। এরপর আক্রমনে যায় মেসি ও এম্বাপ্পে, তবে তাদের রুখে দেয় নিশ গোলকিপার।

এরপর দারুন এক আক্রমনে যাওয়া নিশ কে আটকে দেয় সেই ডোনারুম্মাই। প্রথমার্ধে কেউই দেখা পায়নি জালের। ২য়ার্ধে মাঠে ফিরে আক্রমন চালিয়ে যায় দুই দলই।

তবে বেশ কিছু সুযোগ তৈরি করে পিএসজি। এম্বাপ্পের পাস থেকে বল একা পেয়েও জালে জড়াতে পারেন নি ডি মারিয়া।

অন্যদিকে নিশের এক খেলোয়ার ফাকা বারে হেড দিয়ে বল জালে না জড়িয়ে লাগিয়েছেন বারপোস্টে।

শেষ দিকে মেসি বল এগিয়ে দেয় এম্বাপ্পে কে, একা পেয়েও জালে জড়াতে পারেন নি তিনি।

তাতে শেষ পর্যন্ত গোলশুন্য ড্র হয় ম্যাচ টি। ১৬ ম্যাচে ১৩ জয়, দুই ড্র ও ১ পরাজয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো প্যারিসিয়ানরা।

তাতে ড্র করে মেসির ৭ম ব্যালন ডি অর রাঙাতে পারেনি তারা। এদিকে লালীগায় জয়রথ ছুটছেই রিয়াল মাদ্রিদের।

লুকা মদ্রিচের থেকে বল নিয়ে ৪০ মিনিটে গোল করে দল কে এগিয়ে দেন করিম বেনজেমা।

ম্যাচে আর কোনো গোল না হলে ১-০ তে আতলেটিক বিলবাও কে হারায় রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার উপর কার্লো আঞ্চেলত্তির দল। অন্যদিকে জমে উঠেছে ইংলিশ লীগের ৩ জায়ান্টের লড়াই।

একের পর এক জয় পাচ্ছে ম্যান সিটি, লিভারপুল এবং জয়ের ধারায় ফিরেছে চেলসিও।

ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে চ্যাম্পিয়নস লীগ জয়ী চেলসি।

অ্যাস্টন ভিলার বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছে ম্যান সিটি।

অন্যদিকে এভারটন কে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ১৪ ম্যাচে ৩৩। এক পয়েন্ট কম নিয়ে ২য় তে আছে ম্যান সিটি ও ৩য় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here