যেমন হতে পারে বাংলাদেশের টেস্ট একাদশ

0
21

যেমন হতে পারে বাংলাদেশের টেস্ট একাদশ

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টিটুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ।

এরপর প্রথম টেস্টেও লড়াইয়ের পর শেষ দুই দিনে অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা। আগামী ৪ তারিখ নামবে দ্বিতীয় টেস্টের জন্য।

একের পর এক ধরাশায়ী হওয়ার পর সময় টা যেমন ভালো যাচ্ছিল না বাংলাদেশ দলের।

তেমনি সময় টা ভালো যাচ্ছিলো না খেলোয়ারদেরও। একের পর এক ইঞ্জুরিতে পরেছে ক্রিকেটাররা।

বিশ্বকাপে ইঞ্জুরির জন্য ছিটকে যান সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও সাইফ উদ্দিন।

বিশ্বকাপের পর পর পাকিস্তান সিরিজ দিয়ে সোহান ফিরলেও বাকি ছিলেন দুইজন। এবার সাকিবও ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে স্কোয়াডে ২য় টেস্টে।

পাকিস্তান সিরিজেও দেখা যায় ইঞ্জুরির হানা। ৩য় টিটুয়েন্টি ম্যাচ খেলে ছিটকে যান তাসকিন আহমেদ।

এবার ২য় টেস্টে ফিরতে যাচ্ছেন তিনিও। আসন্ন টেস্টের জন্য তার একাদশে থাকাও অনেকটা নিশ্চিত।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভরাডুবি হয়েছে দলের। তাই ২য় টেস্টে একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে দলে তা আর বলার একেবারেই অপেক্ষা রাখে না।

ওপেনার হিসেবে প্রথম দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন সাইফ ও সাদমান। আগামী টেস্টে তাই তাদের মধ্যে থেকে কাউকে বসিয়ে নামানো হতে পারে নাঈম শেখ কে।

৩ নাম্বারে ফিরতে পারেন সাকিব আল হাসান, বাদ যেতে পারে নাজমুল হাসান শান্ত।

মাথায় আঘাত পেয়ে গত ম্যাচে ২য় ইনিংসে ব্যাট করার সময় মাঠ ছাড়েন ইয়াসির আলি।

যদি তিনি ফিট হয়ে খেলতে না পারেন তবে মাঠে নামতে পারেন শান্ত। এদিকে বোলার হিসেবে অনেকটাই নিশ্চিত তাসকিনের একাদশে জায়গা হওয়া।

যদি একাদশে ফেরেন তাসকিন তবে জায়গা হারাতে পারেন আবু জায়েদ রাহি। গত ম্যাচে সুবিধা করতে পারেন নি তিনি।

উল্লেখ্য, বিশ্বকাপে সবশেষ পাপুয়ানিউগিনির বিপক্ষে জয়ের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। একের পর এক ম্যাচ হেরেই চলছে টাইগাররা।

ভাগ্য পরিবর্তন হয়নি মিরপুরে এসেও। নিজেদের শেষ টেস্ট খেলবে মিরপুরের শের এ বাংলা স্টেডিয়ামেই।

যেমন হবে বাংলাদেশের একাদশ – সাদমান ইসলাম/ সাইফ হাসান, নাঈম শেখ, সাকিব আল হাসান, মমিনুল ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট কিপার), ইয়াসির আলি/নাজমুল হাসান শান্ত, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসাইন।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here