রোনালদোর এক অনন্য রেকর্ডঃ যা হয়নি অতীতে

0
22

রোনালদোর এক অনন্য রেকর্ডঃ যা হয়নি অতীতে

গতকাল দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লীগে মুখোমুখি হয় ম্যান ইউ ও আর্সেনাল। যেখানে রোনালদোর জোড়া গোলে ৩-২ গোলে জয় পায় রেড ডেভিলরা।

এদিন জোড়া গোল করার পথে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেন পর্তুগীজ তারকা। এখন তার ক্যারিয়ার গোল সংখ্যা ৮০১ টি।

ওল্ড ট্রাফোর্ডে গতরাতে মাঠে নামে দুই দল। প্রথমে অবশ্য পিছিয়ে যায় রোনালদোরা।

১৩ মিনিটে স্মিথ রওয়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধের শেষ দিকে ব্রুনো ফার্নানদেজের গোলে সমতায় রেখে বিরতিতে যায় ম্যান ইউ।

বিরতি থেকে ফিরে এসে ৫২ মিনিটে তৈরি হয় সেই মাহেন্দ্রক্ষণ।

রোনালদো গোলে এগিয়ে যাওয়ার পাশাপাশি স্পর্শ করেন ক্যারিয়ারের ৮০০ তম গোলের।

২ মিনিট পর মার্টিন ওডেগার্ডের গোলে আবারও সমতায় ফেরে আর্সেনাল।

ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও ম্যান ইউ কে এগিয়ে দেন রোনালদো।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ম্যাচ শেষ হয় ৩-২ গোলে।

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকায় ৭ম স্থানে উঠে এসেছে ম্যান ইউ।

তবে দুই পয়েন্ট এগিয়ে থাকা আর্সেনালের অবস্থান এখনও রয়েছে ৫ম স্থানে।

এদিকে ক্যারিয়ারে ৮০১ গোল করতে রোনালদোর লেগেছে ১০৯৫ টি ম্যাচ। যেখানে গড়ে প্রতি ম্যাচে গোল করেছেন ০.৭৩ টি করে।

ক্যারিয়ারের শুরু টা করেন পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে, যেখানে করেন ৩২ ম্যাচে মাত্র ৫ টি গোল।

জাতীয় দলের হয়ে তার নামের পাশে রয়েছে ১১৫ টি গোল যা ইতিহাসে সর্বোচ্চ। মাত্র তিন সিজন কাটানো জুভেন্টাসে করেছিলেন ১০১ টি গোল।

ক্যারিয়ারের স্বর্ণযুগ কাটানো রিয়াল মাদ্রিদের হয়ে করেন ৪৩৮ ম্যাচে ঠিক ৪৫০ টি গোল।

ম্যানচেস্টারের হয়ে তিনি ২য় মেয়াদে খেলছেন যেখানে তিনি করেছেন সব মিলিয়ে ১৩০ গোল।

ডান পায়ে গোল করেছেন ৫১২ গোল ও বাম পায়ে করেছেন ১৪৮ টি গোল। হেডে ১৩৯ টি ও শরীরের অন্যান্য অংশ দিয়ে করেছেন দুটি গোল।

পেনাল্টি থেকে গোল করেছেন ১৪২ টি। ডি বক্সের বাইরে থেকে তার পা হতে গোল এসেছে ৫৯ টি ও ডিবক্সের ভেতর থেকে এসেছে ৫৪৪ টি গোল।

ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়ার হিসেবে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করা রোনালদো কোথায় গিয়ে থামবে, সেটাই এখন দেখার বিষয়।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here