লিবিয়ায় জাতিসংঘের নতুন বিশেষ প্রতিনিধি নিয়োগ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হতে লিবিয়ায় মহাসচিবের নতুন প্রতিনিধি হিসাবে স্লোভাকিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জান কুবিসের নিয়োগ অনুমোদন করা হয়েছে। গত বছরের মার্চ মাসে ডঃ ঘাসসান সালামের পদত্যাগের দীর্ঘ প্রায় এক বছর পর লিবিয়ায় জাতিসংঘের নতুন প্রতিনিধি নিয়োগ দেওয়া হলো। এতোদিন যাবত আমেরিকার কূটনৈতিক স্টিফানে উইলিয়ামস ভারপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে কাজ করে আসছিল এবং তার তত্ত্বাবধানে লিবিয়া স্থায়ী যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও লিবিয়া হতে তেল রপ্তানি শুরুসহ রাজনৈতিক সংলাপে অনেকটা অগ্রগতি সাধিত হয়েছে।
জনাব কুবিস স্লোভাকিয়ার প্রবীণ কূটনৈতিক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বর্তমানে লেবাননে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসাবে কর্মরত। এছাড়াও তিনি আফগানিস্তান ও ইরাকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। দীর্ঘদিন পর লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি নিয়োগ চলমান রাজনৈতিক সংলাপ আরো তরান্বিত হবে হলে বিশ্লেষকরা আশা করছেন।