টানা পরাজয়ে সিরিজ খোয়ালো বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজের ২য় টিটুয়েন্টি ম্যাচে শাহিন আফ্রিদি ও শাদাব খানের বোলিং তাণ্ডবের পর ফাখার জামানের দৃঢ় ব্যাটিং এ ভর করে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
তাতে ৩ ম্যাচ টিটুয়েন্টি সিরিজে ১ ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে জিতে নিলো তারা।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামেন বাংলাদেশ অধিনায়ক। তবে বরাবরের মতই ব্যর্থ বাংলাদেশের ওপেনাররা।
সাইফ বিদায় নেন ০ রানে ও নাঈমের ব্যাটে আসে ২ রান। তবে বাংলাদেশ কে ম্যাচে ফেরান শান্ত ও আফিফ। যেখানে ২১ বলে ২০ রান করে শেষ হয় আফিফের ওয়ানডে ইনিংস।
১২ রানে বিদায় নেন অধিনায়ক। তবে বাংলাদেশ কে সম্মানজনক সংগ্রহের স্বপ্ন দেখান শান্ত। ৩৪ বলে ৪০ করে তিনি বিদায় নিলে শেষ হয় সেই সম্ভবনা।
তার বিদায়ের পর পাকিস্তানের বোলাররা আরও ভয়ানক হয়ে ওঠে। এরপর আর অবশ্য বাংলাদেশের পক্ষে হাল ধরতে পারেনি কেউই। তাতে ২০ ওভারে ১০৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ২ টি করে উইকেট নেন শাদাব ও শাহিন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই বিদায় নেন বাবর আজম। মাত্র ১ রানে তাকে প্যাভিলিয়নে ফেরান ফিজ। এরপর অবশ্য ম্যাচের লাগাম নিয়ে নেয় পাকিস্তান।
ফাখার জামান ও রিজওয়ান মিলে সহজ জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে পাকদের কে। তাদের বিশাল পার্টনারশিপ সহজ করে দেয় পাকিস্তানের জয়।
টিটুয়েন্টি ক্যারিয়ারে ৭ম অর্ধশতক তোলেন ফাখার জামান।
৩৯ রান করে রিজওয়ান বিদায় নিলেও তিনি নিশ্চিত করে যান পাকিস্তানের জয়। শেষ পর্যন্ত বাকি কাজ সারেন হায়দার ও ফাখার।
তাতে ১১ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত হয় তাদের।
সংক্ষিপ্ত সংগ্রহ –
বাংলাদেশ ১০৮/৭ (২০ ওভার)
শান্ত ৪০, আফিফ ২০, রিয়াদ ১২, সোহান ১১, বিপ্লব ৮, নাঈম ২, সাইফ ০;
শাহীন ১/১৫, শাদাব ২/২২, ওয়াসিম ১/৯, নওয়াজ ১/২৫।
পাকিস্তান ১০৯/২ (১৮.১ ওভার)
ফাখার ৫৭*, রিজওয়ান ৩৯, বাবর ১;
মুস্তাফিজ ১/১২, বিপ্লব ১/৩০।
ফলাফল – পাকিস্তান জয়ী ৮ উইকেটের ব্যবধানে
সিরিজ – ২-০ তে এগিয়ে পাকিস্তান (১ ম্যাচ বাকি)