সকাল-বিকাল সূরা হাশরের শেষ তিন আয়াতের পাঠ করার ব্যাপারে অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। সূরা হাশর পবিত্র কুরআন মাজিদের ৫৯ তম সূরা, এর মোট আয়াত সংখ্যা ২৪ টি। কুরআন এর সকল সূরা পাঠের ফজিলত অনেক বেশি। কুরআন এর বিশেষ কিছু আয়াত পাঠের অনেক ফজিলত রয়েছে যা দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনে।হাশর শব্দের অর্থ হল সমাবেশ। আজ আমরা সূরা আল হাশরের শেষ তিন আয়াত অর্থাৎ ২২,২৩ ও ২৪ নং আয়াতের ফজিলত এবং অর্থসহ বাংলা উচ্চারণ জানব।
সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত
যে ব্যক্তি সকালে তিন বার ”আউজুবিল্লাহিছ ছামিউল আলিমি মিনাশশাইত্বনির রাজীম” পড়বে তারপর সূরা হাশরের শেষ তিন আয়াত একবার পাঠ করবে আল্লাহ তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা সন্ধ্যা পর্যন্ত ঐ ব্যক্তির জন্য ইসতিগফার করতে থাকে, ঐ দিন যদি তার মৃত্যু হয়, তাহলে সে শহীদী মৃত্যু লাভ করবে।
হজরত মাকাল ইবনে ইয়াসার (রা) হতে বর্ণিত,নবীজি (সাঃ) বলেছেন, যে ব্যক্তি সকালে তিন বার “আউজু বিল্লাহিস সামিঈল আলিমি মিনাশশাইত্বানির রাঝিম”সহ ‘সুরা হাশরের’ শেষ তিন আয়াত পাঠ করবে,তার জন্য আল্লাহ তাআলা ৭০ হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন।সে যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। যদি ঐ দিন সে ব্যক্তি মৃত্যুবরণ করেন তবে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে।আর যে ব্যক্তি সন্ধ্যার সময় এ আয়াতগুলো পাঠ করবে তাঁর জন্যও আল্লাহ তাআলা সত্তর হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। যারা তাঁর ওপর সকাল হওয়া পর্যন্ত রহমত প্রেরণ করতে থাকবে। আর যদি ঐ রাতে সে মৃত্যুবরণ করে তবে শাহাদাতের মর্যাদা লাভ করবে।
(সুনানে তিরমিজি, হাদিস : ৩০৯০; আবু দাউদ, হাদিস : ২৯২২; মুসনাদ আহমদ, হাদিস : ১৯৭৯৫; কানজুল উম্মাল, হাদিস : ৩৫৯৭)
সূরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহীম..
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২২) বাংলা উচ্চারণঃ হুওয়াল্লা-হুল্লাযী লাইলা-হা ইল্লা-হুওয়া ‘আ-লিমুল গাইবি ওয়াশশাহা-দাতি হুওয়াররাহমা-নুর রাহীম।
২৩) বাংলা উচ্চারণঃ হুওয়াল্লা-হুল্লাযী লাইলা-হা ইল্লা-হুওয়া আলমালিকুল কুদ্দূছুছ ছালা-মুল ম’মিনুল মুহাইমিনুল ‘আঝীঝুল জাব্বা-রুল মুতাকাব্বিরু ছুবহা-নাল্লা-হি ‘আম্মা-ইউশরিকূন।
২৪) বাংলা উচ্চারণঃ হুওয়াল্লাহুল খালিকুল বারিউল মুছাওয়্যিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিসসামাওয়াতি ওল আরদি ওহুয়াল আজিজুল হাকিম।
সূরা হাশরের শেষ তিন আয়াতের বাংলা অর্থ
২২) অর্থঃ তিনিই আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা।
২৩) অর্থঃ তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’ আলা তা থেকে পবিত্র।’
২৪) অর্থঃ তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।
পরিশেষে কিছু কথা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকাল বিকাল সূরা হাশর শুদ্ধভাবে পড়ার এবং এর ফজিলত লাভের তৌফিক দান করুন । আমিন।
Visited 6 times, 1 visit(s) today