সেরা ৫ টি ফটো এডিটিং অ্যাপস । মোবাইল দিয়ে ছবি ইডিট অ্যাপ 

0
47

ইন্টারনেটে মোবাইলে ফটো এডিটিং এর জন্য অনেক অ্যাপ রয়েছে। কিন্তু আপনার জন্য বেস্ট অ্যাপ কোনটি হবে? মোবাইল দিয়ে ফটো তুলার পর ছবিটি অনেক সুন্দর দেখাবে এমনটা আশা না করাই ভালো,কারণ আমরা সবাই তো আর প্রফেশনাল ফটোগ্রাফার নই। তবে এর সমাধান হিসেবে আমরা সেরা ৫টি ফটো এডিটিং অ্যাপস ব্যবহার করে ছবিকে আরো আকর্ষণীয় করে তুলতে পারি। আজকের আর্টিকেল পড়ে আপনারা জানতে পারবেন এমন ৫টি অ্যাপস এর কথা যেগুলো সত্যিকার অর্থেই অসাধারণ। চলুন শুরু করা যাক

১) Snapseed

গুগলের একটি ফটো ইডিটিং অ্যাপ হচ্ছে Snapseed । এই অ্যাপের অত্যাধুনিক ফিল্টার ইফেক্ট ব্যবহার করে আপনার ছবিকে সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারবেন। 

Snapseed যেহেতু গুগলের দ্বারা পরিচালিত সেহেতু বলার অপেক্ষা রাখে না  কতোটা ভালো। নিম্নে উল্লেখিত ফিচার ছাড়াও আরো অনেক ফিচার রয়েছে এই অ্যাপস এ – 

Tune image, Selective filter brush,Crop, White Balance, Lens Blur, Glamour Glow, , Face Enhance, Face Pose, Curves

এই ফিচার গুলো ব্যবহার করে নিজের ফটো কে অন্য মাত্রা দিতে পারবেন।

2) Adobe photoshop express

বিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান Adobe দ্বারা নির্মিত Adobe Photoshop Express অ্যাপ।  সেরা মোবাইল ইডিটিং অ্যাপ হিসেবে ২০২২ সালে নির্বাচিত হয়েছিল Adobe photoshop express।

এই এপস দিয়ে যেকোনো ফটোকে পরিষ্কার এবং স্পষ্ট করে নিতে পারবেন। Photos collage maker, one touch filters, noise reduction, auto fix, text styles, filters এবং আরো অনেক ফিচার এবং অপশন অ্যাপ্লাই  করে নিজের ছবিকে পারফেক্ট (perfect) করে নিতে পারবেন। এই Apps টি Google play store এ ১২ লক্ষ থেকেও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

৩) PicsArt

আপনি জেনে অবাক হবেন যে ফটো এডিটিং এর জন্য যেসব অ্যাডভান্স টুলস দরকার হয়,তার সবই পিকসআর্টে রয়েছে। এতে রয়েছে মোবাইলের জন্য অল ইন ওয়ান ফটো এডিটর,500 মিলিয়নের বেশি ডাউনলোড,4.3 স্টার রেটিং।এখানে আপনারা অনেক রকমের tools এবং effects পাবেন, যেগুলি ব্যবহার করা অনেক সহজ। বিশেষ কিছু ফিচার হলো Double exposures, AI-powered effects, 100s of fonts, fine-tuning এবং আরো অনেক রকমের ফিচারস ব্যবহার করে যেকোনো পিকচার এডিট করা সম্ভব।

৪) AirBrush

Special ইফেক্টের পাশাপাশি অ্যাপটিতে রয়েছে perfect & smooth skin, Whiten Teeth, Brighten Eyes অপশনের সাথেই blemish এবং pimple remover এর মতো দারুন সব features ও ইফেক্ট।এখন অব্দি ১০ লক্ষ থেকেও বেশি লোকেরা নিজের মোবাইলে ছবি এডিট করার জন্য এই app ব্যবহার করছেন।

৫)  Prisma Art Effect

প্রিজমা অনেক পপুলার তার অসাধারণ আর্ট ইফেক্ট ফিল্টারের জন্য।মোবাইলে ছবি এডিট করার জন্যে দেওয়া হয়েছে ৫০০ থেকেও অধিক filters. এছাড়া প্রিজমা প্রতিদিন একটি নতুন ফটো ফিল্টার তাদের অ্যাপে যোগ করে। 

পরিশেষে 

আশা করি, আজকের এই পোষ্ট টি আপনার অনেক উপকারে আসবে যদি আপনি মোবাইল দিয়ে ফটো এডিটিং অ্যাপস খুঁজে থাকেন। আমাদের উল্লেখিত এই সেরা ৫টি মোবাইল এডিটিং অ্যাপস এর মধ্যে কোনটি আপনার জন্য উত্তম তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়া জন্য।

Visited 25 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here