ঘরে বসে অনলাইনে জিপি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম

0
4

আপনার একটি জিপি সিম রয়েছে এবং আপনি চাচ্ছেন সিমের মালিকানা হস্তান্তর করতে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য কারণ উক্ত আর্টিকেলে জানানো হবে অনলাইনে ঘরে বসে কিভাবে জিপি সিমের মালিকানা পরিবর্তন করা যায়।

যেকোনো সিমের মালিকানা পরিবর্তন করার জন্য ছুটতে হয় সেই সিমের কাস্টমার কেয়ার অথবা সার্ভিস সেন্টারে। সেখানে গিয়ে সকল সিমের মালিকানা পরিবর্তন করার কাজটি অনেকের কাছে বেশি ঝামেলার মনে হয়। এই ধরনের সমস্যার সমাধান নিয়ে এসেছে গ্রামীণফোন, যারা কিনা প্রথমবারের মতো অনলাইনে জিপি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম নিয়ে হাজির হয়েছে।

এখন যেকোনো সময় অনলাইনে ঘরে বসে আপনার কাঙ্খিত গ্রামীণফোনের সিম কার্ডের মালিকানা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন। আপনার আবেদনটি যদি গ্রহণ করা হয় তবে জিপি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য নির্দিষ্ট এজেন্ট এসে উক্ত কাজটি করে দিয়ে যাবে। এক্ষেত্রে নির্ধারিত যে সার্ভিস চার্জ টা পরিশোধ করতে হবে। এখন অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়ে ধাপে ধাপে দেখানো হবে।

১) জিপি ওয়েবসাইটে ভিজিট

প্রথমে আপনাকে গ্রামীনফোনের অফিসিয়াল ওয়েবসাইটে [ https://www.grameenphone.com ] ভিজিট করতে হবে এবং সেখান থেকে থ্রি ডট মেনুতে করে সেখানে থাকা অপশন গুলোর মধ্যে থেকে shop নামক অপশনটিতে ক্লিক করে পরবর্তী সাব মেনু SIM অপশনই ক্লিক করুন।
এই পর্যায়ে আবারো চারটি সাব মেনু দেখাবে যার শেষেরটি হলো Transfer of SIM Ownership উক্ত অপশনে ক্লিক করার পর নতুন একটি পেইজে নিয়ে যাওয়া হবে। এই পেজ থেকে ছোট্ট ফরম পূরণের মাধ্যমে জিপি সিমের মালিকানা পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে।

২) আবেদন ফরম পূরণ

যেমনটা বলেছিলাম এখানে একটি ছোট ফর্ম পূরণ করতে হবে যেখানে তিনটি তথ্য আপনাকে প্রদান করতে হবে যেগুলো হচ্ছে:

Number you want to transfer: গ্রামীণফোনের যে নাম্বারটি আপনি অন্য মালিকানায় ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি প্রদান করতে হবে।
Current SIM Owner’s NID or Smart Card Number: সিম কার্ডের নাম্বারটি বর্তমানে যার মালিকানাধীন অবস্থায় রয়েছে তার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের নাম্বার প্রদান করতে হবে।
New SIM Owner’s Mobile Number: আপনার যে সিমের মালিকানা নতুন ব্যক্তিকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যক্তির বর্তমান মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে।

এই দিনটি তথ্য প্রদান করার পরে আপনাকে কিছু কন্ডিশন দেখানো হবে শেষ হবে যদি একমত হন তবে নিজে Add to Cart 🛒 নামক অপশন পাবেন সেখানে ক্লিক করার মাধ্যমে আপনার পণ্যটি cart এ যুক্ত হয়ে যাবে।

৩) ডেলিভারি তথ্য পূরণ

আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে যেখানে থাকবে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার বিস্তারিত ঠিকানা।
সঠিকভাবে তথ্য পূরণ করার পর আপনার ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট একটি এবং ডেলিভারি চার্জ যুক্ত হবে। অনলাইনের মাধ্যমেই সেই চার্জ পরিশোধ করতে পারবেন।
পরবর্তী প্রকৃতির জন্য ক্লিক করলে সেখানে আপনার পুরো ব্যাপার গুলো রিভিউ করা হবে। যদি আপনার সিমটি ভ্যালিড হয়ে থাকে এবং উক্ত সিমটি মালিকানা হস্তান্তর যোগ্য হয়ে থাকে তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার উল্লেখিত স্থানে গ্রামীণফোনের এজেন্ট গিয়ে আপনার সিমের মালিকানা পরিবর্তন সংক্রান্ত যাবতীয় যা করতে হয় তা করে দিবে।

বিশেষ নির্দেশনা

১. সিমের মালিকানা পরিবর্তনের জন্য যখন গ্রামীণফোনের এজেন্ট আপনার কাঙ্খিত স্থানে উপস্থিত হবে সেখানে বর্তমানে মালিকানাধীন সিমের ব্যক্তি এবং পরবর্তীতে যাওয়ার মালিকানায় সিমটি নিবন্ধিত হবে উভয়কেই উপস্থিত থাকতে হবে।

২. সিমের মালিকানা পরিবর্তন করার জন্য কোন প্রকার ডকুমেন্টস যেমন: জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, জন্ম সনদ ইত্যাদি প্রয়োজন হবে না বা গ্রামীণফোনের এজেন্টকে তা প্রদান করতে হবে না।

৩. যেহেতু বর্তমানে সকল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হয় সেহেতু নতুন করে যার নামে রেজিস্টার হবে আমি বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণের জন্য তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। এবং পূর্বে যে সিমটির মালিকানাধীন অবস্থায় ছিল তার সঠিক তথ্য যাচাই জন্য কিছু তথ্য প্রদান করতে হবে।

৪. বাসায় গিয়ে সিমের মালিকানা পরিবর্তনের জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে এসেন্ট পাঠানোর সার্ভিসটি বর্তমানে শুধুমাত্র ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এরিয়া গুলোতে দেয়া হচ্ছে। আপনি যদি ঢাকা বিভাগের বাইরে কোন স্থানে থেকে থাকেন তবে খুব সম্ভবত আপনার জন্য একটু সার্ভিসটি তেমন একটি সুবিধাজনক হবে না।

৫. সিমটি পূর্বে যার নামে রেজিস্টার করা ছিল সে যদি মৃত্যু ব্যক্তি হয়ে থাকে সে ক্ষেত্রে কন্ডিশন এই যে, মৃত ব্যক্তির মৃত্যু সনদপত্র, মৃত ব্যক্তির ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি প্রয়োজন হবে ভেরিফিকেশন এর জন্য।

পরিশেষে, এই ছিল জিপি সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম সংক্রান্ত বিস্তারিত আর্টিকেল যেখানে জানানো হয়েছে – জিপি সিমের মালিকানা পরিবর্তন করতে কোন কোন বিষয় সচেতন থাকতে হবে। তাছাড়া অনলাইনে ঘরে বসে কিভাবে মালিকানা পরিবর্তন করা যায় নিয়ম সংক্রান্ত বিষয়ে ধাপে ধাপে বলা হয়েছে। আর্টিকেলে উল্লেখিত বিশেষ নির্দেশনা অনুযায়ী সকল ফুলফিল করার মাধ্যমে খুব সহজেই অনলাইনে ঘরে বসে জিপি সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন।

আশা করি উক্ত আর্টিকেল এর মাধ্যমে মূল বিষয়টি আপনাদের মাঝে সহজ ভাবে উপস্থাপন করতে পেরেছি যা আপনার জিপি সিম এর মালিকানা পরিবর্তন করতে সাহায্য করবে। বাংলা আলো প্রতিনিয়ত এরকম সমস্যার সমাধান দিয়ে থাকে তাই আমাদের সঙ্গেই থাকুন এবং টেক দুনিয়ার ছোটখাটো সমস্যা গুলোর সমাধানের চেষ্টা করুন।

Visited 7 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here