চালকের আসনে অস্ট্রেলিয়া তবে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড

0
22

চালকের আসনে অস্ট্রেলিয়া তবে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড

অ্যাশেজের প্রথম টেস্টের ৩য় দিনে ট্রাভেস হেডের দেড়’শ রানের উপর ভর করে ৪২৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া।

তবে ২য় ইনিংসে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড। দল কে দারুন ভাবে এগিয়ে নিচ্ছেন ডেভিড মালান ও জো রুট।

টসে জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে সিদ্ধান্ত টা ভালো হয়নি তাদের। প্রথম ইনিংসের প্রথম বলেই রোরি বার্ন্স কে আউট করেন স্টার্ক।

এরপর থেকে চলতেই থাকে অজি বোলারদের আক্রমন। অধিনায়ক প্যাট কামিন্স একাই তুলে নেন ৫ উইকেট।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান বোলারদের গতির সামনে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।

২য় দিনের শুরু থেকেই অজিরা শুরু করে ব্যাটিং আক্রমনও। মার্কুস হ্যারিস দ্রুত বিদায় নিলেও জীবন পাওয়া ওয়ার্নার ও লাবুশানে গড়েন দারুন এক জুটি।

লাবুশানে বিদায় নেন ৭৪ রান করে তবে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ওয়ার্নার।

৬ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। বিদায় নেন ৯৪ রানে। তবে ওয়ার্নার সেঞ্চুরি না পেলেও সেঞ্চুরি করেন ট্রাভেস হেড।

ক্যারিয়ারের ৩য় ও অ্যাশেজে প্রথম সেঞ্চুরি করেন এই ক্রিকেটার। শেষ পর্যন্ত তিনি আউট হন ১৫২ রান করে।

তাতে গুটিয়ে যাওয়ার আগে অজিরা নিজেদের সংগ্রহ দাড় করায় ৪২৫ রানের।

ইংল্যান্ডের হয়ে ৩ টি করে উইকেট নেন রবিনসন ও মার্ক উড। তবে ৩য় দিনে ব্যাট করতে নেমে আর এবার আর ব্যাটিং বিপর্যয়ে পরেনি অস্ট্রেলিয়া।

যদিও ২৩ রানে বিদায় নেন রোরি ব্যক্তিগত ১৩ রান করে। এরপর হাসিব হামিদ বিদায় নেন ২৭ রানে।

তবে এরপর ইংল্যান্ড কে পথ দেখানো শুরু করেন অধিনায়ক জো রুট ও ডেভিড মালান।

দারুন ব্যাটিং করে দুজন এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজেদের দল কে। দুজনেই ব্যাট করছেন দেখেশুনে।

ডেভিড মালান তুলে নিয়েছেন ৮ম টেস্ট অর্ধশতক ও জো রুট তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫১তম অর্ধশতক।

দুজনের ব্যাটে ভর করে বিপর্যয় কাটিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে এখন তারা এগিয়ে নিচ্ছেন বড় সংগ্রহের দিকে।

সেঞ্চুরির পার্টনারশিপও গড়েছেন দুইজন। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৬৩ রান দুই উইকেট।

রুট ৫৫ ও মালান অপরাজিত আছে ৫৮ রান করে। ইংল্যান্ড এখনও পিছিয়ে আছে ১১৫ রানে। স্টার্ক ও কামিন্স নিয়েছেন একটি করে উইকেট।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here