প্রথম সেশন শেষে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ

0
73

প্রথম সেশন শেষে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের ২য় টেস্টে মিরপুরের শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম সেশন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তাইজুল ইসলামের বোলিং জাদুতে দুই উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম।

গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি পার্টনারশিপ গড়া দুই ওপেনার এদিনও মাথাব্যথার কারন হয়ে দাঁড়ায় বাংলাদেশের বোলারদের।

একের পর এক পরীক্ষা নিতে থাকেন বাংলাদেশের বোলারদের।

এদিনও দুজনে ছাড়িয়ে যান অর্ধশতক পার্টনারশিপের। তবে পাকিস্তানের ৫৯ রানে প্রথম সাফল্য আসে বাংলাদেশ শিবিরে।

তাইজুল ইসলাম সরাসরি আঘাত হানেন শফিকের স্ট্যাম্পে। তাতে তিনি বিদায় নেন ব্যক্তিগত ২৫ রানে।

এরপর আরেক ওপেনার আবিদ আলিকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান আগের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়া তাইজুল ইসলাম। তাতে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

এরপর সেশনের বাকি সময় টা কাটিয়ে দেন আজহার আলি ও বাবর আজম।

তাতে শেষ পর্যন্ত ৩১ ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করে দুই উইকেট হারিয়ে ৭৮ রান।

বাবর আজম অপরাজিত আছেন ৮ রানে ও আজহার আলি ব্যাট করছে ৬ রানে।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে এসেছে ৩ টি পরিবর্তন ও অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে পাকিস্তান।

বিশ্বকাপের ইঞ্জুরিতে পরা সাকিব আল হাসান ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে।

এছাড়াও দলে জায়গা হয়েছে খালেদ হোসেনের, আবু জায়েদ রাহির বদলে একাদশে ফিরেছেন তিনি।

উল্লেখ্য, এই ম্যাচে বাংলাদেশের হয়ে ৯৯তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হয়েছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের।

সংক্ষিপ্ত স্কোর –

টস পাকিস্তান

পাকিস্তান ৭৮-২ (৩১ ওভার)

আবিদ আলি ৩৯ (৮১) আব্দুল্লাহ শফিক ২৫ (৫০)

তাইজুল ইসলাম ২৮-২ (১১ ওভার)

বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম,

লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী ও খালেদ হোসেন।

পাকিস্তান : আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেট রক্ষক), আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here