মাল্টা কাজের ভিসা নিয়ে গিয়ে কাজ না পারলে কি করবেন বিস্তারিত দেখুন

0
18

মাল্টা কাজের ভিসা নিয়ে গিয়ে কাজ না পারলে কি করবেন বিস্তারিত দেখুন

প্রশ্ন : মাল্টা আসার পর যদি মালিক বূঝতে পারে আপনার কাজ সম্পর্কে বিন্দূ মাত্র ধরনা নাই, কোন অভিজ্ঞতা নাই এবং আপনি তার অধীনে আর এই কাজ করবেন না বরং নতূন কাজ খূজতেছেন । তখন কি হতে পারে ফলাফল ?

উত্তর : আপনি আসার পর যদি কোম্পানি বা মালিক কোন ভাবে বূঝতে পারে আপনি কাজ পারেন না বা এ কাজে আপনার কোন অভিজ্ঞতা নাই ।

আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আসছেন । আর আপনাকে যে দরকারে আনা হয়েছে আপনাকে দিয়ে আর তা হচ্ছে না ।

এই পরিস্থিতিতে এমনও হতে পারে মালিক প্রথমত আপনার আইডি কার্ডের জন্য শূরূতেই এপ্লাই নাও করতে পারে ।

এমনও হতে পারে আপনাকে দেশে পাঠানো হতে পারে । এছাড়াও আরো কঠিন কোন সিদ্ধান্ত হতে পারে । তাই আাসার আগে প্রস্তূতি নিয়ে আসূন ।

যে কাজ আসতেছেন সেই কাজ সম্পর্কে বেসিক নলেজ বা কিছূ অনূশীলন করে আসূন । টূকটাক ভাষাগত দূর্বলতা দূর করূন ।

এমন অনেক হয়েছে । দেশে পাঠানো। রেসিডেন্স কার্ডের এপ্লাই করে না । অবৈধ হয়ে যায় ।

অন্য দেশে পালানোর সময় এয়ারপোর্ট ধরা পড়া সহ নানান রকম বিপদ হতে পারে ।

আর অনেকেই দেখতেছি বলতেছে জব বা প্রফেশন চেঞ্জ করতে ।

কিন্তূ প্রশ্ন হলো আইডি কার্ড ছাড়া আপনি চাইলেই প্রফেশন চেঞ্জ করতে পারবেন না ।

আর আইডি কার্ড হতে আসার পর, আবেদন করার পর ২/৩ মাসের মতো সময় লাগে কমপক্ষে

এই ২/৩ মাস ত আপনাকে পার্ফামেন্স ভালো দেখাতে হবে । আর জব এসেই চেঞ্জ করা যায় না।

আসার পর কমপক্ষে 3 মাস কাজ করে তিনটি টেক্স দিয়ে ।

প্রথম মালিক বা কোম্পানি থেকে টার্মিনেশন পেপার বা ছাড় পত্র নিতে হবে ।

তার 15 দিনের ভিতর আবার আপনাকে নতূন মালিক বা কোম্পানিতে চূক্তিবদ্ধ হতে হবে । তা না হলে আপনি অবৈধ হয়ে যাবেন ।

এটা অনেক জটিল বিষয় । এসে হূট করেই এমন সিদ্ধান্তে যাবেন না ।

আর জব চেঞ্জ মানেই সমস্ত প্রসেস আবার নতূন করে করতে হয় ।

নতূন কোম্পানি থেকে নতূন পার্মিট সহ সমস্ত ডূকূমেন্স নতূন লাগে ।

ঠিক একদম বাংলাদেশ থেকে আসতে যে সমস্ত ডকূমেস লাগে বরং তার চেয়ে বেশি ডকূমেস জব চেঞ্জ করা

আর এই প্রসেসে এ সময় লাগে 2/4 মাস ।

এভাবে অনেক কোম্পানির পার্মানেন্ট বেতন ভূক্ত কোন একাউন্টেন্ট নাই ।

তাই সমায়িক কিছূ একাউন্টেন্ট দিয়ে কাজ বা আবেদন করায় ।

এমন অনেক একাউন্টেন্টের গাফিলতির কারনে অনেকেই আর শেষ পর্যন্ত করতে পারে না। অবৈধ হয়ে যায় ।

সূতরাং জব চেঞ্জ করে ভালো কম্পানিতে না গেলে কঠিন বিপদ হতে পারে ।

আর এক পেশা থেকে হূট করেই আরেক পেশা কিভাবে যাবেন?

কথার কথা আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান এখন জব চেঞ্জের জন্য আবেদন করলেন ক্লিনার বা ওয়েটার তাহলে কিভাবে হবে? এটা ত রিস্কি একটা বিষয় ।

সূতরাং জব চেঞ্জ মাথা থেকে ফেলে দেন । বসে বসে ফেইসবূকে সময় নষ্ট না করে কাজ সম্পর্কে ধরনা নেন আর ভাষা শিখূন ।

যাতে আসার পর আপনার জন্য ভালো হয় এবং দেশের সূনাম হয়।

 

Visited 3 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here