রোমানিয়া ভিসা প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হল।
১. এম্বাসিতে পাসপোর্ট সাবমিশনের সময় পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে সাত মাস থাকতে হবে।
২. পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ কমপক্ষে তিন মাস থাকতে হবে।
৩. ইন্সুরেন্স এর মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে কোভিড কভারেজ সহ।
৪. ইন্সুরেন্স এর মূলকপি এম্বাসিতে জমা দিতে হবে। ইন্সুরেন্স মূলকপি এমব্যাসি রেখে দিবে।
৫. পুলিশ ক্লিয়ারেন্স এর মূলকপি এম্বাসি রেখে দিবে।
৬. অন্যান্য ডকুমেন্ট যেমন ওয়ার্ক পারমিট, এম্প্লয়মেন্ট কন্ত্রাক্ট, একোমোডেশন কন্ট্রাক্ট ও অফার লেটার এর অরিজিনাল কপি দেখবে এবং ফটোকপি জমা নিবে।
৭. এম্বাসিতে পাসপোর্ট সহ সমস্ত ডকুমেন্ট জমা দেয়ার পর ৫ থেকে ১০ দিনের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ডেলিভারি দিবে।
Visited 9 times, 1 visit(s) today