সাকিব মুস্তাফিজের আইপিএল যাত্রা শেষ – চলছে বিপিএল আয়োজনের তোড়জোড়

0
10

সাকিব মুস্তাফিজের আইপিএল যাত্রা শেষ – চলছে বিপিএল আয়োজনের তোড়জোড়

কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের সাথে শেষ হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের যাত্রা।

আগামী আইপিএলের মেগা নিলাম কে সামনে রেখে দুই দলই ছেড়ে দিয়েছে সাকিব ও মুস্তাফিজ কে।

আগামী ১৫ তম আইপিএলের আসর কে সামনে রেখে বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে মেগা নিলামের।

যেখানে মাত্র ৪ জন খেলোয়ার রেখে বাকি সবাই কে ছেড়ে দিচ্ছে ফ্র‍্যাঞ্চাইজি গুলো।

অন্য সব দলের মত খেলোয়ার ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেখানে সাকিব কিন্তু মুস্তাফিজ, কাউকেই ধরে রাখেনি নিজেদের দল।

তাই আগামী আসরে নিলামে উঠতে হচ্ছে বৈশ্বিক দুই তারকা কে।

দল তাদের ছেড়ে দিয়েছে, তার মানে এই নয় তারা আর খেলতে পারবে না পূর্বের দলে।

এখানে নিলামে যদি তাদের দল আবারও তাদের কিনতে পারে তবে সুযোগ থাকছে পূর্বের দলে খেলার, তবে তার জন্য অপেক্ষা করতে হবে নিলাম পর্যন্ত।

এর আগে আর বলা যাচ্ছে না তাদের ভবিষ্যত নিয়ে।

এদিকে আইপিএলের মত তোড়জোড় চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ তথা বিপিএল নিয়েও।

আসন্ন বিপিএলের ৮ম আসর কে সামনে রেখে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি এর সময় টুকু বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড।

টুর্নামেন্ট কে সামনে রেখে সব ফ্র‍্যাঞ্চাইজিগুলো কে জানিয়ে দিয়েছে ৮ম আসরের ব্যাপারে।

টুর্নামেন্ট কে সামনে রেখে বেশ কিছু সিদ্ধান্ত জানা গিয়েছে বিসিবি এর পক্ষ থেকে।

চলুন জেনে নেয়া যাক এমন কিছু সিদ্ধান্তের ব্যাপারে :-

*এ প্লাস ক্যাটাগরি তে থাকা দেশী খেলোয়ারের মূল্য ধার্য করা হয়েছে ৫০ লাখ,

অন্যদিকে বিদেশী এ প্লাস ক্যাটাগরির খেলোয়ারের দাম হচ্ছে ৬৪ লাখ ৫০ হাজার।

*বেতন নিয়ে ঝামেলা ও অভিযোগ ওঠে প্রতিবছর। তাই এবার ফ্র‍্যাঞ্চাইজি নয়, বরং খেলোয়ারদের বেতন পরিশোধের দায়িত্ব নিয়েছে ক্রিকেট বোর্ড।

অর্থাৎ ফ্র‍্যাঞ্চাইজি থেকে টাকা উঠিয়ে সেটা ক্রিকেটারদের দিবে বিসিবি।

*প্রতি দলে অন্তত ৩ জন থেকে সর্বোচ্চ ৮ জন বিদেশী খেলোয়ার নিতে পারবে। দেশী খেলোয়ারদের ক্ষেত্রে অন্তত ১০ থেকে সর্বোচ্চ ১৪ জন ভেড়াতে পারবে তারা।

*আসন্ন ৮ম আসরে ৭ দলের বদলে অনুষ্ঠিত হবে ৬ টি দল নিয়ে।

সময়ের অভাবে এবার তাই চাইলেও সম্ভব হচ্ছে না ৭ দলের আসর।

*ভেন্যু নির্ধারণ করা হয়েছে ৩ টি। শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামের সাথে আরও থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here