সৌদি প্রবাসীর কফিল এর অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন ৮ টি শর্ত মেনে।

0
17
সৌদি প্রবাসীর কফিল পরিবর্তন

সৌদি প্রবাসীর কফিল অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন ৮ টি শর্ত মেনে।
* সৌদি আরবে প্রবেশের পরে ৩ মাস কাজ করার পরেও বর্তমান মালিকের সাথে লিখিত কর্মচুক্তি না থাকলে।

* একটানা তিনমাস যদি মালিক কর্মচারীকে বেতন দিতে অসমর্থ হয়।

বাংলা আলো আর ও খবর দেখুন

* মালিক যদি ভ্রমন, জেল, বা মৃত্যুজনিত কোন কারনে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে।

* কর্মচারীর কাজের পারমিট বা রেসিডেন্সি পারমিট (ইকামা) এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে।

* কর্মচারী যদি মালিকের করা যেকোন কারচুপির ব্যাপারে অভিযোগ জারি করে।

* কর্মচারীর কাছে যদি প্রমান থাকে যে মালিক মানব পাচার এর সাথে জড়িত।

* কর্মচারী ও মালিক এর মধ্যে যদি শ্রম আইনে কোন মামলা চলমান থাকে এবং মালিক বা মালিকের প্রতিনিধি আদালতের দুইটি শুনানিতে অনুপস্থিত থাকে। সৌদি প্রবাসীর কফিল পরিবর্তন

* কর্মচারীর ট্রান্সফারে বর্তমান মালিকের সম্মতি থাকলে।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here