ক্রোয়োশিয়া ভিসা সকল তথ্য ও নতুন আপডেট

0
17

ক্রোয়োশিয়া ভিসা সকল তথ্য ও নতুন আপডেট

ক্রোয়োশিয়া এম্বাসি এখনও ভিসা দিচ্ছে। পারমিট সহ কোম্পানির একমোডেশন পেপারগুলো ঠিকঠাক থাকলে ভিসা দিচ্ছে।

এপ্লিক্যান্ট-কে নিজে ভারতে গিয়ে VFS-এ ফাইল জমা দিতে হয়, থার্ড পার্টি বা কোনো এজেন্ট দিয়ে জমা করানো যায় না। কারুর কাছে পাসপোর্ট দিয়ে দিবেন না, আপনার পাসপোর্ট-এ অন্য কেউ ভিসা করিয়ে এনে দিতে পারবে না। এসব বিষয়ে সতর্ক থাকবেন।

ক্রোয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন ও পুলিশ ক্লিয়ারেন্স

তবে পারমিটের জন্য এপ্লাই করার আগে দিল্লি থেকে পুলিশ ক্লিয়ারেন্স এটাস্টেড করিয়ে নিতে হয়। এটা করতে কোনো এজেনেটের সাহায্য নিতে পারেন। ভুয়া বা এটাস্টেড না করা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনার পারমিট বের হবে না।

ক্রোয়োশিয়া ভিসা বের হতে কত দিন লাগে 

পারমিট বের হতে মোটামুটি দেড়-দুইমাস সময় লাগে জমা দেয়ার পর। কন্সট্রাকশন রিলেটেড কাজে সাধারণত পারমিট বের হয়, আপনাকে হাতি ঘোড়া যে কাজের কথাই বলুক আপনার কাজ মূলত কন্সট্রাকশন রিলেটেডই হবে।

পারমিট বের হওয়ার সময় এজেন্সিদের মোটা অংকের টাকা এডভান্স দিবেন না, এতে প্রতারিত হওয়ার চান্স থাকবে। টোটাল প্রসেস হচ্ছে।

বাংলা আলো খবর পড়ুন    

পুলিশ ক্লিয়ারেন্স দিল্লি থেকে এটাস্টেড- পারমিটের জন্য সাবমিশন- পারমিট বের হওয়া – ইন্ডিয়ান ভিসা করা – VFS Global এর এপয়েন্টমেন্ট নেয়া (প্রিমিয়াম স্লটও কেনা যায়) – নিজে গিয়ে ফাইল সাবমিট করা- ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করা। এরপর ইন্টারভিউ হয়ে গেলে ভিসার রেজাল্টের অপেক্ষা করা।

** প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এখানে **

Visited 8 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here