বোনের পড়া লেখা চালানোর জন্য স্কুল শেষে ছোলা বিক্রয় করে ১১ বছর বয়সের খুলনার ছেলে রাকিব।
রাকিব ৫ম শ্রেনীতে পড়ে, এবার PSC দিবে।
রাকিব স্কুল শেষ করে বিকাল ৪টা থেকে এই ভাবে ছোলা বিক্রি করে বোনের পড়া লেখার ও অসুস্থ বাবার চিকিংসার খরচ নিজের কাধে তুলে নিয়েছে।
রাকিব ৪ টি বছর ধরে এই ভাবে সাইলেকে করে ছোলা বিক্রয় করে।
১ম দিকে তার আম্মু কিছু সময় তাকে সহযোগিতা করতো,কিন্তু এখন সব কাজ তার নিজেরই করতে হয়।
রাকিব মা একজনের কাছ থেকে অল্প দামে একটা সাইকেল কিনে নেয়,
,এর পরে সাইকেল নিয়ে খুলনার ৭ নাম্বার ঘাটে,নিউ মার্কেটের আশে পাশে,শিববাড়ি মোড়ে বিকাল থেকে রাত ৯ টা প্রযর্ন্ত ছোলা বিক্রি করে।
রাকিবের বাবা বিভিন্ন রোগে আক্রান্ত ৪ বছর ধরে,তিনি কোনো কাজ করতে পারেন না,,
রাকিবের মা মানুষের বাসায় কাজ করে কিছু টাকা আয় করে স্বামীর চিকিৎসা চালায়।