কিভাবে রোমানিয়া PR পাওয়া যাবে

0
5

কিভাবে রোমানিয়া PR পাওয়া যাবে

পার্মানেন্ট_রেসিডেন্সি‘ পাওয়ার জন্য যেসব বিষয়বস্তু আপনার মানতে বা থাকতে হবে।

১. আপনাকে লিগ্যাল ভাবে রোমানিয়াতে প্রবেশ করতে হবে।

রোমানিয়া ভিসা নিয়ে আরো পড়ুন 

২. কমপক্ষে ৫ বছরের ৫ টা রেসিডেন্স পার্মিট (Residence Permit) ধারাবাহিকভাবে থাকতে হবে অর্থাৎ একটার সাথে আরেকটা যোগসূত্র থাকতে হবে। কোন বছর গ্যাপ গেলে হবে না বা একটার সাথে আরেকটার যোগসূত্র ‘না‘ থাকলে হবে না।

Visit Now Best Nike Running Shoes Review   
৩. ৫ বছরের মধ্যে একাধারা ৬ মাস রোমানিয়ার রোমানিয়ার বাহিরে অবস্থান করলে আপনি PR পাবার অযোগ্য হবেন।

৪. আপনার বিরুদ্ধে কোন ক্রাইম রেকর্ড থাকতে পারবে না।

৫. হেলথ ইনসুরেন্স থাকতে হবে।

৬. আপনাকে মোটামুটি চলার মতো রোমানিয়া ভাষা জানতে হবে অর্থাৎ কাউকে বুঝতে এবং বুঝাতে পারেন এরকম।

৭. রোমানিয়ার সকল আইনের প্রতি অনুগত ও শ্রদ্ধা থাকতে হবে।

 

আপনার এসব ঠিক থাকলে একটা ফাইল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনাকে ভাষার ইন্টার্ভিউ এর জন্য ডাকবে। এই পর্যন্ত আপনার কাজ শেষ।

রোমানিয়া ইমিগ্রেশন অফিস ফাইল রেজিস্ট্রেশনের দিন থেকে ৬ মাস সময় নিয়ে থাকে। তারা যদি মনে করে আপনার সবকিছু ঠিক আছে তাহলে আপনাকে ৫ বছরের একটা Permanent Residence কার্ড দিয়ে দিবেন

Visited 9 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here