লিবিয়া টু ইতালি গেম এর রাবার বোড এ গুলি করার পরেও ইতালিতে গিয়ে পৌঁছেছে

0
24

লিবিয়া টু ইতালি গেম এর রাবার বোড এ গুলি করার পরেও ইতালিতে গিয়ে পৌঁছেছে।

২.৭.২০২১
লিবিয়ান কোস্টগার্ড যে বোটটিতে গুলি ছোড়ে সেটি গতরাতে ইতালির ল্যাম্পেদুসায় পৌঁছেছে ।

বোটটিতে ৬৩ জন শরনার্থী ছিলো । জানা গেছে সকল অভিবাসী সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে গিয়ে পৌঁছেছে।

জানা গেছে বোর্ডের বেশি ভাগ অভিবাসী বাংলাদেশি।

এছাড়া আরো দুটি বোটে যথাক্রমে ১৮০ এবং ৫০ জন শরনার্থী ইতালির ল্যাম্পেদুসায় পৌঁছেছে ।

Visited 7 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here