লিবিয়া থেকে ইতালি যাওয়া হলো না ভূম্যসাগর কেড়ে নিল প্রাণ।
স্বপ্ন যেন সলিল সমাধি পরিণত হল ভুম্যসাগরে।
ইতালি আসার পথে নিজের জীবন দিয়ে উপহার দিল নিজের লাশ ফ্যামিলিকে।
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ইমন মোল্লার ইতালি যাওয়া হলো না।
গত শুক্রবার (২৫ জুন) রাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মৃত্যু হয় তার।
নিহত ইমন (১৮) উপজেলার শাখারপাড় গ্রামের সোবহান মোল্লার ছেলে। ৩ ভাইয়ের মধ্যে ইমন ছিল মেঝো।
বাংলা আলো সকল খবর পড়ুন