মোবাইলে ফ্রি টিভি দেখার উপায় | বেস্ট মোবাইল টিভি অ্যাপ | এন্ড্রয়েড ফোনে টিভি 

0
43

যেকোনো বিনোদন, উৎস হিসেবে জনপ্রিয় TV তবে সব সময় টিভির সামনে থাকা হচ্ছে না? পরিচিত হোন মোবাইল টিভি অ্যাপ এর সাথে..

 

তথ্যপ্রযুক্তির বদৌলতে নানাবিধ নিত্যনতুন সুযোগসুবিধা আমরা পাচ্ছি৷ উনবিংশ শতাব্দীর অন্যতম সেরা আবিষ্কার টেলিভিশন এই বিংশ শতাব্দীতে এসে সকলের হাতের মুঠোয় চলে এসেছে৷ যার পেছনে মূল ভুমিকা হচ্ছে ইন্টারনেট ও সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ৷

 

বর্তমান সময়ে কিভাবে হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন দিয়ে মোবাইল টিভি অ্যাপ ব্যবহার করে টিভি দেখতে পারি, সে সম্পর্কে এ আর্টিকেলে বিস্তারিত জেনে নেব৷

মোবাইল টিভি কি?

 

মোবাইল টিভি হচ্ছে মোবাইলের মাধ্যমে টেলিভিশন দেখার পদ্ধতি৷ মোবাইল টিভি প্রযুক্তি বর্তমানের সকল এন্ড্রয়েড ফোন ও অ্যাপলের আইফোনের জন্য উন্মুক্ত৷ 

 

আপনি চাইলে ডিশ প্রযুক্তির মাধ্যমে যতগুলো টেলিভিশন চ্যানেল টিভিতে দেখতে পারেন, তার সমান বা আরও বেশি চ্যানেল মোবাইল টিভিতে দেখতে পারবেন৷

Related : মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার অ্যাপ সমূহ 

বর্তমানে বহুল প্রচলিত ও জনপ্রিয় হয়ে ওঠা এ প্রযুক্তিকে মোবাইল টিভি হিসেবে অভিহিত করা হয়৷ 

মোবাইলে ফ্রী টিভি দেখার উপায়

 

মোবাইলে ফ্রী টিভি দেখার জন্য মোবাইল টিভি অ্যাপ ব্যবহার করতে হবে৷ মোবাইল টিভি অ্যাপ নানাধরনের হয়ে থাকে৷ যার মধ্যে রয়েছে পেইড অ্যাপ ও ফ্রী অ্যাপ৷ আর এসকল অ্যাপ আপনি প্লেস্টোরের পাশাপাশি গুগলে সার্চ করেও ডাউনলোড করতে পারবেন৷

সেরা কিছু মোবাইল টিভি অ্যাপ

 

বর্তমান সময়ে নানারকমের মোবাইল টিভি অ্যাপ পাওয়া যাচ্ছে৷ যার মধ্যে অনেকগুলো গ্রাহকের চাহিদা পূরণ করে সেরা মোবাইল টিভি অ্যাপ হিসেবে পরিচিতি লাভ করেছে৷ 

 

এসকল অ্যাপের মাঝেও আবার ভাগ রয়েছে৷ কোনটি বাংলাদেশের জন্য ভালো আবার কোনটি ভালো ভারতের জন্য৷ বাংলাদেশের জন্য সেরা কয়েকটি মোবাইল টিভি এ্যাপ হচ্ছেঃ-

১৷ জাগো টিভি অ্যাপঃ

 

জাগো টিভি অ্যাপ বাংলাদেশের অন্যতম সেরা মোবাইল টিভি অ্যাপ৷ এই অ্যাপের বদৌলতে যে কেউ যে কোন সময় যেকোন স্থান থেকে লাইভ টিভি উপভোগ করতে পারবে৷ তাই ঘরে না থাকলেও যদি জাগো টিভি অ্যাপস থাকে তবে কোন নাটক, সিরিয়াল বা খেলা মিস যাবার তেমন কোন সম্ভাবনাই নেই৷ 

 

অ্যাপটি জাগোবিডির অফিসিয়াল অ্যাপলিকেশন৷ জাগো টিভি অ্যাপের অন্যতম সেরা একটি দিক হচ্ছে এর মাধ্যমে আপনি লাইভ টিভি দেখার পাশাপাশি সংবাদপত্রও পড়তে পারবেন৷

জাগো টিভি অ্যাপের ফিচারসমূহঃ

 

এতে দেখা যাবে বাংলাদেশের প্রায় সবগুলো টিভি চ্যানেল৷ পাশাপাশি ইসলামিক টিভি চ্যানেল,বাংলা নিউজ পেপার ও থাকছে ব্যবহারকারীদের জন্য বিশেষ ইভেন্ট৷ 

 

সাধারণত অনেক লাইভ স্ট্রিমিং ভিডিও দেখতে এডোবি ফ্লাশ প্লেয়ারের প্রয়োজন হয়৷ তবে এডোবি ফ্লাশ প্লেয়ারের কোনো প্রয়োজন নেই জাগো টিভি দেখতে৷

 

এতে রয়েছে স্ট্রং স্ট্রিমিং প্লেয়ার৷ ব্যবহারকারীকে করতে হবেনা কোনরূপ সাইন আপ৷ কয়েকদিন পরপর নতুন চ্যানেল যোগ করা হতে থাকে নিয়মিতই৷ লাইভ টিভি দেখা নিয়ে সমস্যা হয়না কোনই৷ দিতে হয়না কোনরূপ চার্জ ও (হিডেন চার্জ নেই)৷

 

এছাড়াও অ্যাপ সম্পর্কিত যেকোনো সমস্যা হলে অ্যাপ এর ২৪/৭ এক্টিভ সাপোর্ট কমিউনিটির সাথে যোগাযোগ করা যাবে। তাদের ইমেইল করার ঠিকানা support@Jagodb.com. 

 

যে কোনো ধরণের সমস্য যেমন আপনা ফোনে কাজ করছে না, চলছে না, বা ক্রাস করছে আপনি একটি স্কিনসট সমেত তাদের এই মেইল এ ইমেইল করে দিলেই হবে। তারা আপনার সমস্যার সমাধান করে দিবে স্বল্পতম সময়ে৷ 

২৷ Bioscope LIVE TV 

 

বাংলাদেশের শীর্ষস্থানীয় অপারেটর সংস্থা গ্রামীণফোনের নিজস্ব কারিগরি ও আর্থিক তত্ত্বাবধানে তৈরিকৃত বাংলাদেশের প্রথম লাইভ টিভি স্ট্রিমিং অ্যাপ হচ্ছে বায়োস্কোপ লাইভ টিভি৷ 

 

গ্রামীণফোনের সরাসরি তত্ত্বাবধানে তৈরিকৃত এ অ্যাপ বাংলাদেশিদের মোবাইলে লাইভ টিভি দেখার জন্য বিশেষভাবে তৈরিকৃত৷

 

বাংলাদেশি টিভি চ্যানেলগুলোর পাশাপাশি বিদেশি টিভি চ্যানেলগুলোও বায়োস্কোপে সরাসরি উপভোগ করা যাবে৷ 

 

এছাড়াও বায়োস্কোপের রয়েছে নিজস্ব মুভি আর্কাইভ৷ সার্চ অপশনে মুভির নাম লিখে সার্চ করলে আর্কাইভে থাকা সাপেক্ষে মুভিটি দর্শকরা দেখতে পারবেন৷

 

বায়োস্কোপ লাইভ টিভি অ্যাপের ফিচারসমূহঃ 

 

বায়োস্কোপে দেখা যাবে লোকাল এবং ইন্টারন্যাশনাল লাইভ টিভি চ্যানেল৷ টিভি চ্যানেল দেখাবে মোবাইলের লোকেশনের উপর নির্ভর করে৷ 

 

এতে রয়েছে টিভি প্রোগ্রাম গাইড যা কিনা আপনার পছন্দের চ্যানেলের প্রতিদিনের টিভি শো এর আপডেট দিবে৷ এতে রয়েছে অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বায়োস্কোপের অরিজিনাল কন্টেন্ট৷

 

দেশি-বিদেশি টিভি সিরিজের বিশাল এক কালেকশন রয়েছে এতে যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য৷ রয়েছে Catchup tv যেখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের টিভি শোর পি রেকর্ড৷ 

 

এছাড়াও এক্সক্লুসিভ মিউজিক ভিডিওর কালেকশন রয়েছে আপনার জন্য যা আপনাকে এন্টারটেইন করতে বাধ্য৷

 

বায়োস্কোপের প্রিমিয়াম প্ল্যান কিনলে আপনি পুরো বায়োস্কোপ অ্যাপের সুবিধা পেয়ে যাবেন৷ আর প্ল্যান না কিনলে কিছু প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন না৷

 

৩৷ Toffee 

 

টফি অ্যাপটি লাইভ টিভি দেখার আরেকটি সেরা অ্যাপ৷ বায়োস্কোপের মতই এটি বাংলাদেশের আরেক জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে৷ 

 

এতেও রয়েছে নানাবিধ আকর্ষণীয় সুযোগ-সুবিধা৷ টফি অ্যাপ এর অন্যতম বিশেষত্ব হচ্ছে এর বাফার ফ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং৷ অর্থাত্ লাইভ ভিডিও দেখতে যেয়ে খুব কমই সমস্যায় পরতে হতে পারে৷

 

প্রায় ১০০টির উপরে দেশি-বিদেশী চ্যানেলের সমন্বয়ে লাইভ টিভি রয়েছে এতে৷ আর এসকল লাইভ টিভি দেখতে ব্যবহারকারীর কোনরূপ  অর্থ দিতে হবেনা!

 

টফি লাইভ টিভি অ্যাপ এর ফিচারসমূহঃ 

 

টফিতে টিভি চ্যানেস লাইভ স্টিম করা যাবে৷ টফি অ্যাপ এ আপনি পাবেন সম্পূর্ণ বাফার ফ্রি লাইভ টিভি এক্সপেরিয়ান্স৷ এছাড়াও এতে পাবেন রিফ্রেস অ্যাপ ইন্টারফেস এবং ইজি কন্টেন্ট ডিসকভারিটি৷ 

 

আকর্ষণীয় দিক হচ্ছে যে ১০০টিরও বেশী টিভি আপনি দেখতে পারবেন৷ লাইভ খেলা দেখার পাশাপাশি ইন্টারন্যাশনাল মেগা সিরিজগুলোও বিনামূল্যে উপভোগ করতে পারবেন৷ কেবল বাংলালিংক নয় বরং যে কোন নেটওয়ার্ক বা সিম ব্যবহার করেই টফি অ্যাপ চালাতে পারবেন৷

 

৪৷ Binge

 

Binge লাইভ টিভি অ্যাপটি ব্যবহার করতে পারেন এর বিশাল কালেকশনের জন্য৷ এতে রয়েছে প্রায় তিন হাজারের উপর নানা ধরণের ওয়েব সিরিজ, মুভি, নাটক, বিভিন্ন ধরণের টিভি শো ইত্যাদি৷ 

 

এছাড়াও শিশুদের জন্য আলাদা কন্টেন্ট থাকায় শিশুদের অবসর সময়েও Binge অ্যাপটি তাদের সঙ্গী হতে পারে৷ 

 

Binge অ্যাপ এর ফিচার সমূহঃ

 

Binge অ্যাপ এর অন্যতম ফিচার হচ্ছে এতে আপনি উপভোগ করতে পারবেন আপনার পছন্দের অভিনেতা/অভিনেত্রীর এক্সক্লুসিভ মুভি৷ আনলিমিটেড সময় করতে পারবেন ভিডিও স্টিম৷ 

 

এছাড়াও প্রয়োজনে ভিডিও পুশ করে ও পুনরায় রিজিওম করে দেখার সুবিধাও এতে রয়েছে৷ পছন্দের কন্টেন্টি মাই লিস্ট নামক অপশনে এড করতে পারবেন কি কি দেখেছেন তার হিস্টরিও এতে দেখাবে৷ 

 

এছাড়াও বাচ্চারা যেন বড়দের কন্টেন্ট না দেখতে পারে সেজন্য করতে পারবেন প্যারেন্টাল লকও (Parental Lock).

 

৫৷ Bongo

 

বাংলাদেশের সর্ববৃহত মোবাইল টিভি অ্যাপ হচ্ছে বঙ্গ৷ সর্ববৃহত বলার কারণ, এতে রয়েছে ১৫,০০০ মত নাটক, মুভি, টিভি সিরিজ, গান এর সুবিশাল সংগ্রহ৷ 

 

এছাড়াও লাইভ টিভি দেখার সুবিধা তো রয়েছেই৷ কেবল তাই নয়, এতে নিত্যনতুন যোগ হচ্ছে নতুন নতুন কন্টেন্ট! 

 

Bongo অ্যাপ এর ফিচার সমূহঃ

 

Bongo অ্যাপ এ এক্সেস করতে পারবেন ১৫,০০০ এরও বেশী ফুল মুভি, নাটক, টিভি শো, এবং Bongo অরিজিনালস ফিল্ম৷ অ্যাপ নামিয়ে ইন্টারনেট সংযোগ থাকা যেকোন মোবাইলেই দেখা যাবে৷ 

 

প্রতিনিয়ত পাওয়া যাবে নিত্যনতুন কন্টেন্ট কোনরূপ ঝামেলা ব্যতিত৷ এমনকি ডাউনলোড করার অপশনও এতে রয়েছে৷ চাইলে মোবাইলের পাশাপাশি টিভিতেও দেখা যাবে৷ 

শেষকথাঃ

 

উপরে উল্লেখ করা অ্যাপ ছাড়াও আরও অনেক মোবাইল টিভি অ্যাপ রয়েছে৷ তবে যে সকল অ্যাপ প্লেস্টোরের বাহির থেকে ডাউনলোড করতে হয় সে সকল অ্যাপ এর ব্যাপারে সতর্ক থাকা দরকার৷ 

 

কেননা তাতে নানাবিধ ভাইরাস বা ম্যালাওয়ার থাকতে পারে৷ এজন্য আমাদের সিলেটে কেবল প্লেস্টোরের মোবাইল টিভি অ্যাপ উল্লেখ করা হয়েছে৷ 

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here