যেকোনো বিনোদন, উৎস হিসেবে জনপ্রিয় TV তবে সব সময় টিভির সামনে থাকা হচ্ছে না? পরিচিত হোন মোবাইল টিভি অ্যাপ এর সাথে..
তথ্যপ্রযুক্তির বদৌলতে নানাবিধ নিত্যনতুন সুযোগসুবিধা আমরা পাচ্ছি৷ উনবিংশ শতাব্দীর অন্যতম সেরা আবিষ্কার টেলিভিশন এই বিংশ শতাব্দীতে এসে সকলের হাতের মুঠোয় চলে এসেছে৷ যার পেছনে মূল ভুমিকা হচ্ছে ইন্টারনেট ও সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ৷
বর্তমান সময়ে কিভাবে হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন দিয়ে মোবাইল টিভি অ্যাপ ব্যবহার করে টিভি দেখতে পারি, সে সম্পর্কে এ আর্টিকেলে বিস্তারিত জেনে নেব৷
মোবাইল টিভি হচ্ছে মোবাইলের মাধ্যমে টেলিভিশন দেখার পদ্ধতি৷ মোবাইল টিভি প্রযুক্তি বর্তমানের সকল এন্ড্রয়েড ফোন ও অ্যাপলের আইফোনের জন্য উন্মুক্ত৷
আপনি চাইলে ডিশ প্রযুক্তির মাধ্যমে যতগুলো টেলিভিশন চ্যানেল টিভিতে দেখতে পারেন, তার সমান বা আরও বেশি চ্যানেল মোবাইল টিভিতে দেখতে পারবেন৷
Related : মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার অ্যাপ সমূহ
বর্তমানে বহুল প্রচলিত ও জনপ্রিয় হয়ে ওঠা এ প্রযুক্তিকে মোবাইল টিভি হিসেবে অভিহিত করা হয়৷
মোবাইলে ফ্রী টিভি দেখার জন্য মোবাইল টিভি অ্যাপ ব্যবহার করতে হবে৷ মোবাইল টিভি অ্যাপ নানাধরনের হয়ে থাকে৷ যার মধ্যে রয়েছে পেইড অ্যাপ ও ফ্রী অ্যাপ৷ আর এসকল অ্যাপ আপনি প্লেস্টোরের পাশাপাশি গুগলে সার্চ করেও ডাউনলোড করতে পারবেন৷
বর্তমান সময়ে নানারকমের মোবাইল টিভি অ্যাপ পাওয়া যাচ্ছে৷ যার মধ্যে অনেকগুলো গ্রাহকের চাহিদা পূরণ করে সেরা মোবাইল টিভি অ্যাপ হিসেবে পরিচিতি লাভ করেছে৷
এসকল অ্যাপের মাঝেও আবার ভাগ রয়েছে৷ কোনটি বাংলাদেশের জন্য ভালো আবার কোনটি ভালো ভারতের জন্য৷ বাংলাদেশের জন্য সেরা কয়েকটি মোবাইল টিভি এ্যাপ হচ্ছেঃ-
জাগো টিভি অ্যাপ বাংলাদেশের অন্যতম সেরা মোবাইল টিভি অ্যাপ৷ এই অ্যাপের বদৌলতে যে কেউ যে কোন সময় যেকোন স্থান থেকে লাইভ টিভি উপভোগ করতে পারবে৷ তাই ঘরে না থাকলেও যদি জাগো টিভি অ্যাপস থাকে তবে কোন নাটক, সিরিয়াল বা খেলা মিস যাবার তেমন কোন সম্ভাবনাই নেই৷
অ্যাপটি জাগোবিডির অফিসিয়াল অ্যাপলিকেশন৷ জাগো টিভি অ্যাপের অন্যতম সেরা একটি দিক হচ্ছে এর মাধ্যমে আপনি লাইভ টিভি দেখার পাশাপাশি সংবাদপত্রও পড়তে পারবেন৷
এতে দেখা যাবে বাংলাদেশের প্রায় সবগুলো টিভি চ্যানেল৷ পাশাপাশি ইসলামিক টিভি চ্যানেল,বাংলা নিউজ পেপার ও থাকছে ব্যবহারকারীদের জন্য বিশেষ ইভেন্ট৷
সাধারণত অনেক লাইভ স্ট্রিমিং ভিডিও দেখতে এডোবি ফ্লাশ প্লেয়ারের প্রয়োজন হয়৷ তবে এডোবি ফ্লাশ প্লেয়ারের কোনো প্রয়োজন নেই জাগো টিভি দেখতে৷
এতে রয়েছে স্ট্রং স্ট্রিমিং প্লেয়ার৷ ব্যবহারকারীকে করতে হবেনা কোনরূপ সাইন আপ৷ কয়েকদিন পরপর নতুন চ্যানেল যোগ করা হতে থাকে নিয়মিতই৷ লাইভ টিভি দেখা নিয়ে সমস্যা হয়না কোনই৷ দিতে হয়না কোনরূপ চার্জ ও (হিডেন চার্জ নেই)৷
এছাড়াও অ্যাপ সম্পর্কিত যেকোনো সমস্যা হলে অ্যাপ এর ২৪/৭ এক্টিভ সাপোর্ট কমিউনিটির সাথে যোগাযোগ করা যাবে। তাদের ইমেইল করার ঠিকানা support@Jagodb.com.
যে কোনো ধরণের সমস্য যেমন আপনা ফোনে কাজ করছে না, চলছে না, বা ক্রাস করছে আপনি একটি স্কিনসট সমেত তাদের এই মেইল এ ইমেইল করে দিলেই হবে। তারা আপনার সমস্যার সমাধান করে দিবে স্বল্পতম সময়ে৷
বাংলাদেশের শীর্ষস্থানীয় অপারেটর সংস্থা গ্রামীণফোনের নিজস্ব কারিগরি ও আর্থিক তত্ত্বাবধানে তৈরিকৃত বাংলাদেশের প্রথম লাইভ টিভি স্ট্রিমিং অ্যাপ হচ্ছে বায়োস্কোপ লাইভ টিভি৷
গ্রামীণফোনের সরাসরি তত্ত্বাবধানে তৈরিকৃত এ অ্যাপ বাংলাদেশিদের মোবাইলে লাইভ টিভি দেখার জন্য বিশেষভাবে তৈরিকৃত৷
বাংলাদেশি টিভি চ্যানেলগুলোর পাশাপাশি বিদেশি টিভি চ্যানেলগুলোও বায়োস্কোপে সরাসরি উপভোগ করা যাবে৷
এছাড়াও বায়োস্কোপের রয়েছে নিজস্ব মুভি আর্কাইভ৷ সার্চ অপশনে মুভির নাম লিখে সার্চ করলে আর্কাইভে থাকা সাপেক্ষে মুভিটি দর্শকরা দেখতে পারবেন৷
বায়োস্কোপে দেখা যাবে লোকাল এবং ইন্টারন্যাশনাল লাইভ টিভি চ্যানেল৷ টিভি চ্যানেল দেখাবে মোবাইলের লোকেশনের উপর নির্ভর করে৷
এতে রয়েছে টিভি প্রোগ্রাম গাইড যা কিনা আপনার পছন্দের চ্যানেলের প্রতিদিনের টিভি শো এর আপডেট দিবে৷ এতে রয়েছে অনেক এক্সক্লুসিভ কন্টেন্ট এবং বায়োস্কোপের অরিজিনাল কন্টেন্ট৷
দেশি-বিদেশি টিভি সিরিজের বিশাল এক কালেকশন রয়েছে এতে যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য৷ রয়েছে Catchup tv যেখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের টিভি শোর পি রেকর্ড৷
এছাড়াও এক্সক্লুসিভ মিউজিক ভিডিওর কালেকশন রয়েছে আপনার জন্য যা আপনাকে এন্টারটেইন করতে বাধ্য৷
বায়োস্কোপের প্রিমিয়াম প্ল্যান কিনলে আপনি পুরো বায়োস্কোপ অ্যাপের সুবিধা পেয়ে যাবেন৷ আর প্ল্যান না কিনলে কিছু প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন না৷
টফি অ্যাপটি লাইভ টিভি দেখার আরেকটি সেরা অ্যাপ৷ বায়োস্কোপের মতই এটি বাংলাদেশের আরেক জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে৷
এতেও রয়েছে নানাবিধ আকর্ষণীয় সুযোগ-সুবিধা৷ টফি অ্যাপ এর অন্যতম বিশেষত্ব হচ্ছে এর বাফার ফ্রী লাইভ ভিডিও স্ট্রিমিং৷ অর্থাত্ লাইভ ভিডিও দেখতে যেয়ে খুব কমই সমস্যায় পরতে হতে পারে৷
প্রায় ১০০টির উপরে দেশি-বিদেশী চ্যানেলের সমন্বয়ে লাইভ টিভি রয়েছে এতে৷ আর এসকল লাইভ টিভি দেখতে ব্যবহারকারীর কোনরূপ অর্থ দিতে হবেনা!
টফিতে টিভি চ্যানেস লাইভ স্টিম করা যাবে৷ টফি অ্যাপ এ আপনি পাবেন সম্পূর্ণ বাফার ফ্রি লাইভ টিভি এক্সপেরিয়ান্স৷ এছাড়াও এতে পাবেন রিফ্রেস অ্যাপ ইন্টারফেস এবং ইজি কন্টেন্ট ডিসকভারিটি৷
আকর্ষণীয় দিক হচ্ছে যে ১০০টিরও বেশী টিভি আপনি দেখতে পারবেন৷ লাইভ খেলা দেখার পাশাপাশি ইন্টারন্যাশনাল মেগা সিরিজগুলোও বিনামূল্যে উপভোগ করতে পারবেন৷ কেবল বাংলালিংক নয় বরং যে কোন নেটওয়ার্ক বা সিম ব্যবহার করেই টফি অ্যাপ চালাতে পারবেন৷
Binge লাইভ টিভি অ্যাপটি ব্যবহার করতে পারেন এর বিশাল কালেকশনের জন্য৷ এতে রয়েছে প্রায় তিন হাজারের উপর নানা ধরণের ওয়েব সিরিজ, মুভি, নাটক, বিভিন্ন ধরণের টিভি শো ইত্যাদি৷
এছাড়াও শিশুদের জন্য আলাদা কন্টেন্ট থাকায় শিশুদের অবসর সময়েও Binge অ্যাপটি তাদের সঙ্গী হতে পারে৷
Binge অ্যাপ এর অন্যতম ফিচার হচ্ছে এতে আপনি উপভোগ করতে পারবেন আপনার পছন্দের অভিনেতা/অভিনেত্রীর এক্সক্লুসিভ মুভি৷ আনলিমিটেড সময় করতে পারবেন ভিডিও স্টিম৷
এছাড়াও প্রয়োজনে ভিডিও পুশ করে ও পুনরায় রিজিওম করে দেখার সুবিধাও এতে রয়েছে৷ পছন্দের কন্টেন্টি মাই লিস্ট নামক অপশনে এড করতে পারবেন কি কি দেখেছেন তার হিস্টরিও এতে দেখাবে৷
এছাড়াও বাচ্চারা যেন বড়দের কন্টেন্ট না দেখতে পারে সেজন্য করতে পারবেন প্যারেন্টাল লকও (Parental Lock).
বাংলাদেশের সর্ববৃহত মোবাইল টিভি অ্যাপ হচ্ছে বঙ্গ৷ সর্ববৃহত বলার কারণ, এতে রয়েছে ১৫,০০০ মত নাটক, মুভি, টিভি সিরিজ, গান এর সুবিশাল সংগ্রহ৷
এছাড়াও লাইভ টিভি দেখার সুবিধা তো রয়েছেই৷ কেবল তাই নয়, এতে নিত্যনতুন যোগ হচ্ছে নতুন নতুন কন্টেন্ট!
Bongo অ্যাপ এ এক্সেস করতে পারবেন ১৫,০০০ এরও বেশী ফুল মুভি, নাটক, টিভি শো, এবং Bongo অরিজিনালস ফিল্ম৷ অ্যাপ নামিয়ে ইন্টারনেট সংযোগ থাকা যেকোন মোবাইলেই দেখা যাবে৷
প্রতিনিয়ত পাওয়া যাবে নিত্যনতুন কন্টেন্ট কোনরূপ ঝামেলা ব্যতিত৷ এমনকি ডাউনলোড করার অপশনও এতে রয়েছে৷ চাইলে মোবাইলের পাশাপাশি টিভিতেও দেখা যাবে৷
উপরে উল্লেখ করা অ্যাপ ছাড়াও আরও অনেক মোবাইল টিভি অ্যাপ রয়েছে৷ তবে যে সকল অ্যাপ প্লেস্টোরের বাহির থেকে ডাউনলোড করতে হয় সে সকল অ্যাপ এর ব্যাপারে সতর্ক থাকা দরকার৷
কেননা তাতে নানাবিধ ভাইরাস বা ম্যালাওয়ার থাকতে পারে৷ এজন্য আমাদের সিলেটে কেবল প্লেস্টোরের মোবাইল টিভি অ্যাপ উল্লেখ করা হয়েছে৷
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.