খেলাধুলা

মিরপুর পিচের সমালোচনাকারীদের এক হাত নিলেন ক্রিকেটার মমিনুল

মিরপুর পিচের সমালোচনাকারীদের এক হাত নিলেন ক্রিকেটার মমিনুল

বেশ কিছুদিন ধরেই চলছে মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামের সমালোচনা। একের পর এক ধেয়ে আসছে সমালোচনার তীর।

টিটুয়েন্টি সিরিজে বোলিং পিচে রান না হওয়ার কারনে চলা সমালোচনার প্রশ্নের এক হাত নিলেন মমিনুল হক।

মিরপুরের স্পিন পিচের সমালোচনা চললেও এখানে স্পিনিং পিচই পছন্দ সবার। ফ্লাট উইকেটকেও ভালো বলেই মনে করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।

তিনি বলেন “উপমহাদেশের সবাই স্পিন ভালো খেলে। তাদের বিপক্ষে স্পিনিং উইকেট না করাটাই ভালো। সব দলই তা-ই করে।

আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটই ভালো। আমার এটাই পছন্দ।”

মিরপুরের পিচ সমালোচনার কারন কে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সাদা বলে আর লাল বলের উইকেট এক না বলেই ধারনা তার।

তবে তার বিশ্বাস সাদা বলের চেয়ে লাল বলের উইকেট ভালো হবে।

এই নিয়ে তিনি যোগ করেন ”মিরপুরের উইকেট আমরা সবাই জানি যে, বলা কঠিন…আমার কাছে মনে হয়, সাদা বলে একরকম উইকেট হয়, লাল বলে আরেকরকম।

সাদা বলে দুই পাশ থেকে নতুন বল থাকে, তখন বিভিন্ন কিছুর মুখোমুখি হতে হয় ব্যাটসম্যানদের। তবে লাল বল তো একটিই থাকে।

আমার কাছে মনে হয়, সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে লাল বলে।”

মিরপুরের পিচের সমালোচনা করা হলে এরপর এক হাত নেন তিনি। তার মতে অযুহাত দেয়া কখনওই কাম্য না। তিনি একাত্মতা পেষণ করেন এর সাথে।

“পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট বা এগুলো নিয়ে অজুহাত দেওয়াটা কখনোই কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হই না।”

তার মতে পেশাদার ক্রিকেটে অভিযোগ থাকা উচিত না। অযুহাত না দিয়ে বরং ভালো ক্রিকেট খেলার চেষ্টা করা উচিত বলেই মনে করেন তিনি।

শুধু তাই নয়, তার ভাষ্যমতে পেশাদার ক্রিকেটে ধানক্ষেতেও ভালো করার যোগ্যতা থাকা উচিত।

এই নিয়ে টাইগার টেস্ট অধিনায়ক বলেন ‘পেশাদার ক্রিকেটারদের যদি ধানক্ষেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে।

আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদার হলে আরও ভালো হয়।”

উল্লেখ্য, মিরপুরের পিচে এই বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও সেখানে হয়নি সাধারণ ক্রিকেট খেলা।

দেখা যায়নি টিটুয়েন্টি ক্রিকেটের রান। গড়ে রান হয়েছে প্রায় ১২৫-১৩০। আর তাই সেই নিয়েই চলছে সমালোচনা, যার জবাবেই এসব বলেন মমিনুল হক।

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

অর্কিড ফুল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন ও ফুল সংগ্রহ

অর্কিড, খুব কঠিন একটা নামের সুন্দর একটা ফুল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি ফুল নিয়ে…

2 days ago

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

5 days ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

6 days ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

6 days ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

6 days ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

6 days ago