বাংলা গান লিরিক্স

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা যেকোনো আয়োজনে গান পরিবেশনের ক্ষেত্রে দেশাত্মবোধক গানগুলোকে বেছে নিয়ে থাকি। বিশেষ করে দেশের জাতীয় দিবস গুলোতে দেশাত্মবোধক গানগুলো পরিবেশনা হয়ে থাকে। স্কুল কলেজ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সকল গানের আয়োজন করা হয়।

 আপনি যদি এমন কোন প্রোগ্রামে গান পরিবেশন করতে চান কিংবা ভালোলাগার দিক থেকে জনপ্রিয় দেশাত্মবোধক গান শুনতে এবং সেগুলোর কথাগুলো বুঝতে চান সে ক্ষেত্রে আপনার গানের লিরিক্স জানা খুব প্রয়োজন তাই এবারের আর্টিকেলে বেছে বেছে জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স নিয়ে হাাজির হয়েছি।

 

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

এই পর্যায়ে একেক করে দেশের সকল বেশ কিছু জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স উপস্থাপন করছি। 

গানের নাম “ও আমার দেশের মাটি”

ও আমার দেশের মাটি, 

তোমার পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর, 

তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা.. 

ও আমার দেশের মাটি, 

তোমার পরে ঠেকাই মাথা।

তুমি মিশেছ মোর দেহের সনে,

তুমি মিলেছ মোর প্রাণে মনে।

মিশেছ মোর দেহের সনে,

তুমি মিলেছ মোর প্রাণে মনে।

তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা.. 

ও আমার দেশের মাটি,

তোমার পরে ঠেকাই মাথা।

ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে

ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে

তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে

তুমি অন্ন মুখে তুলে দিলে

তুমি শীতল জলে জুড়াইলে

অন্ন মুখে তুলে দিলে

তুমি শীতল জলে জুড়াইলে

তুমি যে সকল-সহা, সকল-বহা, মাতার মাতা

ও আমার দেশের মাটি

অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা

ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা

তবু জানিনে যে কী বা তোমায় দিয়েছি মা

আমার জনম গেল বৃথা কাজে

আমি কাটানু দিন ঘরের মাঝে

জনম গেল বৃথা কাজে

আমি কাটানু দিন ঘরের মাঝে

তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা

গানের নাম “জন্ম আমার ধন্য হলো মাগো”

জন্ম আমার ধন্য হলো মাগো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো… 

তোমার কথায় হাসতে পারি

তোমার কথায় কাঁদতে পারি (২)

মরতে পারি তোমার বুকে

বুকে যদি রাখো মাগো… 

তোমার কথায় কথা বলি

পাখির গানের মতো

তোমার দেখায় বিশ্ব দেখি

বর্ণ কত শত।

তুমি আমার – খেলার পুতুল

আমার পাশে থাক মাগো… 

তোমার প্রেমে তোমার গন্ধে

পরান ভরে রাখি

এইতো আমার জীবন-মরণ

এমনি যেন থাকি।

বুকে তোমার – ঘুমিয়ে গেলে

জাগিয়ে দিও নাকো মাগো। 

গানের নাম “আমার ভাইয়ের রক্তে রাঙানো”

আমার ভাইয়ের রক্তে রাঙানো, 

একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি? 

ছেলে হারা শত মায়ের অশ্রু

গড়ায়ে ফেব্রুয়ারি।

আমার সোনার দেশের

রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা

শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী

দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?

না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে

রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,

এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,

তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে

ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে

ওরা এদেশের নয়,

দেশের ভাগ্য ওরা করে বিক্রয়

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি

আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী

আমার শহীদ ভায়ের আত্মা ডাকে

জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে

দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

দেশের সোনা ছেলে খুন করে রোখে মানুষের দাবি

দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি

না না খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি

একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি।

সেদিন এমনি নীল গগনে বসনে শীতের শেষে

রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে

পথে পথে ফোটে রজনীগন্ধা, অলকানন্দা যেন

এমন সময়, এমন সময়, ঝড় এল

ঝড় এল খ্যাপা বুনো

সেই আঁধারের পশুদের মুখ চেনা

তাদের তরে মায়ের, বোনের, ভাইয়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের বুকে দেশের দাবিকে রোখে

ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে

ওরা এদেশের নয়

দেশের ভাগ্য ওরা করে বিক্রয়

ওরা আমাদের অন্ন, বস্ত্র, স্বপ্ন নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি… 

গানের নাম “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে”

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল

জোয়ার এসেছে জন-সমুদ্রে

রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল… 

বাঁধন ছেঁড়ার হয়েছে কাল,

হয়েছে কাল, হয়েছে কাল। 

শোষণের দিন শেষ হয়ে আসে

অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে

রক্তে আগুন প্রতিরোধ গড়ে

নয়া বাংলার নয়া শ্মশান, নয়া শ্মশান।

আর দেরি নয় উড়াও নিশান

রক্তে বাজুক প্রলয় বিষাণ

বিদ্যুৎ গতি হউক অভিযান

ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল

গানের নাম “আমার সোনার বাংলা” By জেমস

তুমি মিশ্রিত লগ্ন, মাধুরীর জলে ভ্যাঁজা কবিতায়।

আছো সরোয়াদী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়।

তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা

জ্বালাময়ী সে ভাষন।

তুমি ধানের শীষে… মিশে থাকা,

শহীদ জিয়ার স্বপন।

তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের 

একাত্তরের দিনগুলি।

তুমি জসীম উদ্দিনের নকশী কাথারমাঠ, 

মুঠো মুঠো সোনার ধুলি।

তুমি তিরিশ কিংবা তারার

অধিক লাখো শহীদের প্রাণ

তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর,

ভাই হারা একুশের গান।

আমার সোনার বাংলা,

আমি তোমায় ভালোবাসি।

জন্ম দিয়েছো তুমি মাগো,

তাই, তোমায় ভালোবাসি।

আমার প্রাণের বাংলা,

আমি তোমায় ভালোবাসি।

প্রাণের প্রিয় মা তোকে-

বড় বেশি ভালোবাসি।

তুমি কবি নজরুলর বিদ্রোহী কবিতা 

উন্নত মম্ শীর।

তুমি রক্তের কালিতে লেখা নাম, 

সাত শ্রেষ্ট বীর।

তুমি সুরের পাখি আব্বাসের,

দরদ ভরা সেই গান।

তুমি আব্দুল আলীমের সর্বণাশা 

পদ্মা নদীর টান।

তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় 

নারীর অধিকার।

তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, 

শানিত ছুরির ধার।

তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের 

রঙ তুলীর আঁচড়।

শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর 

নতুন দেখা সেই ভোর।

আমার সোনার বাংলা, 

আমি তোমায় ভালোবাসি।

জন্ম দিয়েছো তুমি মাগো,

তাই তোমায় ভালোবাসি।

আমার প্রানের বাংলা, 

আমি তোমায় ভালোবাসি।

প্রাণের প্রিয় মা তোকে,

বড় বেশি ভালোবাসি।

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভ্যাঁজা কবিতায়।

তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম প্রথম ও শেষ ছোঁয়ায়।

তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে-

জ্বলা-জ্বালাময়ী সে ভাষন।

তুমি ধানের শীষে মিশে থাকা

শহীদ জিয়ার স্বপন,

তুমি একটি ফুলকে বাঁচাবো বলে 

বেজে উঠ সুমধুর।

তুমি রাগে নুরাগে মুক্তি সংগ্রামের 

সোনা ঝরা সেই রোদ্দুর।

তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার 

অভিমানের সংসার।

তুমি ক্রন্দন, তুমি হাসি,

তুমি জাগ্রত শহীদ মিনার।

আমার সোনার বাংলা, 

আমি তোমায় ভালোবাসি।

জন্ম দিয়েছো তুমি মাগো,

তাই তোমায় ভালোবাসি।

আমার প্রানের বাংলা,

আমি তোমায় ভালোবাসি।

প্রাণের প্রিয় মা তোকে,

বড় বেশি ভালোবাসি…

পরিশেষে কিছু কথা

এই ছিলো আমাদের দেশের খুব জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স যেখানে ৫টি দারুন সব কথার গানের লিরিক্স সম্পর্কে জানিয়েছি। যেকোনো স্থানে এসকল গান পরিবেশনায় খুবই দারুন ভাবে মানিয়ে যাবে। তাছাড়া আপনি যদি এমন আরো অন্যান্য গানের লিরিক্স সম্পর্কে জানতে চান তবে ভিজিট করুন বাংলা আলো ওয়েবসাইটের বাংলা গানের লিরিক্স নামক ক্যাটাগরিটি। ধন্যবাদ।  

Bangla Alo

Recent Posts

মাথা ব্যথা কমানোর উপায় (করণীয়, বর্জনীয়, ১০টি উপায় ও ব্যায়াম)

প্রচন্ড মাথা ব্যাথা করছে? বুজতে পারছেন না কি করবেন? কেনোই বা হলো এই মাথা ব্যাথা…

4 hours ago

অর্কিড ফুল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন ও ফুল সংগ্রহ

অর্কিড, খুব কঠিন একটা নামের সুন্দর একটা ফুল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি ফুল নিয়ে…

3 weeks ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

3 weeks ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

3 weeks ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

3 weeks ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

3 weeks ago