–
আপনি কি দুবাই ভিসা করিয়েছেন এবং জানতে চাচ্ছেন যে আপনার করা ভিসা কি আদৌও ঠিক আছে কিনা! তাহলে দুবাই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জেনে অনলাইনে যেকোনো সময় উক্ত কাজটি করতে পারবেন। এই আর্টিকেলে জানাবো সেই সকল প্রসেস গুলো যা অনুসরণ করার মাধ্যমে আপনিও দুবাই ভিসা চেক করতে পারবেন।
দুবাই ভিসা
মজার একটা ব্যাপার হলো দুবাইকে বিশ্বের ২০তম ব্যয়বহুল শহর বলা হয়। যেখানের মাত্র ১৫% জনসংখ্যা আরব আমিরাতের। এবং বাকি ৮৫% ই প্রবাসী, যেখানে রয়েছে বাংলাদেশেরই ৯% তাহলে বুজতেই পারছেন বাংলাদেশ থেকে বিভিন্ন কারনে দুইবাই যাওয়াতে বেশ আগ্রহী। দুবাইয়ের অর্থনীতি বাণিজ্য কর, পর্যটন, বিমানচালনা, রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের উপর নির্ভরশীল।
বাংলাদেশের মানুষও এসব বিষয়ে অবগত আর তাই তো এদেশ থেকে দুবাই যাচ্ছে প্রতিনিয়ত অনেক মানুষ। আমরা জানি যেকোনো দেশে যেতে প্রয়োজন সে দেশের ভিসা। দুবাই ভিসা করার নিয়মে আমরা জেনেছি কিভাবে একটি দেশে যাওয়ার জন্য ভিসা করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত। তবে এবার আলোচনা খুবই In Deep পর্যায়ের। এবার বললো দুবাই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে।
আমরা যারাই দুবাই ভিসা করে থাকি বিভিন্ন কারনে ও সম্ভব্য সমস্যার থেকে রেহাই পেতে আগে ভাগেই ভিসা চেক করাটাকে যুক্তিসংগত কাজ বলে মনে করি, এবং এই কাজটিই যথাযথ। আমাদের উচিৎ যেকোনো দেশে পারি জমানোর আগে সেই দেশের জন্য করা ভিসাকে অবশ্যই চেক করে নেয়া।
যার কারনে প্রতিটি দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আমরা জানাচ্ছি, যাতে করে আপনি যে দেশে পারি জমাত চাচ্ছেন সে দেশে ভ্রমণের আগেই উক্ত দেশের ভিসা চেক করে নিতে পারেন। তারই পেক্ষিতে উক্ত আর্টিকেলে জানানো হচ্ছে দুবাই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে। বিস্তারিত জানা যাক..
অবাঞ্ছিত কোনো ঘটনা থেকে দূরে থাকার জন্য বা পরবর্তীতে যেকোনো সমস্যায় পরার হাত থেকে সতর্ক থাকার জন্য অবশ্যই ভিসা চেক করার প্রয়োজন রয়েছে। একটি দেশ থেকে অন্য একটি দেশে যাওয়ার সময় স্বাভাবিক ভাবে মনে ভীতি ও দুর্বল মনে হয়ে থাকে।
এসময় স্বাভাবিক ঘটনার বাইরে অপ্রত্যাশিত কিছু ঘটলেই ভেংগে পরার সম্ভাবনা থাকে। যার কারনে যেকোনো দেশে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে আইনগত উপায়ে সকল ডকুমেন্টস এর ভ্যালিডিটি চেক করা উচিৎ। আর ভিসা যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস।
আপনি যদি এখনই সঙ্গে সঙ্গে দুবাই ভিসা চেক করতে চান বিস্তারিত পদ্ধতি অনুসরণ না করে তবে এখানে ক্লিক করে সরাসরি চলে যান কাঙ্ক্ষিত ওয়েবসাইটে এবং পাসপোর্ট অপশন সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার, এক্সপেয়ারি ডেট, ন্যাশনালিটির তথ্য প্রদান করে সরাসরি সাবমিট করলেই দুবাই ভিসা চেক করতে পারবেন।
তাছাড়া যদি আপনি ওয়েবসাইটের প্রতিটি ধাপ বুজে একেক করে ভিসা চেকিং এর কার্যক্রমে অগ্রসর হতে চান তবে নিম্মের বিস্তারিত পদ্ধতিটি অনুসরণ করুন।
আমরা জানি প্রতিটি দেশেরই ভিসা চেক করার নিয়ম আলাদা আলাদা। একটা বিষয় সব দেশের ভিসা চেকিং এর ক্ষেত্রেই কমন যে প্রতমে আপনাকে যেতে হবে সেই দেশের সরকারি ভিসা চেকিং এর অফিসিয়াল ওয়েবসাইটে। এবং সেখান থেকে কাঙ্ক্ষিত মেনুটি বাছাই করার পর পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে হয়।
এখন দুবাই ভিসা চেক করার নিয়ম এর ক্ষেত্রেও একই বিষয় প্রজোয্য। আপনাকে প্রথমেই চলে যেতে হবে ICP Smart Service নামক ওয়েবসাইটে। এবার সেখান থাকা মেনু অপশন থেকে Public Service খুজে ক্লিক করুন। সুবিধার্থে নিচের ছবিটি লক্ষ্য করুন।
পিক ১
এই পর্যায়ে আরেকটি পেজ চলে আসবে। সেখান থেকে পুনরায় File Validity অপশনে ক্লিক করুন। এটা কোথায় পাবেন সেটা চিহ্নিত করে স্ক্রিনশন আকারে নিচে দেয়া আছে।
পিক ২
দুবাই ভিসা চেক করার মূল পেজটিতে পৌছে সেখানে থাকা অনেক ফরমের অপশন গুলোর মধ্য থেকে পাসপোর্ট নাম্বার, ও ভিসা অপশনটি সিলেক্ট করবেন। নিচের দেয়া স্ক্রিনশনটি লক্ষ্য করুন।
পিক ৩
এখানে দেখা যাচ্ছে GCC Citizen নামক ঘরটিতে পাসপোর্ট ও ফাইল নাম্বার প্রদানের মাধ্যমে সার্চ করার অপশন দেখাচ্ছে। যেহেতু আপনার পাসপোর্ট নাম্বার রয়েছেই তাই সহজে ভিসা চেক করার জন্য এটি সিলেক্ট করুন।
তারই নিচে দেয়া আছে File Type এবার সেখানে আপনার পাসপোর্ট নাম্বারটি লিপিবন্ধ করুন এবং Passport Expire Date টিও জানিয়ে দিন। সব শেষে Nationality বাংলাদেশ সিলেক্ট করে I am not a robot বক্সে টিক দিন। একটি ক্যাপচা আসবে সেটি পুরন করার সাথে সাথেই আপনার ভিসা সংক্রান্ত সকল তথ্য গুলো ড্যাশবোর্ডে প্রদর্শিত হবে।
পিক ৪
উপরের স্ক্রিনশটটি লক্ষ্য করুন। সেখানে বেশ কিছু অপশন ও তথ্য দেয়া আছে। এগুলোর ব্যাখ্যা এই যে:
File Number : আপনার ভিসাটি ভ্যালিড ও লিগ্যাল হলে ফাইল নাম্বারটি দেখাবে। কিছু ক্ষন আগে যে ভিসা চেকিং তথ্য প্রদানের সময় পাসপোর্ট নাম্বারের পাশপাশি ফাইল নাম্বার অপশনটি ছিলো এটা সেই ফাইল নাম্বারই। তাছাড়া আপনাকে Emirate File Number টিও প্রদান করা হবে।
তাছাড়া নিম্মে File Information স্থানে ফাইলের স্ট্যাটাস, শুরু ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখানো হবে।
পরিশেষে, এই ছিলো দুবাই ভিসা চেক করার নিয়ম সংক্রান্ত আর্টিকেলের বিস্তারিত তথ্য যেখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার একমাত্র নিয়ম দেখানো হয়েছে। যেহেতু প্রতিটি দেশের ভিসা চেকিং এর ক্ষেত্রে আলাদা আলদা নিয়ম রয়েছে তাই আপনার যদি অন্য কোনো দেশের ভিসা চেক করার প্রয়োজন হয়ে থাকে তবে ভিসা চেক নামক ক্যাটাগরি থেকে দেখে নিতে পারেন।
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.