খেলাধুলা

পাকিস্তান কে গুটিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

পাকিস্তান কে গুটিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের প্রথম ম্যাচে ৩য় দিন শেষে ৩৯ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

তাতে শেষ পর্যন্ত টাইগারদের লিড রয়েছে ৮৩ রানের। ৩য় দিনে পাকিস্তান কে গুড়িয়ে দিতে একাই বাংলাদেশের হয়ে ৭ উইকেট নেন তাইজুল ইসলাম।

টেস্টে বাংলাদেশের হয়ে এটা ৫ম সর্বোচ্চ বোলিং ফিগার।

টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। লিটন দাসের ক্যারিয়ার সেরা ১১৪ ও মুশফিকুর রহিমের ৯১ রানে ভর করে ও বাকিদের ব্যর্থতায় প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ দাড় করায় ৩৩০ রানের।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২য় দিনে আবেদ আলি ও শফিকের ব্যাটে ১৪৫ রান করে কোনো উইকেট না হারিয়েই।

তবে ৩য় দিনের খেলায় প্রথম থেকেই বদলে যেতে শুরু করে ম্যাচের চিত্রনাট্য! আগের দিন ৫২ রান করা শফিক কে এদিন রান যোগ করার আগেই প্যাভিলিয়নে পাঠিয়ে নিজের প্রথম উইকেট নেন তাইজুল ইসলাম।

একই ওভারে ফেরত পাঠান আজহার আলি কে কোনো রান না করার আগেই।

দলের হয়ে সর্বোচ্চ ১৩৩ রান করেন আবেদ আলি। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই সংগ্রহ করতে পারেনি তেমন রান।

মূলত তাইজুল ইসলামের আগুনে বোলিং এর সামনে ঠিকমত আর দাঁড়াতে পারেনি কোন পাকিস্তানি ব্যাটসম্যান। তাতে শেষ পর্যন্ত দারুন সূচনা পাওয়া পাকিস্তান গুটিয়ে যায় ২৮৬ রানে।

১১২ রান দিয়ে একাই ৭ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম, যা তার ক্যারিয়ারে ২য় সর্বোচ্চ ব্যক্তিগত বোলিং ফিগার।

পাকিস্তানের ব্যাটিং শেষ হলেও বাংলাদেশ এগিয়ে থাকে ৪৪ রানে। ২য় ইনিংসে ব্যাট করতে শুরু করে বাংলাদেশ।

তবে এবারও সেই প্রথম ইনিংসের মতই ব্যর্থতায় আটকে যায় বাংলাদেশের টপ অর্ডার। দলীয় ১৪ রানে সাদমান কে লেগ বিফোরে আটকে পাকিস্তান কে ব্রেকথ্রু এনে দেয় শাহিন আফ্রিদি।

একই ওভারে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন শান্তকেও।

এই ইনিংসেও ব্যর্থ ছিলেন অধিনায়ক মমিনুল হক। হাসান আলির বলে পরের ওভারেই তিনি বিদায় নেন কোনো রান না করেই।

বোলিং এ এদিন আগুন ঝড়ান পাকিস্তানি শাহিন আফ্রিদি। নিজের ৩য় ও বাংলাদেশের ৪র্থ উইকেট হিসেবে তুলে নেন সাইফের উইকেট।

২৫ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের বাকি সময় নিরাপদে কাটিয়ে দেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি। শেষ পর্যন্ত ৩য় দিন শেষ করে বাংলাদেশ ৩৯ রানে,তাতে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ৮৩ রানে।

১২ রানে মুশফিক ও ৮ রানে ৪র্থ দিন শুরু করবে ইয়াসির আলি।

সংক্ষিপ্ত সংগ্রহ – (৩য় দিন শেষে)

টস – বাংলাদেশ (ব্যাট আগে)

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২

পাকিস্তান ১ম ইনিংস : ২৮৬/১০ (১১৫.৪ ওভার)
আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২
তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২

বাংলাদেশ ২য় ইনিংস : ৩৯-৪ (১৯ ওভার)

সাইফ ১৮ মুশফিক ১২*

শাহিন আফ্রিদি ৬-৩ (৬ ওভার)
হাসান আলি ১৯-১ (৫ ওভার)

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

7 hours ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

7 hours ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

7 hours ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

7 hours ago

মন ভালো রাখার উপায় || মন সুস্থ রাখার ১০ টি টিপস

মানুষের মন যেহেতু আছে এটা ভালো কিংবা খারাপ থাকবে এটা খুব স্বাভাবিক একটা বিষয়।  একটা…

1 month ago

বাংলাদেশের সেরা ১০ টি মেডিকেল কলেজ

বাংলাদেশে মেডিকেল শিক্ষার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সাথে, ভালো মানের মেডিকেল কলেজের তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

2 months ago