খেলাধুলা

যেভাবে শুরু হয়েছিলো আইপিএল

যেভাবে শুরু হয়েছিলো আইপিএল

যেখানে সবাই একমত হবে তা হচ্ছে ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় লীগ হচ্ছে আইপিএল যার পুরী নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ।

এর জনপ্রিয়তা এতটাই বেশি যে ফুটবলে মাত্র ৬-৭ টি লীগ বাদ রাখলে বাকি সব টুর্নামেন্টের চেয়ে এই টুর্নামেন্টের দর্শক ভিউ বেশি।

২০০৮ সালে প্রথম মাঠে গড়ায় আইপিএলের আসর। তবে এর আগে রয়েছে বেশ মজাদার এক ইতিহাস। চলুন আলোচনা করা যাক সেটা নিয়েই –

আইপিএল সৃষ্টির ইতিহাস:-

জেনে অবাক হ্নেন ২০০৭ সালে অনুষ্ঠিত হওয়া প্রথম টিটুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চায় নি ভারত।

তাদের অভিযোগ ছিল ক্রিকেটের ছোট ফরম্যাট ধ্বংস করবে ক্রিকেটকেই, এটার টুর্নামেন্ট অনুষ্ঠিত না হওয়াই শ্রেয়।

আইসিসি কে চাপ দিতে এই কথা বললেও আইসিসি অনড় থাকে নিজেদের সিদ্ধান্তে।

শেষদিকে বিশ্বকাপের সূচি পর্যন্ত তৈরি হয়ে যাওয়ায় এরপর আর কোন সুযোগ ছিল না ভারতের সামনে।

বরং আইসিসি তাদের জানায় যদি অংশ নিতে ভারতের আপত্তি থাকে তবে নতুন দল আমন্ত্রণ জানাবে তারা।

এরপর অবশ্য বাধ্য হয়েই অংশ নেয় তারা বিশ্বকাপে।

বিশ্বকাপে গেলেও আগ্রহ ছিল না তাদের। যার প্রমাণ দলের অন্যতম সেরা ক্রিকেটাররা (শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ,

অনিল কুম্বলেদের) বিশ্বকাপ হতে বিশ্রাম নিয়েছে সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য।

শচীন নিজেই অবশ্য নিশ্চিত করেন এই বিষয় টি, সিদ্ধান্ত নেন দ্রাবিড়ের সাথে আলোচনা করে।

এতে অবশ্য একটা জিনিস পরিষ্কার হয়, আগ্রহ নিয়ে বিশ্বকাপে যায় নি ভারত। তবে যেভাবেই যাক, শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ মিশন শেষ করে শিরোপা ঘরে তুলেই। ফাইনালে হারায় পাকিস্তান কে।

এই শিরোপা জয় তাদের ভালোবাসা এনে দেয় টিটুয়েন্টি ফরম্যাটের প্রতি। আর তখন থেকেই তারা পরিকল্পনা করে এই ফরম্যাটে ঘরোয়া লীগ আয়োজনের।

সেবারই আলোচনা সেরে রাখে, সিদ্ধান্ত নেয় ২০০৮ সালে টুর্নামেন্ট আয়োজনের।

আর এভাবেই মাঠে গড়ায় ক্রিকেটে সবচেয়ে জমজমাট ঘরোয়া লীগ আইপিএলের।

২০০৮ সালে গড়ানো প্রথম আসরে অংশ নেয় ৮ টি দল।

যেখানে রবিন রাউন্ড সিস্টেমে খেলা অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত প্রথম আসরে শিরোপা ঘরে তুলে নেয় রাজস্থান রয়্যালস।

প্রথম আসরেই দল কে শিরোপা উপহার দেয়ায় রাজস্থানের মালিক দলের মালিকানার ২% দিয়ে দেয়,

তৎকালীন দলের অধিনায়ক শেন ওয়ার্ন কে। নিশ্চিত ভাবেই এটি এক অনন্য বিষয় যা বলার অপেক্ষাই রাখে না।

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

মন ভালো রাখার উপায় || মন সুস্থ রাখার ১০ টি টিপস

মানুষের মন যেহেতু আছে এটা ভালো কিংবা খারাপ থাকবে এটা খুব স্বাভাবিক একটা বিষয়।  একটা…

4 weeks ago

বাংলাদেশের সেরা ১০ টি মেডিকেল কলেজ

বাংলাদেশে মেডিকেল শিক্ষার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সাথে, ভালো মানের মেডিকেল কলেজের তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

2 months ago

সেরা ১০ টি গল্পের বই || বাছাইকৃত লেখকের সেরা ১০ টি বই

গল্পের বই পছন্দ করেন? পড়ার জন্য সেরা গল্পের খোজে আছেন? সে সুবাদে অনলাইনে সার্চ করে…

2 months ago

ভিসা ও পাসপোর্ট কি? একটি ভিসা এবং পাসপোর্টের মধ্যে পার্থক্য সমূহ

যারা সঠিক তথ্যটি জানেনা তাদের অনেকের ধারণা - ভিসা এবং পাসপোর্ট মূলত একই কাজ করে…

2 months ago

ইসলামী ব্যাংক প্রবাসী লোন নেয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত (২০২৪)

আপনার কি Loan বা ঋণ প্রয়োজন? আচ্ছা আপনি কি একজন প্রবাসী কিংবা আপনার পরিবারের কেউ…

2 months ago

ইসলামে নিষিদ্ধ ব্যবসা || যে সকল ব্যবসা ইসলামের দৃষ্টিতে হারাম

একজন মুমিন ব্যক্তি হিসেবে আপনার অবশ্যই জেনে রাখা উচিত আপনি যে ব্যবসা পরিচালনা করছেন তাকে…

2 months ago