খেলাধুলা

লুডু খেলা ইতিহাস, নিয়মনীতি ও  উপকারিতা

লুডু খেলা এর ইতিহাস, নিয়মনীতি ও  উপকারিতা

 

স্বাস্থ্যই সুখের মূল। মানসিক স্বস্থ্য ভালো নাথাকলে সমগ্র অর্থ সম্পদ ও জীবনেরসকল স্বাচ্ছন্দ্য অনর্থক হয়ে পরে। তাইজীবনে সুখী হতে হলে প্রয়োজন সুস্থ দেহও সুস্থ মন।

আর এ শরীর ও মনকে সুস্থরাখতে খেলার বিকল্প হয় না।খেলার মধ্যেযেমন রয়েছে শরীর চালনা করার শক্তিতেমনি মনকে মানসিক আবসাদ থেকে মুক্তকরার রসদ।

যা ক্রমাগত শারীরিক ওমানসিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাইখেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা ও মানসিকশান্তি আনয়ন করা একান্ত প্রয়োজন।

কিন্তুবর্তমানে শিশু থেকে শুরু করে ছাত্র, যুবকসহ অধিকাংশই খেলা বলতে অনলাইনভিডিও গেমকেই বেছে নেয়।

যা শরীর ওমন উভয়ের জন্য ক্ষতিকর এবং মানসিকবিকাশের পথেও বাঁধা সৃষ্টি করে। কিন্তমানসিক বিকাশের জন্য অনেক রকমেরখেলা প্রচলিত আছে ।

যে খেলাগুলোরসাহায্যে আমরা বিনোদনের পাশাপাশিমানসিক বিকাশও ঘটাতে পারি। এমনইএকটি খেলা হল লুডু খেলা,

আগের দিনেঅবসর সময়ে ছেলেমেয়ে এমনকিপরিবারের সদস্যগণ একত্রে লুডু খেলারমাধ্যমে বিনোদন লাভের পাশাপাশিমানসিক বিকাশ ঘাটাত।

লুডু খেলা ইতিহাস:

লুডুশব্দটি ল্যাটিন শব্দ লদো থেকে উৎপত্তি হয়েছে। লদো শব্দের অর্থ হচ্ছে আই প্লে যার বাংলা অর্থ আমি খেলি।

মুলত একটি বোর্ড খেলা। ২/৩/৪ জন খেলোয়াড় এক সাথে এ খেলা খেলতে পারে।

ধারণা করা হয় ২৪০০-২৫০০ খ্রিস্টপূর্বের দিকে রোমান সৈন্যরা ইউরোপের দীর্ঘতম রাইন নদীর তীরে একটি ঘাটি তৈরি করেছিল।

 ২০১৬ সালের দিকে সেই ঘাটিতে ছক্কার সন্ধান পাওয়া যায়। ১৮৯৬ সালের পূর্বে ইংল্যান্ডে লোকজন দণ্ড আকৃতির ডাইস দিয়ে খেলত, পরে ঘনাকৃতির পাশার প্রবর্তন ঘটায় সেখান থেকেই লুডু খেলার উৎপত্তি।

এটাই বর্তমান লুডু খেলা। ভারতীয়দের মতেভারতীয় পঁচিশি বা পাশা খেলা থেকেইভারতবর্ষে এই লুডু খেলার উৎপত্তি।বিশ্বব্যপি লুডু খেলা চালু থাকলেও ভারতীয়উপমহাদেশে এ খেলা বেশি প্রচলিত।

ভারতীয় উপমহাদেশে লুডু খেলা অনেকবেশি জনপ্রিয়, এ উপমহাদেশে এলাকারযুবক-যুবতী ও বিবাহিত মহিলারা মাদুরপেতে লুডু খেলতে বসে।

বর্তমানেঅনলাইনে লুডু খেলার জন্য লুডু কিং, লুডুমাস্টারসহ অনেক এপ বা সফটওয়্যারপাওয়া যায়।

লুডু খেলার প্রয়োজনীয় উপকরণ:

২/৩/৪ জন প্রতিযোগি ।

চারটি পৃথক পৃথক ছবিসহ নিদৃষ্ট ছকেরএকটি বোর্ড ।

ছয়পৃষ্ট বিশিষ্ট একটি ডাইস যার এক পৃষ্টেছয় ফোটা ও অন্যপৃষ্ট গুলোতে যথাক্রমে১/২/৩/৪/৫ ফোটা থাকতে হবে ।

(সবুজ, হলুদ, লাল বা নীল) চার রঙেরচারটি করে ১৬ টি গুটি ।

লুডু খেলা- প্ৰকারভেদ:

পৃথিবীতে বিভিন্ন ধরণের লুডু খেলা লক্ষ্যকরা যায়। তবে নিয়ম ও বৈচিত্রের ভিত্তিতেলুডু খেলাকে তিন ভাগে ভাগ করা যায়।যথা:

ঘর লুডু

সাপ লুডু

পৃথিবী ভ্ৰমণ লুডু

লুডু খেলা-নিয়মনীতি:

* লুডু খেলার জন্য ২/৩/৪ জন ব্যক্তিকেএকত্রিত হয়ে একটি বোর্ড নিয়ে বসতে হবে।

 এ খেলার জন্য প্রত্যেক প্রতিযোগি একঠিকরে ঘরে চারটি  রঙের মধ্যে একটি(সবুজ, হলুদ, লাল বা নীল) চয়ন করেএবং সেই রঙের ৪ টি গুটি নিজের ঘরেনিয়ে খেলা শুরু করেন।

তবে প্রতিজনেরগুটির রং ভিন্ন ভিন্ন হতে হবে।

* প্রতিযোগিদের মধ্যে কোন প্রতিযোগিআগে ছক্কার ডাইস গড়িয়ে মারবে সেটানিজেদের মধ্যে নির্বাচন করতে হবে ।এরপর নির্বাচিত ব্যক্তি ছক্কার ডাইস গড়িয়েমারবে ।

* লুডু খেলার বোর্ডের শুরুতে স্টপেইজথাকে। মোট স্টপেজের সংখ্যা ৪ টি।

 খেলাশুরু হওয়ার পর কোন প্রতিযোগি যতক্ষনপর্যন্ত ডাইস চালনা করে ডাইসের ছয়ফোটা (ছক্কা) উপরের উঠাতে পারে না ততক্ষণ পর্যন্ত সে গুটি বের করে স্টপেইজেনিতে পারে না।

কেবলমাত্র ডাইসের ছয়ফোটা (ছক্কা )উপরের দিকে উঠলেই ঘরথেকে গুটি বের করে স্টপেজ এ নিতেপারবে।

* লুডু খেলায় বোর্ডের উপর ডাইস ছেড়েদিতে হয়, সেই ডাইসে বিভিন্ন ফোটারসংখ্যা উঠে এবং সেই সংখ্যা অনুযায়িস্টপেইজ থেকে খেলা সামনের দিকেআগাতে থাকে।

প্রত্যেক প্রতিযোগির জন্যএকটি করে মোট চারটি স্টপেজ থাকে ।

একবার গুটি বের করে স্টপেজে নিতেপারলে পরবতীতে ডাইসে যে পরিমানফোটা উপরের দিকে উঠবে ততঘর অগ্রসরহতে পারবে।

একই নিয়মে প্রত্যেকপ্রতিযোগিকে ডাইসের ছয় ফোটা ( ছক্কা)উপরের দিকে উঠিয়েই গুটি ঘর থেকে বেরকরতে হয়।

* সকল প্রতিযোগী পর্যায়ক্রমে একবারকরে ব্লক ওয়াইস ডাইস গড়িয়ে মারতেপারেন। এভাবে ডাইস গড়িয়ে গুটি চালিয়েনিতে হয়।

 কোন প্রতিযোগির ডাইস চালনাকরার পর উপরের দিকে ছয় ফোটা (ছক্কা)উঠলে উক্ত প্রতিযোগি আবার ও ডাইসচালনা করার অধিকার লাভ করে । এভাবেপ্রতিযোগিগণ যতবার উপরের দিকে ছয়ফোটা (ছক্কা) উঠাতে পারবে সেইপ্রতিযোগি ততবার ডাইস চালনা করারঅধিকার লাভ করবে।

তবে কোনপ্রতিযোগির পরপর তিনবার ডাইসের ছয়ফোটা (ছক্কা) উপরের দিকে উঠলে ঐ দানবাতিল হযে যাবে় এবং সেই প্রতিযোগিকেপুনরায় ডাইস চালতে হবে।

* ডাইস চালানা করার পর যদি সেই ডাইসবোর্ড থেকে গড়িয়ে বাইরে এসে পড়ে তবেপ্রতিযোগির ঐ দান বাতিল হয়ে যায়।

 তবেকোন প্রতিযোগি যদি ইচ্ছাকৃতভাবে ডাইসবাইরে ফেলে দেয় সেটা গ্রহণযোগ্য হয় না।

* বিপরীত দিকের ঘরের দুইজন প্রতিযোগিজুটি বেধেও খেলতে পারেন, সেক্ষেত্রেদুইজন প্রতিযোগিকে আলাদা ভাবে প্রথমগুটি বের করে স্টপেজ এ আনতে হয়।

তারপরেই কেবল একে অন্যের দান ব্যবহারকরতে পারবেন। আবার একজনের চারটাগুটি পেকে গেলে তার দান পার্টনার ব্যবহারকরতে পরেন ।

লুডু খেলা ডাবল বা দুটি গুটি চালনা করার নিয়ম:

কোন প্রতিযোগি নিজের ব্লক থেকে গুটিবের করার পর ইচ্ছে করলে যেকোন সময়নিজের দুটো গুটি একসাথে ডাবল করেচালিয়ে নিতে পারবে তবে ডাইসে জোড়াফোটা যেমন- ২/৪/৬ উঠলেই কেবল ডাবলগুটি

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

মন ভালো রাখার উপায় || মন সুস্থ রাখার ১০ টি টিপস

মানুষের মন যেহেতু আছে এটা ভালো কিংবা খারাপ থাকবে এটা খুব স্বাভাবিক একটা বিষয়।  একটা…

4 weeks ago

বাংলাদেশের সেরা ১০ টি মেডিকেল কলেজ

বাংলাদেশে মেডিকেল শিক্ষার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে সাথে, ভালো মানের মেডিকেল কলেজের তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

2 months ago

সেরা ১০ টি গল্পের বই || বাছাইকৃত লেখকের সেরা ১০ টি বই

গল্পের বই পছন্দ করেন? পড়ার জন্য সেরা গল্পের খোজে আছেন? সে সুবাদে অনলাইনে সার্চ করে…

2 months ago

ভিসা ও পাসপোর্ট কি? একটি ভিসা এবং পাসপোর্টের মধ্যে পার্থক্য সমূহ

যারা সঠিক তথ্যটি জানেনা তাদের অনেকের ধারণা - ভিসা এবং পাসপোর্ট মূলত একই কাজ করে…

2 months ago

ইসলামী ব্যাংক প্রবাসী লোন নেয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত (২০২৪)

আপনার কি Loan বা ঋণ প্রয়োজন? আচ্ছা আপনি কি একজন প্রবাসী কিংবা আপনার পরিবারের কেউ…

2 months ago

ইসলামে নিষিদ্ধ ব্যবসা || যে সকল ব্যবসা ইসলামের দৃষ্টিতে হারাম

একজন মুমিন ব্যক্তি হিসেবে আপনার অবশ্যই জেনে রাখা উচিত আপনি যে ব্যবসা পরিচালনা করছেন তাকে…

2 months ago