সহজ জয়ে নিউজিল্যান্ড কে হারিয়ে সিরিজ নিশ্চিত করে রোহিত যুগ শুরু করলো ভারত

সহজ জয়ে নিউজিল্যান্ড কে হারিয়ে সিরিজ নিশ্চিত করে রোহিত যুগ শুরু করলো ভারত

রোহিত শর্মা ও কে.এল রাহুলের দারুন ব্যাটে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ টিটুয়েন্টি সিরিজের ২য় টিটুয়েন্টি তে কিউইদের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ভারত।

তাতে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো ভারত।

টসে জিতে নিউজিল্যান্ড কে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারতের নতুন টিটুয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা।

তবে দারুন শুরু পায় নিউজিল্যান্ড। দল কে দুর্দান্ত শুরু এনে দেন মার্টিন গাপটিল। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাট করেন এই কিউই।মাত্র ১৫ বলে ৩ চার ও দুই ছয়ে সংগ্রহ করেন ৩১ রান।

তবে আউট হওয়ার আগে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির সর্বোচ্চ রান টপকে যান তিনি।

তার বিদায়ের পরই রানের গতিতে ভাটা পরে নিউজিল্যান্ডের। ডাইরিল মিচেল ও চ্যাপম্যান মিলে ওয়ানডে গতিতে এগিয়ে নিতে থাকেন দল কে।

দলীয় ৭৯ রানে ব্যক্তিগত ২১ রানে অক্ষর প্যাটেলের বলে বিদায় নেন চ্যাপম্যান। ২৮ বলে ৩১ রান করেন ডাইরিল মিচেল।

দল কে বড় সংগ্রহের স্বপ্ন দেখান গ্লেন ফিলিপস। তার ব্যাটে ২১ বলে আসে ৩৪ রান, বিদায় নেন হার্শাল প্যাটেলের বলে।

তবে দলের বড় সংগ্রহের স্বপ্ন শেষ করে টিম সেইফার্ট ও জিমি নিশাম। সেইফার্ট ১৫ বলে ১৩ ও নিশাম করেন ১২ বলে মাত্র ৩ রান্। তাতে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানেই আটকে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

ভারতের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন অভিষিক্ত হার্শাল প্যাটেল।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দল কে দারুন শুরু এনে দেয় অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক কে.এল রাহুল।

প্রথমে দেখেশুনে ব্যাট করা দুই ডানহাতি ওপেনার ধীরে ধীরে ব্যাট চালাতে থাকেন ঝড়ো গতিতে।

বাংলা আলো খবর পড়ুন

১১তম ওভারে এডাম মিলনের বলে ৬ মেরে আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ারে ১৬তম অর্ধশতক করেন কে এল রাহুল।

দারুন ব্যাট করা দুই ওপেনার এদিনও স্পর্শ করেন ১০০ রানের পার্টনারশিপ।

যা তাদের টিটুয়েন্টি ক্যারিয়ারে ৫ম, বাবর আজম ও রিজওয়ানের সাথে যৌথ সর্বোচ্চ।

৬৫ রানে টিম সাউদির বলে বিদায় নেন রাহুল।১৫তম ওভারে এই মিলনের বলে ৬ মেরে ২৫তম আন্তর্জাতিক টিটুয়েন্টি অর্ধশতক তোলেন অধিনায়ক রোহিত শর্মাও। ৫৫ রানে তিনি বিদায় নেন টিম সাউদির বলেই।

এই নিয়ে টিটুয়েন্টিতে ৪ বার ও আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম বার রোহিত শর্মা কে আউট করেন তিনি।

সূর্যকুমার যাদব কে ১ রানে ফেরান সাউদি। শেষ দিকে কয়েকটি উইকেট নিলেও অনেক দেরি হয়ে যায়।

শেষ পর্যন্ত রিশাব পান্টের ব্যাটে ১৬ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচের পাশাপাশি সিরিজও নিশ্চিত করে ভারত।

Bangla-Alo

সম্পাদক & প্রকাশক : সোহেল রানা সর্বদায় সত্যের বাংলা আলো সব সময় আপনার মনের কথা প্রকাশের জন্য

Recent Posts

অর্কিড ফুল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন ও ফুল সংগ্রহ

অর্কিড, খুব কঠিন একটা নামের সুন্দর একটা ফুল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি ফুল নিয়ে…

14 hours ago

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

4 days ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

5 days ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

5 days ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

5 days ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

5 days ago