ব্যবসা বাণিজ্য

বাংলাদেশের সেরা ১০ টি সিমেন্ট | বর্তমান সময়ের সেরা সিমেন্ট | বাংলা আলো

বাংলাদেশে পাকা বসতবাড়ি, মসজিদ, ব্যবসায় প্রতিষ্ঠান নির্মাণের পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে৷ এসকল প্রতিষ্ঠান, ঘর পাকা করনের জন্য প্রয়োজন পরে সিমেন্টের৷ বাজারে পাওয়া নানান সিমেন্টের মাঝে আমরা খুঁজি সেরা সিমেন্ট৷ আজকের এই আর্টিকেলে আমরা বাংলাদেশের সেরা ১০ টি সিমেন্ট সম্পর্কে জানবো৷

 

বাংলাদেশের সেরা ১০ টি সিমেন্ট

 

বাংলাদেশের বর্তমান বাজার এনালাইসিস করে সেরা কিছু সিমেন্টের কোম্পানি নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে এখানে কোন কোম্পানিকে কমার্শিয়ালি প্রমোট করা হয়নি এবং সেটি সম্পর্কে বলা হয়েছে যেটা গ্রাহকের কাছে পজিটিভ ভাবে গ্রহণযোগ্য। তাহলে চলুন জেনে নেয়া যাক বাংলাদেশের সেরা ১০ টি সিমেন্ট সম্পর্কে।

শাহ সিমেন্ট (Shah Cement):

 

শাহ সিমেন্ট বাংলাদেশের সুপরিচিত ও বিখ্যাত প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের সিস্টার কনসার্ন শাহ সিমেন্ট ইন্ড্রাস্ট্রিজ এর একটি পণ্য৷ বাংলাদেশের বাজারে ২০০০ সাল থেকে শাহ সিমেন্ট পাওয়া যাচ্ছে৷ বিগত ২২ বছর ধরে শাহ সিমেন্ট সুনামের সাথে এদেশের সিমেন্ট মার্কেটেপ্লেস নিজেদের অবস্থান ধরে রেখেছে ৷

 

বঙ্গদেশের সবচেয়ে ভালো সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে শাহ সিমেন্ট অন্যতম শীর্ষস্থানীয়৷

 

স্ক্যান সিমেন্ট (Scan Cement)

 

বাংলাদেশে সিমেন্ট তৈরির বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে যে কয়েকটি বিদেশি সিমেন্ট তৈরি কারক প্রতিষ্ঠান নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে, এর মধ্যে স্ক্যান সিমেন্ট অন্যতম৷

 

স্ক্যান সিমেন্ট জার্মানির বিখ্যাত সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেডেলবার্গ সিমেন্ট গ্রুপের প্রতিষ্ঠান হেডেলবার্গ সিমেন্ট বাংলাদেশে লিমিটেড এর প্রস্তুতকৃত পণ্য৷

 

বাংলাদেশে স্ক্যান সিমেন্ট তাদের যাত্রা শুরু করে ২০০৩ সালে৷ নারায়নগঞ্জে স্ক্যান সিমেন্টের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে৷

 

সেভেন রিং সিমেন্ট (Seven Ring Cement)

 

আমাদের দেশে চাইনিজ পণ্যকে মানহীন, ব্যবহার অযোগ্য অবহিত করা হলেও দিনশেষে কিন্তু সেই চাইনিজ পণ্যই আমরা ব্যবহার করে থাকি৷ ঢালাওভাবে চাইনিজ সকল পণ্যর মান খারাপ যেমন বলা যায়না তেমনি এর সুবিধা ভোগকারীদের নিয়ে হাস্যকর করার ও কিছু নেই৷

 

দেশে অন্যান্য সেক্টরের মতনই সিমেন্ট প্রস্তুতকারী হিসেবে চাইনিজ কোম্পানি শুনসিন গ্রুপের প্রতিষ্ঠান সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এর উৎপাদন করে থাকে৷

 

ঢাকার নিকটেই গাজীপুরে সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কারখানা অবস্থিত৷

 

বসুন্ধরা সিমেন্ট (Basundha Cement)

 

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সর্ববৃহত গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের একটি৷ বসুন্ধরার প্রায় সকল পণ্যই আমাদের দেশের সেরা পণ্য হিসেবে বিবেচিত হয়৷ সেই বসুন্ধরা গ্রুপেরই রয়েছে সিমেন্ট প্রস্তুতকারী কারখানা৷ সারা দেশে বসুন্ধরা সিমেন্ট হিসেবে তারা তাদের সিমেন্ট বাজারজাত করে থাকে৷

 

ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের এর প্রস্তুতকারক৷ অন্যান্য সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে তুলনামূলকভাবে দেরি করে ২০১২ সালে বসুন্ধরা তাদের সিমেন্ট বাজারে নিয়ে আসে৷ নারায়ণগঞ্জের নিজস্ব কারখানায় উৎপাদিত হয় বসুন্ধরার এ সিমেন্ট টি৷

 

ফ্রেশ সিমেন্ট (Fresh Cement):

 

মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ বাংলাদেশের সর্ববৃহত প্রতিষ্ঠানের একটি৷ নানাবিধ ব্যাবসার সাথে জড়িত এ প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব ব্র্যান্ডের সিমেন্ট ও৷ ফ্রেশ সিমেন্ট মেঘনা গ্রুপেরই প্রতিষ্ঠান৷ যারা ফ্রেশ সিমেন্ট বাংলাদেশের বাজারে ২০০১ সাল থেকে বাজারজাত করে আসছে৷ শিল্প অঞ্চল হিসেবে খ্যাত নারায়নগঞ্জে এদের ফ্যাক্টরি অবস্থিত৷

 

প্রিমিয়ার সিমেন্ট (Premier Cement)

 

বাংলাদেশের অন্যতম পরিচিত সিমেন্ট ব্রান্ড বলা চলে প্রিমিয়ার সিমেন্ট কে৷ প্রিমিয়ার সিমেন্টের বেশ কিছু বিজ্ঞাপন এদেশে জনপ্রিয়তা লাভ করে৷ প্রিমিয়ার সিমেন্টের উৎপাদন ও সরবরাহকারী হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড৷ ঢাকার মুন্সিগন্জে অবস্থিত প্রিমিয়ার সিমেন্ট প্রথম বাজারজাত করা হয় ২০০৪ সালে৷

 

ক্রাউন সিমেন্ট (Crown Cement):

 

ক্রাউন সিমেন্টের বিজ্ঞাপন আমাদের শৈশবের স্মৃতিতে আজও অম্লান৷ বিটিভিতে প্রায়শই ক্রাউন সিমেন্টের বিজ্ঞাপন আমরা দেখেছি৷ দেশের সবচেয়ে পুরাতন সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে ক্রাউন সিমেন্ট৷ 

 

এই সিমেন্ট প্রস্তুত করে থাকে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড৷ ১৯৯৫ সালে বাজারে আসা এই সিমেন্ট উৎপাদণ হয় মুন্সিগঞ্জে৷ দেশের চাহিদা মিটিয়ে ক্রাউন সিমেন্ট দেশের বাহিরেও রপ্তানী করা হচ্ছে৷

 

সুপারক্রিট সিমেন্ট (Supercrit Cement)

 

লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড উৎপাদণ করে সুপারক্রিট সিমেন্ট৷ যদিও এর জন্য পৃথক প্রতিষ্টান হিসেবে প্রতিষ্ঠা করা হয় লাফাজ সুরমা ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড৷ সুনামগন্জের ছাতকে উৎপাদিত হওয়া সুপারক্রিট সিমেন্ট বাংলাদেশে প্রথম বাজারজাত করা হয় ২০০৩ সালের দিকে৷

 

আকিজ সিমেন্ট (Akij Cement)

 

আকিজ গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান৷ আকিজ বিভিন্ন সেক্টরে তাদের ব্যবসা সম্প্রসারণ করে রেখেছে৷ সিমেন্ট তৈরিতে ২০০২ সাল হতে বাংলাদেশের বাজারে তাদের পদচারণা৷ ঢাকার নারায়নগঞ্জে রয়েছে আকিজের সুবিশাল ফ্যাক্টরি৷ বাংলাদেশে সর্বপ্রথম ভার্টিকেল রোলার মেশিনের মাধ্যমে সিমেন্ট প্রস্তুত করা আকিজ সিমেন্ট দেশের বাহিরেও সিমেন্ট রপ্তানি করে থাকে৷

 

হোলসিম সিমেন্ট (Holcim Cement)

 

হোলসিম সিমেন্টের কথা আমাদের অনেকেই জানি৷ বাংলাদেশে অনেক আগে থেকেই হোলসিম তাদের সিমেন্ট বাজারজাত করে আসছে৷ সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্টান লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড হোলসিম সিমেন্ট তৈরি ও বাজারজাত করে থাকে৷ আমাদের তালিকায় থাকা সিমেন্ট তৈরি প্রতিষ্ঠানগুলোর মাঝে হোলসিম সিমেন্ট দ্বিতীয়তে বাংলাদেশের বাজারে এসেছে৷ সেই ২০০০ সাল থেকে হোলসিম সিমেন্ট তৈরি ও বাজারজাত করা হচ্ছে এদেশে৷

শেষকথা

 

বর্তমান সময়ে আমাদের দেশে সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ তথাপি সিমেন্টের গুণগুণ মান তেমন বৃদ্ধি পায়নি৷ উপরে উল্লেখিত সিমেন্ট গুলোই বাংলাদেশের সেরা ১০ টি সিমেন্ট৷ 

Bangla Alo

Recent Posts

মানসিক সুস্থতার সাথে খাবারের কোনো যোগসূত্র আছে কি?

শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…

2 months ago

Jodi Bare Bare Eki Sure Prem Tomay Kadai Lyrics | যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় লিরিক্স

লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…

2 months ago

কাতার সাজছে বাংলাদেশি গাছে

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…

2 months ago

কুয়াশা ও বন্যার পানির বিষয়ে সতর্ক করবে গুগল ম্যাপস

এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…

2 months ago

হঠাৎ রেগে যাচ্ছেন, কী ভাবে মেজাজ ঠান্ডা রাখবেন

রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…

2 months ago

বাংলাদেশ সম্পর্কে ভারতের যে ১০টি বিষয় জানা প্রয়োজন

সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…

2 months ago

This website uses cookies.