আমরা যারা ইলেকট্রনিকস পণ্য ল্যাপটপ এর ব্যাপারে মোটামুটি বুঝি; তাদের প্রায় অধিকাংশের নিকট ডেল পরিচিত একটি কোম্পানি। তারা বিভিন্ন কম্পিউটার এবং ল্যাপটপ প্রস্তুত করে থাকে। Dell ল্যাপটপ এর দাম, স্পেসিফিকেশন ও ফিচার্স – এই বিষয় নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল।
১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডেল কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন মাইকেল ডেল। কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক এবং স্মার্টফোন প্রস্তুত করে থাকে ডেল কোম্পানি। তারা সারা বিশ্বব্যাপী বাণিজ্য করে থাকে।
ডেল কোম্পানি এ পর্যন্ত অনেক মডেলের ল্যাপটপ তৈরি করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো – ডেল ল্যাটিচুড ৫৫৯০, ডেল ল্যাটিচুড ৩৩৩০, ডেল ভেনু ১১ প্রো, ডেল ল্যাটিচুড ৭৪৮০ সহ ইত্যাদি বিভিন্ন ধরণের ল্যাপটপ। এর মধ্যে আবার টাচস্ক্রীন ল্যাপটপও রয়েছে।
Dell ল্যাপটপ এর দাম এ মডেল ভেদে ভিন্নতা রয়েছে। এর মধ্যে কম দামে ভালো ল্যাপটপ এর ব্যাপারে চলুন বিস্তারিত জেনে নেইঃ
একটি ল্যাপটপ কেনার পূর্বে সেটার কনফিগারেশনগত বিষয় জানাটা গুরুত্বপূর্ণ। ল্যাপটপের প্রোসেসরের গতি কেমন, র্যাম কত, রোম বা স্টোরেজ কত, ব্যাটারি ব্যাকআপ কেমন, ডিসপ্লে এর আকার, চিপসেট – ইত্যাদি বিষয় দেখে নেয়া উত্তম।
কমপক্ষে প্রোসেসর, র্যাম – স্টোরেজ, ব্যাটারি এবং ডিসপ্লে অবশ্যই যাচাই করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে নীচে কমদামে Dell ল্যাপটপ এর দাম আর তার সাথে স্পেসিফিকেশন এবং ফিচারস এর বিষয়ে উল্লেখ করা হলোঃ
ডেলের এই মডেলের ল্যাপটপের মূল ৩৬ থেকে ৩৮ হাজার টাকার মতো। এই Dell ল্যাপটপ এর দাম অন্যান্য অনেকগুলো ল্যাপটপ এর তুলনায় বেশ কম। কমদামে এই ল্যাপটপটি হালকা বা লাইট ধরণের কাজের জন্য কেনা যেতে পারে। এর স্পেসিফিকেশন এবং ফিচারস হলো –
এই ল্যাপটপে রয়েছে পয়েন্টিং ডিভাইস, নিউমেরিক কি-প্যাড সহ টাচপ্যাড কিবোর্ড, একটি ইংরেজি ইউএস, একটি এইচডি ক্যামেরা ও ডুয়েল-অ্যারে মাইক্রোফোন। সম্পূর্ণ নতুন Dell Inspiron 15 3510 ল্যাপটপে একটি যান্ত্রিক ক্যামেরা শাটার রয়েছে যা ভিডিও কলে আপনার গোপনীয়তা বা দুর্ঘটনাজনিত বিব্রতকর পরিস্থিতির বিরুদ্ধে কাজ করে থাকে।
তাই আপনি পড়তে, দেখতে বা চ্যাট করতে পারেন এবং যেকোনো মিটিং, উপস্থাপনা বা সম্মেলনে এটা ব্যবহার করে যুক্ত হতে পারেন। সর্বশেষে, Dell Inspiron 15 3510 ল্যাপটপ দুই বছরের ওয়ারেন্টি (ব্যাটারি এবং অ্যাডাপ্টার ১ বছরের জন্য) অফার করে থাকে।
এই মডেলের ল্যাপটপটির মূল্য ৪৪ হাজার টাকার মতো। পূর্বে উল্লেখিত ল্যাপটপে চেয়ে এটা একটু বেশি ভালো। এই Dell ল্যাপটপ এর দাম মোটামুটি কমই বলা যেতে পারে। এর স্পেসিফিকেশন এবং ফিচারস হলো –
সব মিলিয়ে এটি একটি দারুণ ল্যাপটপ। এতে রয়েছে ফুল এইচডি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে। এটি পরিষ্কার, উজ্জ্বল ইমেজ প্রদান করে যা চোখে স্টষ্ট দেখার জন্য উপযোগী। এই পোর্টেবল ল্যাপটপটি আপনার সাথে সর্বত্র বহন করা সহজ, যখন মসৃণ বাহ্যিক অংশ রয়েছে। যার কারণে এটিকে দেখতে নজরকাড়া মনে হয়।
ডেল কোম্পানির ল্যাপটপ গুলোর মধ্যে কমদামের মধ্যে রয়েছে এই ল্যাপটপটি। ৪৫ হাজার টাকা মূল্যের এই ল্যাপটপটিতে বেসিক কাজের জন্য ব্যবহার করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন কাজ করতে পারেন। এর স্পেসিফিকেশন এবং ফিচারস হল –
এই ল্যাপটপটিতে বেশ ভাল ইউএসবি সিস্টেম রয়েছে। তাছাড়া এর ওয়ারেন্টিও বেশি। এইচডি কোয়ালিটির এই Dell ল্যাপটপ এর দাম অনুযায়ী এতে ভাল সুবিধা দেয়া আছে। সুতরাং, আপনার দৈনন্দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য এটিকে আপনি বাছাই করে নিতে পারেন।
যে ল্যাপটপ গুলোর ফিচারস বেশি এবং মান ভাল – সেসব ল্যাপটপের দাম বেশি হয়ে থাকে। তবে সার্বিক বিবেচনায় Dell ল্যাপটপ এর দাম বেশ কম। এখানে বিবেচনা করার বিষয় হলো যে, আপনি আসলে কি কাজের জন্য ল্যাপটপ কিনতে চান?
যদি হালকা ধরণের কাজ করতে চান; যেমন – ডাটা এন্ট্রি অথবা নরমাল ব্রাউজিং; তাহলে ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ কেনাটা যথেষ্ট। আর গ্রাফিক্স ডিজাইন এর মতো ভারী কাজের জন্য বাজেট আরও বেশি দিয়ে নেয়া উত্তম।
এই ছিলো এবার সাজেশনে কিছু Dell ল্যাপটপ এর দাম ও স্পেসিফিকেশন, যা আপনাকে সাহায্য করবে আপনার জন্য সেরা ল্যাপটপটি বেছে নিতে। এমনই সব গ্যাজেটস সম্পর্কে জানতে ওয়েবসাইটটিতে ভিজিট করুন।
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.