Categories: ব্যাংক

কিভাবে নেক্সাস পে একাউন্ট খোলার যায়? । NexusPay একাউন্ট খোলার নিয়ম ২০২২

নেক্সাস পে একাউন্ট খোলার নিয়ম : জানতে চাইলে পুরো আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন, আর্টিকেলটিতে জানানো হয়েছে কিভাবে সঠিক উপায়ে নেক্সাস পে একাউন্ট খুলবেন এবং সেখানে যাবতীয় কার্ড ও অন্যান্য সেটাপ কিভাবে করবেন।

নেক্সাস পে কি?

Dutch Bangla Bank Ltd. এর অন্যতম জনপ্রিয় সার্ভিস হলো NexusPay। ডাচ বাংলা ব্যাংকের প্রায় সব কার্ড সমূহ রাখা যায় NexusPay অ্যাপে। এখান থেকে করা যাবে Send money, Money request, Online payment, Balance check and Mini statement সহ সব ধরনের বিল পরিশোধ করার সুবিধা। 

NexusPay অ্যাপ এর সুবিধা

জেনে নিন NexusPay অ্যাপের কিছু সুবিধা সম্পর্কে যেগুলো হলো : 

  • একের বেশি কার্ড এক সাথে যুক্ত করা যাবে
  • ১০,০০০+ অনলাইন শপিং প্লাটফর্মে গ্রহন যোগ্য
  • ২০% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে NexusPay থেকে পেমেন্ট করলে
  • ৫% ক্যাশব্যাক পাবেন নিজ নাম্বারে মোবাইল রিচার্জ করলে
  • ভার্চুয়াল নাম্বার প্রদান যার ফলে অনলাইন পেমেন্ট আলাদা ভাবে ভেরিফাই করার প্রয়োজন হবে না।

NexusPay অ্যাপ এর অসুবিধা 

সুবিধা অসুবিধা নিয়েই সকল জিনিসের সৃষ্টি। এবার জেনে নিন নেক্সাস পে অ্যাপ এর বেশ কিছু অসুবিধা সম্পর্কে। 

  • কেবল মাত্র Dutch Bangla Bank একাউন্টের সাথেই ব্যালেন্স ট্রান্সফার করা যায়
  • যত প্রকার ক্যাশব্যাক পেমেন্টের মাধ্যমে পাওয়া হয় তা দিয়ে কেবল মোবাইল রিচার্জ ও অনলাইন পেমেন্ট করা যায়, তাছাড়া সে টাকা নগদে রূপান্তর করা যায় না।

নেক্সাস পে একাউন্ট খোলার নিয়ম

এবার জানাবো NexusPay অ্যাপ এ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। নিম্মে দেয়া স্টেপ গুলো অনুসরণ করে আপনিও যেকোনো সময় নেক্সাস পে অ্যাপে একাউন্ট তৈরি করতে পারবেন। 

১) Nexus Pay অ্যাপটি প্লে স্ট্রো থেকে ইন্সটল করে নিতে হবে। 

২) নতুন একাউন্ট খুলতে চাচ্ছেন তাই অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন নামক অপশনে ক্লিক করতে হবে। 

৩) এবার একটি সচল মোবাইল নাম্বার, সিম অপারেটর এবং পিন নাম্বার সেট করার জন্য বলা হবে। উল্লেখ্য যে, যেই সিম নাম্বার দিয়ে একাউন্ট খুলতে চাচ্ছেন – একই ফোনে সেই সিমটি থাকতে হবে।

৪)  নেক্সাস পে একাউন্ট খোলার জন্য রেজিস্টেশন করা কালীন সময়ে তাদের হটলাইনে (১৬২১৬) নাম্বারে কল করতে হবে। কল রিসিভ হওয়ার পর ১ বাটনে ক্লিক করলে বাংলায় কথা বলা শুরু হবে। যখন কোনো এজেন্টের সাথে কথা বলবেন তখন বলবেন আপনার নেক্সাস পে এপ্রুভাল লাগবে। তখন সেখান থেকে আপনাকে ভেরিফাই করে বলবে “চেক স্ট্যাটাস” এ ক্লিক করতে। অ্যাপ থেকে সেখানে ক্লিক করার পরপরই আপনার একাউন্টটি সচল হয়ে যাবে। 

NexusPay অ্যাপে যেকোনো কার্ড যুক্ত করার নিয়ম

যদি আপনার কাছে ডাচ-বাংলা ব্যাংকের কোনো ধরনের ডেবিট বা ক্রেডিট অথবা এটিএম কার্ড থেকে থাকে তাহলে সেগুলো সহজেই নেক্সাস পে অ্যাপ এর মধ্যে রাখতে পারবেন। এতে বেশ কিছু সুবিধা পাবেন যা নিম্মে আলোচনা করা হবে। তাছাড়া আপনি চাইলে নিজের রকেট একাউন্ট ও নেক্সাস পে অ্যাপ এর সাথে যুক্ত করতে পারেন। কিভাবে করবেন? দেখুন বিস্তারিত – 

১) অ্যাপে ঢুকে বাম পাশে থাকা ৩ ডটে ক্লিক করবেন। সেখানে থেকে আপনাকে Add Cards অপশনটি খুজে বের করে ক্লিক করুন। 

২) কোন কার্ডটি যুক্ত করতে চাচ্ছেন সেটির নাম দিন। কার্ডের নামে ক্লিক করুন এবং পরবর্তী কার্যক্রমে এগিয়ে যান। আপনি যদি Rocket account যুক্ত করতে চান তবে সেটা সিলেক্ট করে নাম্বার প্রদান করতে হবে, বাকি স্কিনে  দেখতে পাবেন। 

৩) এখন কিছু তথ্য দিতে হবে কার্ড সংক্রান্ত যেগুলো হচ্ছে – 

  • যার নামে কার্ড রয়েছে তার পুরো নাম
  • কার্ডের নাম্বার
  • কার্ডের  পিন নাম্বার
  • রেজিস্ট্রেশন করা নাম্বার, যেখানে OTP যাবে

একটি OIP আসবে এবং সেটা সাবমিট করতে হবে। সব ইনফরমেশন ঠিক ভাবে প্রদান করলে আপনার কার্ডটি সঠিক ভাবে NexusPay অ্যাপে যুক্ত হয়ে যাবে। আপনি এবার এই অ্যাপ এর মাধ্যমে একটি কার্ড থেকে অন্য যেকোনো কার্ডে সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন। 

পরিশেষে,

শেষে হলো নেক্সাস পে একাউন্ট খোলা নিয়ে পুরো প্রতিবেদন। এখানে NexusPay অ্যাপ এর সুবিধা, অসুবিধা, একাউন্ট খোলার নিয়ম এবং একাউন্টে Dutch Bangla Bank এর কার্ড যুক্ত করার নিয়ম সম্পর্কে তথ্য দেয়া হয়েছে। বাংলা আলো প্রতিনিয়ত এমন তথ্য দিয়ে থাকে তাই এখনই ইমেইল সাবমিট করে ফ্রিতে পরবর্তী আপডেট গ্রহন করুন। 

Bangla Alo

Recent Posts

অর্কিড ফুল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন ও ফুল সংগ্রহ

অর্কিড, খুব কঠিন একটা নামের সুন্দর একটা ফুল। আজকে আপনাদের সাথে চমৎকার একটি ফুল নিয়ে…

2 weeks ago

৫টি জনপ্রিয় দেশাত্মবোধক গানের লিরিক্স

প্রতিটা দেশেরইই একক কিছু দেশাত্মবোধক গান থাকে তেমনি বাংলাদেশেও রয়েছে এমন অনেকগুলো দেশাত্মবোধক গান।  আমরা…

3 weeks ago

ইসলামিক পদ্ধতিতে ওজন কমানো এবং সুস্থ থাকার উপায় জানুন

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমাদের আজকের জানার বিষয় হলো -…

3 weeks ago

বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে জানুন, নিজে চাষ শুরু করুন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন চাষ…

3 weeks ago

ওমরা ভিসা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ২০২৪

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় ও অশেষ রহমতে সবাই অনেক ভালো…

3 weeks ago

কনফেকশনারি ব্যবসার আইডিয়া || শুরু থেকে শেষ অব্দি

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিনের খাদ্য তালিকার মধ্যে গুরুত্বপূর্ণ…

3 weeks ago