বর্তমান জেনারেশনের অনলাইনে গেম খেলার প্রচলন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব গেম অনেকেই খেলছে সখ করে আবার অনেকেই এটিকে বানিয়ে নিয়েছে টাকা ইনকাম এর উৎস। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি যে বর্তমানে গেম খেলে টাকা ইনকাম করা যায়। উক্ত আর্টিকেলে এমন কিছু গেম সম্পর্কে জানাবো যেগুলো খেলার মাধ্যমে আপনিও অনলাইন থেকে আয় করতে পারবেন।
জী হ্যাঁ, ব্যাপারটি সত্যি তবে এমনটা ভেবে কাজ নেই যে গেম খেলার মাধ্যমে যে টাকা আয় হবে সেটা দিয়ে আপনার যাবতীয় সকল খরচ বহন করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রথমে বলে লাগছে কেন খেলার মাধ্যমে যেই টাকা আয় হবে সেদিন খুবই সামান্য পরিমাণে।
তবে এমন অনেকেই বলে থাকে যে গেম খেলার মাধ্যমে মাসে ৫০ হাজার, ১ লাখ টাকা আয় করা যায়। যারা মূলত এই সব কথা বলে থাকে তারা ঢাহা মিথ্যা কথা ছাড়া কিছু বলছে না। কম ধারনা থাকার পরেও তারা এরুপ ভাবে ব্যাপার গুলো উপস্থাপন করছে যে এটি করা খুব সহজ।
প্রকৃত পক্ষে একটি সাধারণ মানুষের পক্ষে কখই কেবল গেম খেলার মধ্য দিয়ে এতো টাকা আয় করা সম্ভব নয়। তবে হ্যা আয় করা যায়, এতো পরিমানের না হলেও বেশ ভালো পরিমানের আয় করা সম্ভব। এতে কেবল গেম খেলা নয় বরং তার পাশাপাশি বেশ কিছু বিষয়ে জ্ঞান থাকা জরুরি যা উক্ত আর্টিকেলের মাধ্যমে উস্থাপন করবো।
আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা অতিরিক্ত পরিমাণে গেমস খেলে থাকে প্রকৃতিগত বিশেষ করে শিক্ষার্থীরা যেকোনো সময় হাতে মোবাইল ফোন পেলেই এখান থেকে গেম খেলা শুরু করে দেয়। কেন মূলত বেশিরভাগ সময় খেলার মাধ্যমে পার করে দেয় তাদের জন্য এই সুযোগটি মিস করা উচিত হবে বলে মনে করিনা।
কথায় আছে “নাই মা থেকে কানা মা ভালো” তারই পেক্ষিতে তো বলা যায়, যেহেতু গেমস খেলবেনই তখন গেম খেলার মাধ্যমে যদি টাকা ইনকাম করা যায় তবে সেটা মিস করবেন কেন? তাহলে চলুন জেনে নেই সেই সকল গেম সম্পর্কে যা খেলার মাধ্যমে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।
প্রথমেই বলে রাখছি আপনি যদি খুব ভালো গেমার না হয়ে থাকেন তবে অনলাইনে আয় করার উপায় হিসেবে গেমকে বেছে নেয়া আপনার জন্য মোটেও ঠিক হবে না কারন যারাই অনলাইনে গেম খেলে আয় ইনকাম করে থাকে তাদের মধ্যে সবাই গেম খেলাতে বেশ পটু।
তবে গেম খেলে টাকা ইনকাম করার জন্য যেই বিষয় গুলো প্রয়োজন সেগুলো হচ্ছে
গেম খেলে টাকা ইনকাম করার জন্য অনেক গুলো উপায় আছে। এবার আপনার জন্য কোন উপায়টি সেরা হবে তা কেবল আপনি নিজেই নির্ধারন করতে পারবেন। এবং এই কাজটি নির্ধারন করার জন্য দেখতে হবে আপনার স্কিল কেমন গেম খেলায়। আপনি যদি খুব ভালো এবং এক্সপার্ট গেমার হয়ে থাকেন তবে আপনার জন্য টাকা ইনকাম করার অনেক গুলো পথ খোলা আছে। অন্যদিকে আপনি যদি নরমাল কিছু গেম খেলে সামান্য কিছু টাকা আয় করতে চান সেটার উপায়ও রয়েছে যা সবশেষে উল্লেখ্য করবো। তবে প্রথমেই বলি যারা ভালো গেম খেলে তাদের ব্যাপারে।
আজকাল প্রতিটা গেমারকে দেখা যাচ্ছে ইউটিউবে গেমিং বিষয়ে টিউটরিয়াল দিচ্ছে। অথবা অনলাইনে গেমিং স্ট্রিমিং করে সেটি ইউটিউবে আপলোড করছে। বর্তমান সময় ইউটিউব কতটা পপুলার একটি প্লাটফর্ম তা বলা বাহুল্য। এদিকে গেম খেলার উপর আকৃষ্ট লোকের সংখ্যাও নিছক কম নয়। বিশেষ করে ১৩ থেকে ২০ বছরের ছেলে মেয়েরা অনলাইন গেমিং স্ট্রিমিং গুলো বেশি উপভোগ করে থাকে তাদের টার্গেট করে ইউটিউবে গেমার হয়ে গেম স্ট্রিমিং করা এবং গেম খেলা বিষয়ক বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমেই ইউটিউব থেকে আয় করতে পারবেন।
আপনি যদি ভালো গেমার হয়ে থাকেন বা গেমিং এক্সপার্ট হোন তবে আপনার গেম খেলার টেকনিক শিখার জন্য এবং ইঞ্জর করার জন্য বেশ ট্রাফিক পাওয়া যাবে। পরবর্তীতে ইউটিউবের নিয়ম অনুযায়ী তা মনিটাইজেশনের মাধ্যমে সেখান থেকে আয় করা যাবে।
ইতিমধ্যে আপনি হয়তো জানেন ওয়েবসাইট ও ব্লগের মাধ্যমেও বেশ ভালো পরিমানের আয় করা যায়। তবে আর্টিকেলের মূল বিষয় বস্তু হলো গেম খেলা সংক্রান্ত। ওয়েবসাইটের মাধ্যমে গেম খেলে টাকা ইনকাম করা যাবে না ঠিক তবে বিভিন্ন গেমের রিভিউ দেয়ার মাধ্যমে, গেমে থাকা বিভিন্ন ক্রিটিক্যাল বিষয় গুলো সহজে উপস্থাপনের মাধ্যমে, গেম ডাউনলোড ও নিত্য নতুন গেমিং আপডেট ও আইডিয়া, কোন ধরনের মোবাইল ফোন গেম খেলার জন্য ভালো সেই বিষয় দিয়ে আর্টিকেল লিখার মাধ্যমে ওয়েবসাইট বা ব্লগ সাজিয়ে সেখান থেকে আয় করা যায়।
আর সত্যি বলতে গেমিং বিষয়ক ওয়েবসাইট গুলো বেশ ভারি রকমের ট্রাফিক লক্ষ্য করা যায়। ওয়েবসাইট বা ব্লগ তৈরি করে সেখান থেকে কিভাবে আয় করা যায় এই বিষয়ে বিস্তাতির জানতে এখানে ক্লিক করুন।
আপনি যদি ইউটিউবের কঠিন মনিটাইজেশন জাল থেকে মুক্তি ও সহজে গেম খেলে টাকা ইনকাম করতে চান তবে Twitch এর থেকে ভালো আর কোনো অপশন নেই। মূলত twitch হলো ইউটিউবের মতই একটি ভিডিও স্ট্রিমিং সাইট তবে এক্ষেত্রে কিছু ভিন্নতা যেমন রয়েছে যেমন, এখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও নয় বরং কেমন গেম বিষয়ক ভিডিও আপলোড করতে পারবেন। গেমিং এর লাইভ স্ট্রিমিং এবং রেকর্ড করা গেম এর মধ্যে অন্যতম।
এই প্লাটফর্মে আরেকটি ভালো ব্যাপার এই যে, মনিটাইজেশন অন করার ক্ষেত্রে তেমন কঠিন কোনো শর্ত দেয়া নেই। মনিটাইজেশনের জন্য এই প্লাটফর্মের যেই শর্ত গুলো আছে তা হচ্ছে :
উপরে উল্লেখিত ছোট শর্ট পুরনের মাধ্যমেই Twitch নামক ভিডিও গেমিং স্ট্রিমিং প্লাটফর্ম থেকে গেম খেলে টাকা ইনকাম করা যাবে।
প্রায়ই দেখা যায় বিভিন্ন স্থানে গেম খেলা বিষয়ক প্রতিযোগিতা হয়ে থাকে। যেখানে উইনিং প্রাইজ স্থান ভেদে বেশি কম হয়। এই সকল টুনামেন্ট গুলো যেমন দেশের লোকাল পর্যায় হয় আবার দেশের বাইরে অনেক স্থানেই হয়ে থাকে। বিভিন্ন গেমিং কোম্পানি গুলো বেশ বড় সড় করেই এই সকল প্রোগ্রাম এরেন্জ করে থাকে। প্রথমেই বলছিলাম আপনি যদি গেম খেলায় বেশ দক্ষ হোন তবে গেম খেলে টাকা ইনকাম করার উপায় রেখেছে অনেক। এই ধরনের টুনামেন্ট খেলার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। এখানে আপনার গেমিং এক্সপ্রিরিয়ান্স থাকতে হবে খুব ভালো। কখন কোথায় কোন ধরনের গেমিং টুনামেন্ট গুলো হচ্ছে তা জানতে গুগল সার্চ করুন এবং বিভিন্ন গেমিং কোম্পানি গুলোর সাইট নিয়মিত ভিজিট করুন।
মোবাইলের গেম খেলে টাকা ইনকাম করা যায় তবে সব ধরনের গেম খেলে না। আপনি যদি ফ্রি ফায়ার, পাবজী এর মত গেম খেলে আয় করতে চান তবে উপরে উল্লেখিত উপায় গুলো সবচেয়ে ভালো টাকা ইনকাম করার ক্ষেত্রে। তাছাড়া আপনি যদি এমন অ্যাপ খুজে থাকেন যেই অ্যাপ থেকে সেখানে থাকা গেম খেলে আয় করা যাবে তাহলে বলবো এই ধরনের কাজ করে সময় নষ্ট করার মানে নেই। কারন এই সকল অ্যাপ এর মধ্যে আপনাকে মূলত গেম খেলার মাধ্যমে আয় করিয়ে দেয় না বরং অ্যাপ এ দেখানো বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে তারা আয় করে যার কিছু অর্থ আপনাদের দিয়ে থাকে।
এক্ষেত্রে একই তো অর্থের পরিমান হয় নাম মাত্র তার উপর আপনার অহেতুক সময় নষ্ট হয়। এর থেকে ভালো উপায় এই যে ফ্রি ফায়ার পাবজি এর মত গেম খেলে বিভিন্ন এলিমেন্ট, কাস্টম, ডায়মন্ড, কালেক্ট করে সেগুলো বিক্রি করার মাধ্যমে আয় করুন। এটার বেশ চাহিদা রয়েছে মার্কেটে। এতে করে খেলায় আপনার এক্সপ্রিরিয়ান্স বিল্ডআপ হবে পাশাপাশি আয় ও করতে পারবেন। যখন মনে হবে উক্ত সেক্টরে আপনি খুব ভালো পারফরমেন্স করছেন তখন উপরে উল্লেখিত উপায় গুলোর মধ্যে থেকে একটি অথবা একাধিক উপায় অনুসরণ করে গেম খেলে টাকা ইনকাম করুন।
–
পরিশেষে, এই ছিলো গেম খেলে টাকা ইনকাম করার বেশ কিছু উপায় এবং বেস্ট সাজেশন যার মাধ্যমে বিনোদোনের মাধ্যম থেকেই টাকা ইনকাম করতে পারবেন। তার পাশাপাশি এটাও জানিয়েছি যে কোন ধরনে ফাদে ভুলেও পা রাখবেন না, কারন তাতে করে আপনার সময় নষ্ট হওয়া ছাড়া আর কোনো লাভই হবে না। অনলাইন বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান খুজে আপনাদের মাঝে তা শেয়ার করার জন্য বাংলা আলো সর্বদা প্রস্তুত। বাংলা আলোর সাথে থাকুন এবং নিজের জীবন আলোকিত করুন। ধন্যবাদ।
শরীর ভালো তো মন ভালো” ছোটবেলা থেকে আমরা এই কথায় অভ্যস্ত হলেও ঠিকঠাকভাবে মানতে নারাজ। মানসিক সুস্থতা ও শারীরিক স্বাস্থ্য…
লাললালালালালালালালালালালালালালালালালালালালা যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়?যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়তবে…
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো দেশে সবুজায়নের পদক্ষেপ নিয়েছে কাতার সরকার। বাংলাদেশি নার্সারি ব্যবসায়ীরাও অংশ নিচ্ছে সবুজায়ন প্রকল্পে। কাতারে ফুটবল…
এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকরা কোনো নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি-না, তা গুগল ম্যাপসের…
রাগের কারণে আপনার কর্মজীবনেও প্রভাব পড়ে একটুতেই রেগে যান? রাগের মাথায় প্রিয়জনকে কটূ কথা বলে আফসোস করতে হয়? এবার একটু…
সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা এবং দুদেশের জনগণের সম্মতির ভিত্তিতে ১. ইসলামপন্থি কিংবা জঙ্গিরা নয় সম্প্রতি যে আন্দোলনের মুখে শেখ…
This website uses cookies.